নোনা জলে আধ ঘন্টা থাকলেও নষ্ট হবে না, Just Corseca Ray K’anabis স্মার্টওয়াচ ভারতে লঞ্চ হল

নোনা জলে আধ ঘন্টা পর্যন্ত থাকার ক্ষমতা নিয়ে লঞ্চ হল ড্যামসন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড Just Corseca -র নতুন সল্ট ওয়াটার রেজিস্ট্যান্ট স্মার্টওয়াচ, Ray K’anabis। এটি চরম আবহাওয়া পছন্দকারী এথলিট, সুইমার এবং হাইকারদের লক্ষ্য করে বানানো হয়েছে। ইউনিবডি ডিজাইনের এই ঘড়িটিকে জলের ১.৫ মিটার নিচে আধঘন্টা পর্যন্ত রাখলেও ঘড়িটির কোনো ক্ষতি হবে না। এই অভিনব ফিচার ছাড়াও স্মার্টওয়াচে একাধিক স্পোর্টস মোড এবং হেলথ ফিচার বর্তমান। চলুন Just Corseca Ray K’anabis স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক

Just Corseca Ray K’anabis স্মার্টওয়াচের দাম ও লভ্যতা

ভারতে Ray K’anabis স্মার্টওয়াচটির দাম রাখা হয়েছে ৮,৯৯৯ টাকা। সমস্ত অনলাইন এবং অফলাইন স্টোর থেকে এটি কিনতে পাওয়া যাবে। ব্ল্যাক এবং গ্রীন কালার অপশনে ক্রেতারা বেছে নিতে পারবেন স্মার্টওয়াচটি।

Just Corseca Ray K’anabis স্মার্টওয়াচের স্পেসিফিকেশন

Ray K’anabis সংস্থার সর্বপ্রথম রাগড এবং স্পোর্টি ডিজাইনের স্মার্টওয়াচ। এটি ১.২৮ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লের সাথে এসেছে, যার রেসোলিউশন ২৪০x২৪০ পিক্সেল। স্মার্টওয়াচটির প্রধান বৈশিষ্টই হল এটি নোনা জল সহনশীল অর্থাৎ নোনা জলে আধ ঘন্টা ডুবিয়ে রাখলেও ওয়্যারেবলটির কোনো ক্ষতি হবে না। বিশেষ করে সাঁতারুদের জন্য উপযুক্ত এটি। এতে রয়েছে হাইফাই কলিং ফাংশন। এখানে বলে রাখি, নয়া ঘড়িটিতে দেওয়া হয়েছে ম্যাগনেটিক চার্জিং ইউএসবি কেবল এবং ৪০০ এমএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি। সংস্থার দাবি, স্মার্টওয়াচটি একবার চার্জে ১০ থেকে ১৫ দিন ব্যবহার করা যাবে এবং ২০ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম অফার করবে।

অন্যদিকে, নয়া স্মার্টওয়াচে রয়েছে ব্লাড প্রেসার, ব্লাড স্যাচুরেশন ট্র্যাকার, হার্ট রেট মনিটর, মেনস্ট্রুয়াল সাইকেল মনিটর, ড্রিঙ্কওয়াটার রিমাইন্ডার এবং একাধিক স্পোর্টস মোড। ব্যবহারকারীকে স্বাস্থ্যকর জীবন উপহার দেওয়ার জন্য ঘড়িটিতে অ্যাডভান্স এইচআর সেন্সর উপলব্ধ , যা সঠিক এবং নির্দিষ্ট হার্ট রেট নিরীক্ষণ করতে সক্ষম । এর ডুয়াল মডিউল এবং বিল্ট-ইন মাইক্রোফোন ও স্পিকারের মাধ্যমে সহজেই কল রিসিভ করা যাবে। পাশাপাশি ব্যবহারকারী ঘড়িটির মাধ্যমে তার পছন্দের মিউজিক এবং ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন।

ওয়্যারেবলটির একটি মজার বৈশিষ্ট্য হলো এতে রয়েছে ‘ফাইন্ড মাই ফোন’ ফিচার, যার মাধ্যমে ব্যবহারকারী তার ফোনটি হারিয়ে ফেললে সহজেই খুঁজে পাবেন। স্পোর্টস ডেটা থেকে শুরু করে ব্যাবহারকারী কতটা দূরত্ব অতিক্রম করল এবং ব্যবহারকারীর এক্সারসাইজ রুট ম্যাপ জানান দেবে Ray K’anabis স্মার্টওয়াচ। সংস্থার দাবি, ঘড়িটি বিনামূল্যের ফিটনেস কোচ হিসাবে ব্যবহারকারীর হাতে থাকবে। সহজ ভাষায় বলতে গেলে ব্যবহারকারীকে একটি স্বাস্থ্যকর জীবনযাত্রা অতিবাহিত করার জন্য সর্বক্ষণ গাইড করবে ঘড়িটি।