JioPhone Next আসছে Android Go সহ, পাবেন না আসল অ্যান্ড্রয়েডের স্বাদ

আগামী মাসে লঞ্চ হতে চলেছে Jio-Google -এর প্রথম 4G স্মার্টফোন JioPhone Next। এই এন্ট্রি-লেভেল অ্যান্ড্রয়েড ফোনকে কেন্দ্র করে হাজারো গুজব কানে আসছে। গত সপ্তাহে এই আপকামিং স্মার্টফোনটির দাম (৩,৪৯৯ টাকা) কত হতে পারে তা ফাঁস করেছিলেন টিপস্টার যোগেশ। তাই এখন স্মার্টফোনটির ফিচার নিয়ে অনেকেই কৌতুহলী হয়ে উঠেছে। জিও এবং গুগল যৌথ ভাবে ফোনটিকে নিয়ে আসছে যেহেতু, তাই এতে গুগল সার্ভিস উপলব্ধ থাকবে তা নিশ্চিত। কিন্তু, প্রশ্ন উঠছে যে JioPhone Next আর কী কী ফিচার অফার করবে? বিশেষত কোন ভার্সনের অপারেটিং সিস্টেম থাকতে চলেছে, তা এখন আলোচ্য বিষয় হয়ে উঠেছে। কারণ, অ্যান্ড্রয়েড ১২ ওএস সম্প্রতি বাজারে পা রেখেছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে, ৫,০০০ টাকার কম মূল্যের স্মার্টফোনে লেটেস্ট অপারেটিং সিস্টেম থাকবে এমন আশা করা যায় না। সেক্ষেত্রে আসন্ন জিও স্মার্টফোন Android Go ভার্সনে চলবে।

অ্যান্ড্রয়েড গো হলো অ্যান্ড্রয়েডের একটি লাইট ভার্সন। এটি সীমিত হার্ডওয়্যার ক্ষমতা সম্পন্ন লো-এন্ড মোবাইলে অর্থাৎ কোয়ালকম ২ সিরিজ চিপসেট, ২ জিবি -এর কম র‍্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত স্মার্টফোনে ব্যবহৃত হয়ে থাকে। কোয়ালকম, তাদের ২ সিরিজ চিপসেট এন্ট্রি-লেভেল স্মার্টফোনের জন্য ডিজাইন করেছে, বলে জানিয়েছে। রিপোর্ট অনুযায়ী, জিওফোন নেক্সট, কোয়ালকম ২১৫ এসওসি দ্বারা চালিত হতে পারে বলে অনুমান করছেন অনেকে। যাইহোক এবার, হার্ডওয়্যার থেকে সফ্টওয়্যারের দিকে নজর ঘোরানো যাক।

Android Go অপারেটিং সিস্টেম কী?

অ্যান্ড্রয়েড গো, ইউজারকে বেসিক অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করার মতো অভিজ্ঞতা প্রদান করে। অ্যান্ড্রয়েড গো চালিত ফোনে, গুগল সার্ভিস, সফ্টওয়্যার আপডেট, গুগল অ্যাসিস্ট্যান্ট এবং গুগল প্লে স্টোর ব্যবহার করতে পারবেন ইউজাররা। তবে, হার্ডওয়্যার ক্যাপাসিটি সীমিত হওয়ায় লেটেস্ট গেম, স্ট্রিমিং অ্যাপ ইত্যাদি ডাউনলোড করা যাবে না। যদিও, গুগল অ্যাপের সমস্ত গো ভার্সনের অ্যাক্সেস পেয়ে যাবেন ইউজাররা। অতএব, লো-এন্ড চিপসেট, সীমিত র‍্যাম এবং স্টোরেজ ক্যাপাসিটির জন্য আসন্ন জিওফোন নেক্সট -কে একটি ‘রেগুলার অ্যান্ড্রয়েড ফোন’ বলা সম্ভব হচ্ছে না।

আগেই বলেছি, জিওফোন নেক্সটে ইউজাররা গুগল অ্যাসিস্ট্যান্ট সার্ভিসের সাপোর্ট পাওয়া যাবে। অ্যাপ অ্যাকশনের সাহায্যে ইউজাররা লেটেস্ট ক্রিকেট স্কোর বা ওয়েদার আপডেট জানতে জিও অ্যাপ বা গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করতে পারবেন। এছাড়া, জিওসাভান (JioSaavn) অ্যাপে মিউজিক প্লেয়ার এবং মাই জিও (My Jio) থেকে ব্যালেন্স চেক করা যাবে গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে।

সামগ্রিকভাবে, অ্যান্ড্রয়েড গো অপারেটিং সিস্টেম হলো একটি ‘স্টপ-গ্যাপ অ্যারেঞ্জমেন্ট’। এটি, গুগল সার্ভিস, ৪জি ইন্টারনেট কানেক্টিভিটি, ইউটিউব, ম্যাপ, মিউজিক, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ডুয়েল রিয়ার-ক্যামেরা সহ একাধিক বেনিফিট প্রদান করবে ইউজারকে। কিন্তু, জুম (Zoom) কলিং করে অফিস মিটিং বা অনলাইন ক্লাসে অংশ নেওয়া অথবা শিক্ষা সংক্রান্ত অ্যাপ অ্যাক্সেস করার ক্ষেত্রে কিন্তু অ্যান্ড্রয়েড গো ওএস ভার্সন খুব একটা কার্যকরী নয়।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন