আজ নয়, JioPhone Next আসছে দিওয়ালির আগে, জেনে নিন দাম ও ফিচার

আজ নয়! বহু প্রত্যাশিত JioPhone Next দিওয়ালির আগে লঞ্চ হবে। Reliance Jio গতকাল রাতে এমনই ঘোষণা করেছে। যদিও ভারতের বৃহত্তম টেলিকম সংস্থাটি গত জুনে জানিয়েছিল, গণেশ চতুর্থী’র (১০ সেপ্টেম্বর) দিন তারা Google এর সাথে হাত মিলিয়ে ডেভেলপ করা এই জিও ফোনের বিক্রি শুরু করবে। তবে গতকাল কোম্পানি একটি প্রেস রিলিজে বলেছে, আপাতত JioPhone Next এর ট্রায়াল (advance trails) চলছে এবং ফোনটি দিওয়ালির (৪ নভেম্বর) আগে বাজারে আসবে।

কেন পিছিয়ে গেল JioPhone Next এর বিক্রি

আসলে বিশ্বজুড়ে সেমিকন্ডাক্টরের ঘাটতি জিওফোন নেক্সট এর বিক্রি পিছানোর জন্য প্রত্যক্ষ ভাবে দায়ী। চিপের ঘাটতির কারণে এই মুহূর্তে সমস্ত স্মার্টফোন কোম্পানিগুলি তাদের প্রোডাক্টের দাম বাড়াচ্ছে। তবে রিলায়েন্স জিও চাইছে সাশ্রয়ী মূল্যে জিওফোন নেক্সট কে বাজারে আনার, যা বেশি দাম দিয়ে চিপ কিনে কোনোভাবেই সম্ভব নয়।

JioPhone Next এর দাম

রিপোর্ট অনুযায়ী, রিলায়েন্স জিও দুটি জিওফোন নেক্সট মডেল লঞ্চ করতে চলেছে – একটি বেসিক মডেল যার দাম ৩,৪৯৯ টাকা এবং আর-একটি অ্যাডভান্সড মডেল, যার দাম ৭,০০০ টাকা হবে বলে আশা করা হচ্ছে।

JioPhone Next কিস্তিতে কেনা যাবে

একবারে পুরো টাকাটা দিয়ে JioPhone Next কেনার সুযোগ আপনার কাছে সবসময়ই থাকবে। এছাড়াও আপনি কিস্তিতে ফোনটি কেনার সুযোগ পাবেন। সেক্ষেত্রে প্রথমে আপনাকে ফোনের দামের মাত্র ১০% পরিশোধ করতে হবে, অর্থাৎ বেসিক JioPhone Next-এর জন্য ৩৪৯ টাকা এবং অ্যাডভান্সড মডেলের জন্য ৭০০ টাকা দিতে হবে। এরপর মাসে অবশিষ্ট অর্থ ব্যাংক বা ঋণপ্রদানকারী অংশীদারকে ফেরত দিতে হবে।

JioPhone Next এর স্পেসিফিকেশন

জিওফোন নেক্সট অ্যান্ড্রয়েড ১১ (গো এডিশন) অপারেটিং সিস্টেম সহ চলবে। এই ফোনে ৫.৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে দেখা যেতে পারে। আবার এই ফোনে ব্যবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ২১৫ (QM215) চিপসেট। এআরএম কর্টেক্স এ৫৩ কোর সহ আসা এই চিপসেটের সর্বোচ্চ ক্লক স্পিড ১.৩ গিগাহার্টজ। জিওফোন নেক্সট ২ জিবি ও ৩ জিবি র‍্যাম এবং ১৬ জিবি ও ৩২ জিবি স্টোরেজ সহ পাওয়া যেতে পারে।

ফটো ও ভিডিও-র জন্য JioPhone Next সম্ভবত ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সহ আসতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটি ২,৫০০ এমএএইচ ব্যাটারি পেতে পারে। এতে ডুয়েল সিম সাপোর্ট করবে। JioPhone Next ফোনে গুগল ডুও গো, গুগল ক্রোম গো এবং গুগল ক্যামেরা গো-এর মত জনপ্রিয় অ্যান্ড্রয়েড অ্যাপগুলি প্রি-ইনস্টল থাকতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন