Joy e-bike: এক মাসে ১১৯০ শতাংশ বৈদ্যুতিক টু-হুইলারের বিক্রি বাড়ালো এই সংস্থা

গত কয়েক মাসে দেশের ইলেকট্রিক অটোমোবাইল স্টার্টআপ সংস্থাগুলি নিজেদের বিক্রি উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে। যা থেকে বোঝাই যায় বহু মানুষ পরিবেশ সম্পর্কে সচেতন হচ্ছেন। এছাড়াও বৈদ্যুতিক যানবাহন বিক্রি বৃদ্ধির অপর একটি কারণ হল দেশে পেট্রোপণ্যের অগ্নিমূল্য। ইতিমধ্যেই Hero Electric, Greaves Mobility, Ather Energy, Ola সহ অন্যান্য বৈদ্যুতিক টু-হুইলার সংস্থাগুলির পণ্য বিক্রি ব্যাপকভাবেই বেড়েছে। এবার দেশের অপর একটি অটোমোবাইল স্টার্টআপ সংস্থা WardWizard Innovation and Mobility নিজেদের বিক্রি বৃদ্ধির কথা সর্বসমক্ষে আনলো, যা এখনো পর্যন্ত তাদের সর্বাধিক। ‘Joy e-bike’ ব্র্যান্ড নামে সংস্থাটি গত মাসে (নভেম্বর) মোট ৩,২৯০ ইউনিট ইলেকট্রিক স্কুটার এবং মোটরসাইকেল বিক্রির কথা জানিয়েছে।

জানা গেছে, গত বছর নভেম্বরের তুলনায় এ বছরে নিজেদের প্রোডাক্ট বিক্রিতে ১১৯০% অগ্রগতি এনেছে ওয়ার্ডউইজার্ড ইনোভেশন এন্ড মোবিলিটি। গত বছর নভেম্বরে মাত্র ২৫৫ ইউনিট টু-হুইলার বিক্রি করতে পেরেছিল সংস্থাটি। অন্যদিকে এবছরের এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত সংস্থাটি ১৩,৫১৬ ইউনিট দু’চাকার বাহন বিক্রি করেছে। গত বছর সেই সংখ্যাটি ছিল মাত্র ১,৯৫৭ ইউনিট। এর ফলে নিজেদের ব্যবসা ৫৯০% বাড়াতে সক্ষম হয়েছে ওয়ার্ডউইজার্ড।

নিজেদের ইলেকট্রিক টু-হুইলারের বিক্রিতে তাৎপর্যপূর্ণ বৃদ্ধি দেখে সংস্থার প্রধান কার্যনির্বাহী আধিকারিক শীতল ভালেরাও (Sheetal Bhalerao) বলেছেন, “এবছর উৎসবের মরসুমে আমরা আমাদের সমস্ত ডিলারশিপ থেকে ব্যাপক সাড়া পেয়েছি, সাথে বুকিং এবং গ্রাহকদের অনুসন্ধানের সংখ্যাও গত বছরের তুলনায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে।” ভালেরাও আরো যোগ করেছেন, “নেটওয়ার্ক এবং দোকানের সংখ্যা বাড়ানোর ফলে গ্রাহকদের থেকে আমরা ভালো সাড়া পেয়েছি। যেভাবে ক্রেতারা সবুজায়নের প্রতি সতর্ক হচ্ছেন, তাতে করে আমরা আগামী দিনে আমাদের বিক্রির সংখ্যা আরো বাড়াতে পারব বলে আত্মবিশ্বাসী।”

প্রসঙ্গত, WardWizard Innovation and Mobility বৈদ্যুতিক টু হুইলার নির্মাণ করে, যা তাঁরা Joy e-bike ব্র্যান্ড নামে বাজারে নিয়ে আসে। এদের ব্যাটারি-পাওয়ার্ড বাইকগুলি হল Beast, Hurricane, Skyline, Thunderbolt। এছাড়াও এদের লাইনআপে Globe ও Gen Next Nanu নামে ই-স্কুটার রয়েছে।

Subhadip Dasgupta

Share
Published by
Subhadip Dasgupta

Recent Posts

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

16 mins ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

24 mins ago

অপেক্ষার অবসান ঘটিয়ে Infinix Note 40 Racing লঞ্চ হল ভারতে, পাবেন 108MP ক্যামেরা

BMW গ্রুপের অংশীদারিত্বে Infinix ভারতের বাজারে লঞ্চ করলো নতুন Infinix Note 40 Pro 5G এবং…

53 mins ago

Uber Cruise: গন্তব্যে পৌঁছে দেবে চালকহীন রোবোট্যাক্সি! যুগান্তকারী পরিষেবা আনছে উবের

মাল্টি-মিলিয়ন ডলারে চুক্তিবদ্ধ হল বিশ্বের বৃহত্তম অ্যাপ নির্ভর ট্যাক্সি পরিষেবা সংস্থা উবের (Uber) এবং প্রখ্যাত…

2 hours ago

Shikhar Dhawan: ক্রিকেটকে বিদায় জানালেও পাঁচটি এমন রেকর্ড যা এখনো শিখরের নামেই রয়েছে

সাম্প্রতিক সময় শিখর ধাওয়ান দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে জায়গা করে নিতে পারছিলেন না। তবে তার…

3 hours ago

Tata Nexon CNG: মারুতিকে চাপে ফেলতে পুজোর আগে আধুনিক গাড়ি লঞ্চ করবে টাটা

Tata Motors তাদের জনপ্রিয় এসইউভি, Nexon-এর CNG ভার্সন পুজোর আগেই লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে।…

3 hours ago