পাবেন ৫০ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট, Kawasaki এর স্পেশাল অফার সর্ম্পকে জেনে নিন

শেষের দিকে মুখে একটু হাসি ফুটলেও ২০২০ সাল টু-হুইলার কোম্পানিগুলি, নির্দিষ্টভাবে বললে প্রিমিয়াম মোটরসাইকেল নির্মাতাদের কাছে বিভীষিকার থেকেও কম নয়। প্রথমে ভারত স্টেজ-৬ (বিএস-৬) নির্গমন বিধি চালু এবং তারপর করোনাভাইরাসের প্রকোপে দেশজুড়ে লকডাউন। আবার এখন যতটা সম্ভব অর্থ সঞ্চয় করে রাখার প্রবণতা মানুষের মধ্যে প্রিমিয়াম জিনিসের প্রতি আগ্রহ অনেকটাই কমিয়েছে। অন্যদিকে দেশে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের আশংকা দেখা দেওয়ায়, প্রিমিয়াম মোটরসাইকেল ব্র্যান্ডগুলি সিঁদুরে মেঘ দেখছে। তাই এখন থেকেই বিক্রি বাড়ানোর লক্ষ্যে কাওয়াসাকি (Kawasaki) তাদের ভারতে বিক্রিত কয়েকটি মডেলের ওপর দুর্দান্ত ছাড়ের ঘোষণা করেছে। ফলে কাওয়াসাকির প্রিমিয়াম বাইক কেনার ইচ্ছা থাকলে এখনই স্বপ্নপূরণ করে নিতে পারেন। ৩১ এপ্রিল পর্যন্ত বৈধ কাওয়াসাকির স্পেশাল ডিসকাউন্ট অফার সম্পর্কে এবার জেনে নেওয়া যাক।

~  Kawasaki Vulcan S

কাওয়াসাকির মডার্ন ক্রুজার ভালকান এস এর সাথে এখন পাওয়া যাবে ২০,০০০ টাকার ডিসকাউন্ট ভাউচার। বাইকটির এক্স-শোরুম দাম হল৬.০৪ লক্ষ টাকা। এতে রয়েছে ৬০ বিএইচপি ও ৬২ এমএম টর্ক ক্ষমতা বিশিষ্ট ৬৪৯ সিসি-র লিকুইড কুল্ড ইঞ্জিন।

~ Kawasaki Versys 650

কাওয়াসাকির জনপ্রিয় মিডলওয়েট অ্যাডভেঞ্চার ট্যুরার বাইকের দাম ৭.০৮ লক্ষ টাকা (এক্স-শোরুম)। তবে এপ্রিলে বাইকটি কিনতে চাইলে আপনি পেয়ে যাবেন ৩০,০০০ টাকার ডিসকাউন্ট ভাউচার। Kawasaki Versys 650 বাইকেও রয়েছে ৬৪৯ সিসি-র প্যারালাল টুইন ইঞ্জিন। এর পাওয়ার আউটপুট ৬৬ বিএইচপি ও টর্ক ৬১ এনএম।

~ Kawsaki W800

Kawsaki W800

কাওয়াসাকির মডার্ন ক্লাসিক বাইক W800 এর দাম ৭.১৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। কিন্তু, এই মাসে কোম্পানির তরফে বাইকটির ওপর ৩০,০০০ টাকা ডিসকাউন্ট অফার করা হচ্ছে। বাইকটিতে পাবেন ৫১ বিএইচপি ও ৬৩ এমএম টর্ক ক্ষমতা বিশিষ্ট ৭৭৩ সিসি-র ভার্টিকাল টুইন ইঞ্জিন।

~ Kawasaki Ninja 1000SX

কাওয়াসাকির এই সুপারস্পোর্টস বাইকের দাম ১১.২৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। তবে এখন আপনি বাইকটি ৩০,০০০ টাকা ছাড়ে পেয়ে যাবেন। Kawasaki Ninja 1000SX এ রয়েছে মহা শক্তিশালী ১,০৪৩ সিসি-র ইন-লাইন ফোর সিলিন্ডার ইঞ্জিন। এটি ১৪০ বিএইচপি শক্তি ও ১১১ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম।

~ Kawasaki KLX 110, KlX 140, KLX 100

Kawasaki KLX 110 KlX 140 KLX 100

কাওয়াসাকির ডার্ট বাইক KLX 110, KLX 140, এবং KLX 100 বাইকের ওপর ৩০,০০০ টাকা, ৪০,০০০ টাকা, এবং ৫০,০০০ টাকার ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।