JioPhone Next: জিও ছাড়া অন্য কোম্পানির SIM ব্যবহার করা যাবে, তবে মানতে হবে এই শর্ত

আগামী ৪ঠা নভেম্বর ভারতের বাজারে JioPhone Next ডিভাইসের প্রথম সেল অনুষ্ঠিত হতে চলেছে। Google -এর সাথে হাত মিলিয়ে মুকেশ আম্বানীর মালিকানাধীন Reliance Jio এই 4G স্মার্টফোন তৈরী করেছে। প্রস্তুতকারীদের পক্ষ থেকে সবথেকে সস্তা স্মার্টফোনের (Most Affordable Smartphone) তকমা পাওয়া এই ডিভাইস কেনার জন্য আগ্রহীদের ৬,৪৯৯ টাকা দাম চোকাতে হবে। এক্ষেত্রে ১,৯৯৯ টাকা ডাউন পেমেন্ট ও ২৪/১৮ মাসের ইএমআই সুবিধার সঙ্গেও JioPhone Next কেনা যাবে।

এর আগে আমরা JioPhone Next ডিভাইসের বিভিন্ন স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তবে এই মুহূর্তে ফোনটির এমন একটি ফিচার নিয়ে আলোচনা করা প্রয়োজন যা নিয়ে ক্রেতাদের মধ্যে এখনো বহু জিজ্ঞাসা রয়েছে। আসলে এই সস্তা ফোনে জিও ছাড়া অন্য কোনো টেলিকম অপারেটরের সিম (SIM) ব্যবহার করা যাবে কি না তা নিয়ে বহু মানুষ ধোঁয়াশায়।

সেক্ষেত্রে আমরা প্রথমেই বলি যে, আসন্ন জিওফোন নেক্সট ডিভাইসটি ডুয়াল-সিম সাপোর্ট সহ আসছে। ফলে Jio ছাড়া এখানে অন্য কোনো টেলিকম অপারেটরের সিম কার্ড ব্যবহারের সুযোগ আপনি পাবেন। তবে সেখানে সামান্য শর্ত রয়েছে। কমপক্ষে একটি জিও সিম ছাড়া জিওফোন নেক্সট ডিভাইসে কোনোভাবেই অন্য কোম্পানীর সিম কার্ড কাজ করবে না। সুতরাং আসন্ন এই ডিভাইসের দুটি সিম কার্ড স্লটে Non-Jio সিম ব্যবহারের স্বপ্ন দেখলে সে আশা আপনাকে ত্যাগ করতে হবে।

উল্লেখ্য, এর আগে প্রকাশ্যে আসা জিওফোন ডিভাইসে অন্য কোম্পানীর সিম কার্ড ব্যবহারের কোনো সুযোগ ছিল না। তবে আসন্ন জিওফোন নেক্সট স্মার্টফোনে সেই সুযোগ মিলছে। যদিও এখানেও এক নম্বর সিম স্লটে জিও সিমের উপস্থিতি অনিবার্য। তাছাড়া সিম ২ হিসেবে আলোচ্য স্মার্টফোনে অন্য সংস্থার পরিষেবা গ্রহণেও সম্পূর্ণ ছাড় নেই! কারণ তেমনটা করলে ২ নম্বর সিম কার্ডের মাধ্যমে শুধু কল প্রেরণ ও গ্রহণের সুযোগ মিলবে! অর্থাৎ মোবাইল ডেটা অ্যাক্সেসের জন্য আপনাকে এক নম্বর স্লটের জিও সিমের উপরেই নির্ভর করতে হবে!

অর্থাৎ এটা স্পষ্ট যে JioPhone Next ডিভাইসের উভয় সিম স্লটে Jio সিম ব্যবহার সবথেকে সরলতম বিকল্প। কারণ একমাত্র তখনই গ্রাহকেরা দুটি সিম কার্ডের পরিষেবা ব্যবহারের সুযোগ পাবেন!

JioPhone Next ডিভাইসের স্পেসিফিকেশন সহ সমস্ত তথ্য জানতে এখানে ক্লিক করুন