এত সস্তা কখনও হয়নি, Kawasaki Ninja 300 বাইকে বাম্পার ডিসকাউন্ট, জলদি করুন

ভারতের বাজারে কাওয়াসাকির (Kawasaki) সবচেয়ে সস্তা স্পোর্টস বাইকের নাম Ninja 300। বিশ্বজুড়ে মূল্য বৃদ্ধির বাজারে বিপরীত...
techgup 2 Feb 2023 3:44 PM IST

ভারতের বাজারে কাওয়াসাকির (Kawasaki) সবচেয়ে সস্তা স্পোর্টস বাইকের নাম Ninja 300। বিশ্বজুড়ে মূল্য বৃদ্ধির বাজারে বিপরীত পথে হেঁটে গত মাসেই বাইকটির উপর ১০,০০০ টাকা ছাড়ের কথা ঘোষণা করেছিল জাপানি সংস্থাটি। ডিসকাউন্টের ফলে বিক্রি ঊর্দ্ধমুখী হওয়ার কারণে চলতি মাসে আরো অতিরিক্ত ৫০০০ টাকা ছাড়ের ঘোষণা করল কাওয়াসাকি। অর্থাৎ ফেব্রুয়ারিতে Ninja 300 এর উপর ১৫,০০০ টাকার ছাড় পাবেন গ্রাহকরা।

আগামী ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত ডিসকাউন্ট উপলব্ধ হবে। সমস্ত ধরনের কর ধরে ১৫,০০০ টাকার ডিসকাউন্ট যোগ করে বর্তমানে বাইকটির এক্স শোরুম মূল্য ৩.৪০ লাখ টাকা থেকে কমে হয়েছে ৩.২৫ লাখ টাকা। তিনটি আলাদা রঙে উপলব্ধ এটি - লাইম গ্রিন, ক্যান্ডি লাইম গ্রিন এবং ইবনি। এক নজরে Kawasaki Ninja 300 সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Kawasaki Ninja 300: ইঞ্জিন স্পেসিফিকেশন

এদেশে সংস্থার এন্ট্রি লেভেলের স্পোর্টস বাইক হিসেবে Ninja 300 মডেলটিতে স্টিলের তৈরি টিউবুলার চ্যাসিস ব্যবহার করা হয়েছে। বাইকটির চালিকাশক্তি যোগাতে ২৯৯ সিসির ইনলাইন টুইন সিলিন্ডার ও লিকুইড কুলিং প্রযুক্তির ইঞ্জিন দেওয়া হয়েছে। এই ইঞ্জিনটি থেকে ৩৯ বিএইচপি শক্তি এবং ২৬ এনএম টর্ক উৎপাদিত হয়। সাথে রয়েছে ৬ ধাপযুক্ত ম্যানুয়াল গিয়ার বক্স এবং স্লিপার ক্লাচ। বাইকটিতে ব্যবহৃত ফুয়েল ট্যাংকের তেল ধারন ক্ষমতা ১৭ লিটার। এছাড়াও ডিজিটাল ইন্সট্রুমেন্ট কন্ট্রোল ব্যবহৃত হয়েছে এতে।

Kawasaki Ninja 300: হার্ডওয়্যার, সাসপেনশন ও ব্রেক

কাওয়াসাকির এই স্পোর্টস বাইকে টুইন হেডলাইট সেটআপ বেশ আকর্ষণীয়। এক পাশে রয়েছে উঁচু করা এগজস্ট পাইপ। সাসপেনশনের জন্য সামনের দিকে ৩৭ মিমি চওড়া টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে ফাইভ স্টেপ অ্যাডজাস্টেবল গ্যাস চার্জড মনোশক অ্যাবজরভার লাগানো রয়েছে। Ninja 300 এর উভয় দিকেই ১৭ ইঞ্চির চাকার সঙ্গে সামনের চাকায় ১১০/৭০ সেকশনের এবং পিছনের চাকায় ১৪০/৭০ সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে।

ব্রেকিং এর দায়িত্ব সামলাতে সামনের দিকে ২৯০ মিমি পেটাল ডিস্ক ব্রেক থাকলেও পিছনে রয়েছে ২২০ মিমির পেটাল ডিস্ক। রাইডারের সুরক্ষার্থে এতে স্ট্যান্ডার্ড হিসেবেই ডুয়েল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে। ভারতের বাজারে এই বাইকটির সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা জানাতে রয়েছে- KTM RC 390, BMW G310 RR, Apache RR310 এবং Keeway K300R।

Show Full Article
Next Story