মাত্র ৭৪৯ টাকায় প্রায় ১১ মাস কলিং ও ডেটা, JioPhone এর জন্য দুর্দান্ত প্ল্যান Jio-র

স্মার্টফোন কেন্দ্রিক যুগে সস্তায় 4G ফিচার ফোন অর্থাৎ JioPhone (জিওফোন) ভারতের বাজারে এনে, ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে Reliance Jio (রিলায়েন্স জিও)। এই মুহূর্তে এই ফিচার ফোনের কয়েক মিলিয়ন ইউজারবেসও রয়েছে; গ্রাহকরা নূন্যতম ৭৫ টাকার রিচার্জে মাসিক বৈধতায় আনলিমিটেড কলের পাশাপাশি মেসেজ এবং ডেটার সুবিধা পেয়ে থাকেন। তবে যারা JioPhone-এর জন্য দীর্ঘমেয়াদী প্ল্যান চান তাদেরও দুশ্চিন্তার কোনো কারণ নেই। এই বছরের শুরুর দিকে Jio নতুন বছরের অফার ঘোষণা করেছিল, যেখানে ইউজারদের জন্য ১,৪৯৯ টাকার এবং ১,৯৯৯ টাকার দুটি রিচার্জ প্ল্যান আনা হয়েছিল। এছাড়া ১,০০০ টাকার কমে ওই সময়ে সংস্থাটি ৭৪৯ টাকার আরো একটি প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছিল। সেক্ষেত্রে যারা ঘনঘন রিচার্জ করতে চান না এবং যাদের সীমিত ডেটা প্রয়োজন, তাদের জন্য এই ৭৪৯ টাকার প্ল্যানটি যথেষ্ঠ লাভদায়ক হতে পারে। কেন এই প্ল্যানকে সুবিধাজনক বলছি? আসুন জেনে নিই…

JioPhone-এর ৭৪৯ টাকার প্রিপেইড প্ল্যানের বেনিফিট

৮০০ টাকার কম দামি এই জিওফোনের প্ল্যানটির মেয়াদ ৩৩৬ দিন, যেখানে এটি প্রতি ২৮ দিন পিছু ২ জিবি ডেটা সরবরাহ করে। অর্থাৎ প্ল্যানটি রিচার্জ করলে ১২ মাসে মোট ২৪ জিবি হাই-স্পিড ডেটা পাওয়া যায়। এছাড়া এটিতে মেলে প্রতি ২৮ দিনে ৫০টি এসএমএস এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা। এছাড়াও জিও টিভি, জিও সিনেমা, জিও নিউজ, জিওসিকিউরিটি এবং জিওক্লাউডসহ বিভিন্ন জিও অ্যাপের ফ্রি অ্যাক্সেস পাওয়া যায়। তাই এটি যে রিচার্জের অন্যতম সেরা বিকল্প তাতে সন্দেহ নেই।

JioPhone-এর বেসিক প্ল্যান

এই মুহূর্তে জিওফোনের বেশিরভাগ ইউজারই ৭৫ টাকার বেসিক প্ল্যানটি রিচার্জ করে থাকেন, যাতে সাধারণত ২৮ দিনের বৈধতা, মাসিক ০.১ জিবি হাই স্পিড ডেটা ও আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যায়।

JioPhone Next কি JioPhone-এর উত্তরসূরি?

প্রাথমিকভাবে সেপ্টেম্বরে জিওফোন নেক্সট (JioPhone Next) লঞ্চ হওয়ার কথা থাকলেও, এখন সংস্থাটি নিশ্চিত করেছে যে ফোনটি দিওয়ালিতে কেনার জন্য উপলব্ধ হবে। সেক্ষেত্রে বলে রাখি, জিওফোন নেক্সট, গুগলের সহযোগিতায় নির্মিত একটি অপ্টিমাইজড অ্যান্ড্রয়েড ফোন যা জিওফোন বা জিওফোন ২-এর সাকসেসর (উত্তরসূরি) নয়। কারণ এগুলি ফিচার ফোন ছিল।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন