আগামী মাসেই বিক্রি শুরু JioPhone Next-এর, দাম ৩,৪৯৯ টাকা

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই লঞ্চ হবে Jio (জিও) ও Google (গুগল)- এর যৌথ উদ্যোগে তৈরি প্রথম হ্যান্ডসেট JioPhone Next (জিওফোন নেক্সট)। আসন্ন এই এন্ট্রি-লেভেল অ্যান্ড্রয়েড ফোনকে ঘিরে জল্পনা-কল্পনার শেষ নেই! মূলত দামের কারণেই জিও এবং গুগলের এই ফোনকে ঘিরে কৌতুহল দেখাতে শুরু করেছে মানুষ। যদিও JioPhone Next এর সঠিক মূল্য এখনও কোম্পানির তরফে জানানো হয়নি। তবে সম্প্রতি একটি রিপোর্ট থেকে জানা গেছে, ফোনটি ভারতে ৩,৪৯৯ টাকায় লঞ্চ হবে। টিপস্টার যোগেশ একটি টুইট করে JioPhone Next এর দাম সামনে এনেছেন।

JioPhone Next এর দাম

জল্পনা ছিলই যে, জিও ফোন নেক্সট ভারতে ৫,০০০ টাকার কমে লঞ্চ হবে। তবে যোগেশের দাবি ফোনটি আরও সস্তায়, ৩,৪৯৯ টাকার লঞ্চ হতে চলেছে।

সেপ্টেম্বরে লঞ্চ হচ্ছে সস্তা অ্যান্ড্রয়েড ফোন JioPhone Next

এর আগে জিওর বার্ষিক সাধারণ সভা অর্থাৎ AGM-এ সংস্থার কর্ণধার মুকেশ আম্বানি নিশ্চিত করেছিলেন যে, গণেশ চতুর্থীর প্রাক্কালে আগামী ১০ই সেপ্টেম্বর থেকে ভারতে বিক্রি শুরু হবে জিওফোন নেক্সট-এর। ইতিমধ্যেই ফোনটির কম বেশি ফিচার প্রকাশ্যে এসেছে। গুগলের সিইও সুন্দর পিচাই জানিয়েছেন যে ফোনটি অত্যন্ত অপ্টিমাইজড অ্যান্ড্রয়েড (অ্যান্ড্রয়েড ১১ গো এডিশন) সিস্টেমে চালিত হবে। আবার যোগেশ বলেছেন, জিও ফোন নেক্সট ৫.৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে, 4G VoLTE ডুয়াল-সিম, ৩ জিবি পর্যন্ত র‍্যাম অপশন এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ২১৫ প্রসেসরের সাথে আসবে। এছাড়া স্টোরেজের ক্ষেত্রে, আসন্ন জিওফোনে ১৬ জিবি এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট থাকবে।

ফটোগ্রাফির জন্য জিও ফোন নেক্সটে দেখা যাবে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা‌। এছাড়া এতে পাওয়া যেতে পারে ২,৫০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারিও।

উল্লেখ্য, এর আগের কিছু রিপোর্টে বলা হয়েছে যে জিও ফোন নেক্সটে ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং রিয়েল-টাইম ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন ফিচার থাকবে। উপরন্তু, কোম্পানি নিশ্চিত করেছে ফোনটি স্মার্ট ক্যামেরা এআর ফিল্টার সহ আসবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন