94,000 টাকা পর্যন্ত ডিসকাউন্টে মিলছে Renault Triber, Kwid, ও Kiger গাড়ি
প্রতি মাসেই তাদের বিভিন্ন গাড়ির উপর এক্সচেঞ্জ ও লয়্যালটি বেনেফিট-সহ নানা সুযোগ সুবিধা নিয়ে হাজির হয় ফরারি নির্মাতা রেনো...প্রতি মাসেই তাদের বিভিন্ন গাড়ির উপর এক্সচেঞ্জ ও লয়্যালটি বেনেফিট-সহ নানা সুযোগ সুবিধা নিয়ে হাজির হয় ফরারি নির্মাতা রেনো (Renault)। আবার গত ৮ জুলাই থেকে শুরু হয়েছে সংস্থাটির Monsoon Camp। যেখানে ১৪ জুলাই পর্যন্ত গাড়ির স্বাস্থ্য পরীক্ষা ছাড়াও কম খরচে বিভিন্ন পরিষেবা নেওয়ার সুযোগ থাকছে। এ দিকে সারা মাস জুড়েই Renault Triber, Kwid, ও Kiger মডেলের উপর দেদার ছাড়ের ঘোষণা করা হয়েছে। কোন গাড়িতে কত ছাড়, এক নজরে দেখে নেওয়া যাক সেটা। উল্লেখ্য, নানা শর্তের কারণে অঞ্চলভেদে সুযোগ-সুবিধার পরিমাণ কম-বেশী হবে। তাই নিকটবর্তী ডিলারশিপে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিন।
Renault Triber
ট্রাইবার রেনোর ৪ মিটার কম দৈর্ঘ্যের এমপিভি ঘরানার গাড়ি, যাতে সাতজন যাত্রীর বসার উপযুক্ত জায়গা রয়েছে। জুলাইয়ে ৯৪,০০০ টাকা পর্যন্ত ছাড়ে এটি কেনা যেতে পারে। তার মধ্যে ক্যাশ ডিসকাউন্ট ৪০,০০০ টাকার। স্পেশ্যাল লয়্যালটি বেনিফিট ৪৪,০০০ টাকার। এবং সরকারের স্ক্র্যাপেজ নীতির অধীনে ১০,০০০ টাকা পর্যন্ত ছাড়। রেনো ট্রাইবার ১.০-লিটার পেট্রোল ইঞ্জিনের সাথে উপলব্ধ। এটি ৫-স্পিড ম্যানুয়াল বা অটোমেটিক গিয়ারবক্সের সাথে কেনা যায়।
Renault Kwid
কুইড গাড়িটি ভারতীয় বাজারে রেনাল্ট এর এন্ট্রি-লেভেল গাড়ি হিসাবে বেশ জনপ্রিয়। বর্তমানে রেনাল্ট কুইড এর ২০২১ সালের মডেলটির ওপর ৩৫,০০০ টাকা নগদ ছাড়, ৩৭,০০০ লয়্যালটি বোনাস, এবং ১০,০০০ টাকায় স্ক্র্যাপেজ পলিসি বেনিফিট দেওয়া হচ্ছে। অর্থাৎ ৮২,০০০ টাকা পর্যন্ত ছাড়ে গ্রাহকদের সামনে গাড়িটি কেনার সুযোগ রয়েছে। উল্লেখ্য, ২০২২-এর মডেলের সাথে শুধু ৭৭,০০০ টাকার বেনিফিট থাকছে। গাড়িটি বিভিন্ন ভ্যারিয়েন্টে বিক্রি হয়৷ ৮০০ সিসি ইঞ্জিন সঙ্গে অটোমেটিক ও ম্যানুয়াল গিয়ারবক্স বিকল্প হিসাবে আছে।
Renault Kiger
রেনাল্ট কিগার এসইউভি মার্কেটে বেশ জনপ্রিয়। গাড়িটি দুটি ইঞ্জিনের অপশনের সাথে আসে। একটি ১.০ লিটার টার্বো পেট্রোল এবং আরেকটি ১.০-লিটার সাধারণ ইঞ্জিন। গিয়ারবক্সের বিকল্প হিসাবে রয়েছে ম্যানুয়াল এবং সিভিটি। এই কম্প্যাক্ট এসইউভি ৭৫,০০০ টাকা অব্দি ছাড়ে কেনার সুযোগ গোটা জুলাই জুড়ে।
যার মধ্যে রয়েছে ৫৫,০০০ টাকার লয়্যালটি বেনিফিট , ১০,০০০ টাকার কর্পোরেট অফার এবং ১০,০০০ টাকা স্ক্র্যাপেজ পলিসি বেনিফিট।