DigiLocker থেকে BHIM UPI, এই ৫টি সরকারি অ্যাপ স্মার্টফোনে থাকলে ঘরে বসে মিলবে একাধিক জরুরি পরিষেবা

অবসর সময় কাটানোর পাশাপাশি নানাবিধ জরুরি কাজের জন্য এখন প্রায় সবার হাতেই রয়েছে স্মার্টফোন। আর এই স্মার্টফোনের এক অতি গুরুত্বপূর্ণ অঙ্গ হল এতে মজুত থাকা বিভিন্ন ধরনের অ্যাপ। ঘরে বসেই যাবতীয় দরকারি কাজ কয়েকটা টাচের মাধ্যমে চুটকিতেই করে ফেলতে এই অ্যাপগুলি ইউজারদের ব্যাপকভাবে সাহায্য করে। সেক্ষেত্রে সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে ইদানীংকালে মোদী সরকার প্রায়শই নিত্যনতুন দেশীয় অ্যাপ বাজারে নিয়ে আসছে। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে সরকারি অ্যাপের সংখ্যাও দিন-কে-দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এবং এই অ্যাপগুলি আমজনতার কাজেও আসছে। তবে আপনি যদি এখনও কোনো দেশীয় অ্যাপ ব্যবহার না করে থাকেন, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটি আপনার বিশেষভাবে কাজে আসবে। কারণ এখানে আমরা এমন পাঁচটি সরকারি অ্যাপের কথা জানাতে চলেছি যেগুলি আপনার ফোনে থাকা খুবই জরুরি। তাই অনায়াসে ঘরে বসে দরকারি কাজ সারতে এই অ্যাপগুলি সম্পর্কে জেনে নিন।

ফোনে রাখুন এই পাঁচটি অ্যাপ্লিকেশন

Digilocker: দেশের আধার কার্ডধারীরা এই অ্যাপে ড্রাইভিং লাইসেন্স, কলেজ সার্টিফিকেট, পাসপোর্ট, ভোটার আইডি এবং প্যান কার্ডের মতো প্রয়োজনীয় ডকুমেন্টস ডিজিটাল ফর্ম্যাটে স্টোর করে রাখতে পারবেন। ফলে ইউজারদের আর অরিজিনাল ডকুমেন্টস সাথে করে বয়ে নিয়ে বেড়ানোর প্রয়োজন পড়বে না। আইনি নথিগুলির স্ক্যান করা অনুলিপি (কপি) আপলোড করার জন্য এই অ্যাপটিতে ১ জিবির অতিরিক্ত স্টোরেজ রয়েছে।

mParivahan: এটি সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়ের অধীনে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার (এনআইসি) কর্তৃক নির্মিত একটি অ্যাপ। যারা চারচাকা বা দু-চাকার গাড়ি চালান, তাদের জন্য এই অ্যাপটি অত্যন্ত দরকারি। এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা ড্রাইভিং লাইসেন্স (ডিএল) ও গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেটের (আরসি) একটি ডিজিটাল কপি তৈরি করে নিজের কাছে রাখতে পারবেন। উল্লেখ্য যে, এই ডিজিটাল কপিগুলি আইনত স্বীকৃত। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে, কেউ যদি কখনও ট্র্যাফিক নিয়ম ভঙ্গ করেন, তবে সেক্ষেত্রে ডিএল বা আরসি-র মধ্যে যে-কোনো একটির হার্ড কপি অবশ্যই সাথে থাকা প্রয়োজন। এছাড়া, এই অ্যাপের মাধ্যমে সেকেন্ড হ্যান্ড গাড়ির ডিটেলসও চেক করা যাবে।

mPassport: পাসপোর্ট সংক্রান্ত যাবতীয় পরিষেবা পেতে হলে ইউজাররা এই অ্যাপটি ব্যবহার করতে পারেন। এই অ্যাপটি পাসপোর্ট সার্ভিস সেন্টারের লোকেশন, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার মতো কাজগুলি করতে ব্যবহারকারীদেরকে সাহায্য করবে।

Umang: ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এবং ন্যাশনাল ই-গভর্ন্যান্স বিভাগের সহযোগিতায় এই অ্যাপটি তৈরি হয়েছে। ব্যবহারকারীরা এই অ্যাপের মাধ্যমে একাধিক সরকারি পরিষেবার সুবিধা গ্রহণ করতে পারবেন। এই অ্যাপে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ), গ্যাস বুকিং, মোবাইল বিল পেমেন্ট, এবং ইলেক্ট্রিসিটি বিল পেমেন্টের মতো সার্ভিস পাবেন ইউজাররা।

BHIM UPI: ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI)-এর উপর ভিত্তি করে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এই অ্যাপটি তৈরি করেছে। এই অ্যাপটিকে কাজে লাগিয়ে ইউপিআই-এর মাধ্যমে খুব সহজে এবং দ্রুত অর্থ লেনদেন (টাকা পাঠানো কিংবা রিসিভ) করা যায়। এর জন্য ইউজারদেরকে কিউআর (QR) কোডটি স্ক্যান করতে হবে।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

নতুন Google ফোনের গেমিং পারফরম্যান্স কেমন? পরীক্ষায় উঠে এল অবাক করা তথ্য

তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারফরম্যান্সের সাথে আপস করছে Tensor G4 প্রসেসর চালিত স্মার্টফোন। নতুন Google Pixel…

14 mins ago

PAK vs BAN: পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসেই লিড নিল বাংলাদেশ, পাহাড় সমান রান করেও থামতে নারাজ টাইগাররা

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ ১১ বলে মাত্র ৬ রান করে মাঠ ছাড়েন। তবে…

22 mins ago

Shikhar Dhawan: ভারতের হয়ে খেলা নিজের সবচেয়ে পছন্দের ইনিংস কোনটি? অবসরের পর জানালেন ধাওয়ান

ভারতের অন্যতম তারকা ওপেনার শিখর ধাওয়ান শেষ ২০২২ সালে ভারতের হয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিলেন।…

56 mins ago

মাত্র 8999 টাকার এই 108 মেগাপিক্সেল ক্যামেরার ফোনের সাথে বিনামূল্যে স্মার্টওয়াচ

কম দামে ভালো ক্যামেরার স্মার্টফোন খোঁজ করলে এই প্রতিবেদন আপনার জন্য। আসলে অ্যামাজনে চলছে itel…

3 hours ago

ইঞ্জিনে আগুন ধরে গিয়ে বড় দুর্ঘটনার আশঙ্কা, 85,000 গাড়ি ফেরত নিচ্ছে এই সংস্থা

ইঞ্জিন বন্ধ হয়ে গিয়ে ধরে যেতে পারে আগুন, এমনই আশঙ্কায় 85,000 গাড়ি ফেরত নেওয়ার ঘোষণা…

3 hours ago

Dear Lottery Results 1pm 6pm 8pm: 24 আগস্ট তারিখের ডে, ইভিনিং ও নাইট ডিয়ার লটারি রেজাল্ট

ডিয়ার লটারি রেজাল্ট খোঁজ করলে সুখবর। এই প্রতিবেদনে আজ অর্থাৎ 24 আগস্ট তারিখের ডিয়ার লটারি…

3 hours ago