JioPhone Next সবচেয়ে সাশ্রয়ী মূল্যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সহ লঞ্চ হল, জানুন দাম ও ফিচার

JioPhone Next নামে অবশেষে ভারতে লঞ্চ হল Reliance Jio ও Google এর প্রথম স্মার্টফোন। আজ ৪৪ তম অ্যানুয়াল জেনারেল মিটিং (AGM)-য়ে মুকেশ আম্বানি এই অ্যান্ড্রয়েড স্মার্টফোনটির ওপর থেকে পর্দা সরিয়েছে। উল্লেখ্য, গত বছরই রিলায়েন্স জিওর সাথে হাত মিলিয়েছিল গুগল। যার পর থেকেই জল্পনা ছিল দুই কোম্পানি মিলে সস্তা স্মার্টফোন বাজারে আনবে। সেইমতোই জিও ফোন নেক্সট এন্ট্রি লেভেল হার্ডওয়্যার ও অপ্টিমাইজ অ্যান্ড্রয়েড সহ বাজারে এসেছে। আগামী ১০ই সেপ্টেম্বর থেকে ফোনটি পাওয়া যাবে।

রিলায়েন্স জিও-র তরফে জানানো হয়েছে, JioPhone Next এর মাধ্যমে Google Play Store ব্যবহার করা যাবে। আবার এই স্মার্টফোনে ভয়েস অ্যাসিস্ট্যান্ট, ল্যাংগুয়েজ ট্রান্সলেট এর মত ফিচার পাওয়া যাবে।

জিও ফোন নেক্সট স্মার্টফোনের বিষয়ে বলতে গিয়ে মুকেশ আম্বানি জানিয়েছেন, ” ভারতে এখনও প্রায় ৩০০ মিলিয়ন মোবাইল ব্যবহারকারী রয়েছে যারা ২ জি পরিষেবা ব্যবহার করে। কারণ এই সমস্ত মানুষদের পক্ষে দামি ৪ জি ফোন কেনার সামর্থ্য নেই। আর তাই গত বছর… সুন্দর এবং আমি, গুগল এবং জিওর পরবর্তী প্রজন্মের, ফিচার সমৃদ্ধ, কিন্তু অত্যন্ত সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন বাজারে আনবো বলে মনস্থির করেছিলাম। জিও ফোন নেক্সট কেবল ভারতে নয়, বিশ্বব্যাপী সবচেয়ে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন হবে।”

JioPhone Next স্মার্টফোনের দাম

জিও ফোন নেক্সট স্মার্টফোনের দাম জানানো হয়নি। তবে আগের একটি রিপোর্টে জানা গিয়েছিল, এই ফোনটি ৩,০০০ টাকা থেকে ৪,০০০ টাকার মধ্যে লঞ্চ হবে।

JioPhone Next স্মার্টফোনের স্পেসিফিকেশন ও ফিচার

জিও ফোন নেক্সট স্মার্টফোনকে তাদের জন্য ডিজাইন করা হয়েছে, যারা ২ জি ফোন ছেড়ে ৪ জি কানেক্টিভিটির ফোন ব্যবহার করতে চান। এই ফোনটি গুগল ও জিও কর্তৃক নির্মিত কাস্টম অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলবে। স্মার্টফোনটি ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচারের সাথে এসেছে। এছাড়াও জিও ফোন নেক্সট স্মার্টফোনে উচ্চস্বরে টেক্সট পড়া, ল্যাংগুয়েজ ট্রান্সলেট ও ক্যামেরা রয়েছে। জিও নিশ্চিত করেছে, ফোনটি নিয়মিত অ্যান্ড্রয়েড আপডেট পাবে।

JioPhone Next ঘুম ওড়াবে Xiaomi, Samsung দের

জিও ফোন নেক্সট যদি সত্যি সত্যি ৩,০০০- ৪,০০০ টাকার রেঞ্জে ভারতে পাওয়া যায়, তবে Xiaomi, Samsung- দের মত কোম্পানিগুলির এন্ট্রি লেভেল স্মার্টফোনের বিক্রি অনেকটাই কমে যাবে। ভারতের মতো দেশে যেখানে বাজেট ফোনের চাহিদা বিশাল, সেখানে জিও ফোন নেক্সট জনপ্রিয়তা পাবে বলেই অনুমান করা যায়। ফলে অন্যান্য কোম্পানিগুলি অনেকটাই মার্কেট শেয়ার হারাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন