আগামী বছরেই ইলেকট্রিক এবং হাইব্রিড মডেলের তিনটি বাইক আনছে Kawasaki

এক বছরের মধ্যে ইলেকট্রিক ও হাইব্রিড মডেলের তিনটি টু-হুইলার আনতে চলেছে জাপানিজ অটোমোবাইল সংস্থা Kawasaki। বিশ্ব উষ্ণায়ন ও পরিবেশ দূষণ ক্রমশই বেড়ে চলেছে। যার অন্যতম কারণ হিসেবে যানবাহন থেকে নির্গত ধোঁয়াকেই মূলত দায়ী করা হচ্ছে। আর তাই প্রায় সব অটোমোবাইল সংস্থাগুলিই পরিবেশবান্ধব যানবাহনের প্রতি ঝোঁক বাড়িয়েছে। বিশ্বকে সবুজায়ন করে তোলার অভিযানে শামিল Kawasaki এবার নিজেদের তিনটি পরিবেশবান্ধব গাড়ি আনার কথা ঘোষণা করল।

সদ্য শেষ হওয়া ইতালির মিলানে EICMA 2021 ইভেন্টে শূন্য কার্বন নির্গমনকারী টু-হুইলারগুলি আনার কথা জানিয়েছিল কাওয়াসাকি। সেখানে বলা হয়েছিল ২০২২-এর মধ্যেই সেগুলি আনা হবে। এমনকি আগামী ২০৩৫ সালের মধ্যে নিজেদের বিদ্যমান সমস্ত বাহনগুলি বৈদ্যুতিক এবং হাইব্রিড ভার্সনে পরিবর্তিত করার লক্ষ্যমাত্রা নিয়েছে তাঁরা।

আপাতত ইলেকট্রিক ও হাইব্রিড ভার্সনের মোট ১০টি ভিন্ন মডেলের বাইক আনার পরিকল্পনা রয়েছে কাওয়াসাকির। সংস্থার টু-হুইলারগুলির বিদ্যুতায়নের লক্ষ্যমাত্রার কথা গত বছর জুনে সর্বসমক্ষে আনা হয়েছিল। পাশাপাশি হাইব্রিড-ইলেকট্রিক বাইক প্রকল্পের কথা চলতি বছরের এপ্রিলে জনসমক্ষে এনেছিল কাওয়াসাকি। এই মর্মে তাঁরা একটি পেটেন্ট ফাইল করেছে।

বর্তমানে মোটরসাইকেল ব্র্যান্ডটি হাইড্রোজেন-পাওয়ার্ড ইঞ্জিনের কাজে হাত লাগিয়েছে, যেটি হল ভবিষ্যতের একটি সম্পূর্ণ পরিবেশবান্ধব প্রযুক্তি। গত বছর মার্চে সংস্থাটি ডুয়েল ইঞ্জেকশন এইচ২ (H2) ইঞ্জিনের জন্য অপর একটি পেটেন্ট ফাইল করেছিল। এ থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে আগামী দিনে সংস্থাটি সম্পূর্ণ পরিবেশবান্ধব প্রযুক্তির মোটরসাইকেল আনতে তোড়জোড় শুরু করে দিয়েছে। তাঁরা ইতিমধ্যেই ব্যাটারি-ইলেকট্রিক, হাইড্রোজেন-ইলেকট্রিক এবং হাইব্রিড-ইলেকট্রিক মডেল উন্নয়নের কাজে মনোনিবেশ করেছে।

প্রসঙ্গত, EICMA 2021-এ Versys 650, Ninja H2 SX SE এবং স্পেশাল এডিশন KLX230 – এই বাহন তিনটির ওপর থেকে পর্দা সরিয়েছে Kawasaki। এ থেকে স্পষ্ট সংস্থাটি পেট্রোল-পাওয়ার্ড মোটরসাইকেলের উপরও কাজ করছে, পাশাপাশি পরিবেশবান্ধব পণ্যগুলিতে লক্ষ্য স্থির রেখেছে।