Keeway-এর ক্রুজার বাইকের দাম ফাঁস হল, দু'টো Bajaj Avenger ও iPhone 12 কেনার পরও হাতে টাকা পড়ে থাকবে
ইতালির বিখ্যাত বাইক নির্মাতা বেনেলি (Benelli)-র সিস্টার ব্র্যান্ড হিসেবে পরিচিত হাঙ্গেরির কিওয়ে (Keeway) গত মাসে ভারতে...ইতালির বিখ্যাত বাইক নির্মাতা বেনেলি (Benelli)-র সিস্টার ব্র্যান্ড হিসেবে পরিচিত হাঙ্গেরির কিওয়ে (Keeway) গত মাসে ভারতে একসাথে তিনটি টু-হুইলার নিয়ে হাজির হয়েছিল। যার মধ্যে একটি ক্রুজার মোটরসাইকেল (K-Light 250V), একটি রেট্রো স্কুটার (Sixties 300i) এবং একটি ম্যাক্সি স্কুটার (Vieste 300)। স্কুটারগুলির দাম ঘোষণা করলেও, ক্রুজার মোটরসাইকেল K-Light 250V -এর মূল্য এখনও ঘোষণা করা হয়নি। তবে একটি রিপোর্ট থেকে বাইকটির আনুমানিক অন-রোড দাম সম্পর্কে ধারণা পাওয়া গিয়েছে।
দেশের চারটি বড় শহরে Keeway K-Light 250V-এর ভিন্ন দামের তালিকা সামনে এসেছে। যেমন দিল্লিতে ক্রুজার বাইকটির অন-রোড দাম হবে ৩.৫০ লক্ষ টাকা। আবার চেন্নাই ও ব্যাঙ্গালোরে দাম যথাক্রমে ৩.৬৫ ও ৩.৮০ লাখ টাকা। পুণে ও হায়দ্রাবাদের মূল্য যথাক্রমে ৩.৭০ ও ৩.৯২ লক্ষ টাকা। অনুমান, এক্স-শোরুম দাম ৩.১০ লক্ষ টাকার কাছাকাছি থাকবে। বাইকটি ব্লু, ডার্ক গ্রে এবং ব্ল্যাক কালারে উপলব্ধ। এ মাসেই শেষের দিকে শোরুমে পৌঁছতে পারে ক্রুজার K-Light 250V। সূত্রের খবর, রঙ অনুযায়ী মডেলের দামে তারতম্য থাকতে পারে।
K-Light 250V-এ রয়েছে একটি ২৪৯ সিসি V-twin ইঞ্জিন, যা থেকে সর্বোচ্চ ১৮.৯ পিএস শক্তি এবং ১৯ এনএম টর্ক উৎপন্ন হবে। হার্ডওয়্যারের প্রসঙ্গে বললে সামনে একটি টেলিস্কোপিক সাসপেনশন এবং পেছনে ডুয়েল শক অ্যাবজর্ভার দেওয়া হয়েছে। ১৬ ইঞ্চি অ্যালয় হুইলে রয়েছে ডিস্ক ব্রেক।
ফিচারের মধ্যে পেট্রোল ট্যাঙ্কের উপরে রয়েছে সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, এবং এটি গিয়ার নির্দেশকের সাথে সমস্ত প্রাথমিক ট্রিপ-সম্পর্কিত তথ্য প্রদর্শন করতে সক্ষম। বাইকটির ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি ২০ লিটার, ওজন (কার্ব) ১৭৯ কেজি, মাটি থেকে সিটের উচ্চতা ৭১৫ মিমি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৬০ মিমি।
K-Light 250V-এর প্রতিপক্ষদের মধ্যে আছে ভারতের বাজারে উপলব্ধ ক্রুজার বাইক Bajaj Avenger Cruise 220। কিন্তু দামের দিক থেকে Bajaj Avenger-এর (১,৩৭,৮০৫ টাকা) দ্বিগুণেরও বেশি। K-Light 250V-এর কাছাকাছি মডেলের মধ্যে রয়েছে Royal Enfield Meteor 350। তবে ভারতে V-twin প্রযুক্তির এটিই সবচাইতে সাশ্রয়ী মোটরসাইকেল।