বুকিং চালু, ভারতে লঞ্চের আগেই Kia Carens-এর সমস্ত তথ্য ফাঁস

বছরের শুরুতে আসন্ন গাড়ি Carens-এর বুকিং নেওয়ার দিনক্ষণ ঘোষণা করেছিল Kia। সংস্থার তরফে জানানো হয়েছিল ১৪ জানুয়ারি থেকে Kia Carens-এর আনুষ্ঠানিক বুকিং গ্ৰহণ শুরু হতে চলেছে। এবার আসন্ন গাড়িটির টেকনিক্যাল স্পেসিফিকেশন সহ অন্যান্য খুঁটিনাটি প্রকাশ করল সংস্থাটি। উল্লেখ্য, Kia Seltos, Sonet, Carnival-এরপর এটি কোম্পানির চতুর্থ মডেল হিসেবে আসতে চলেছে। আসুন মাল্টিপারপাস ভেহিকেল (MPV) Kia Carens-এর স্পেসিফিকেশন, ফিচার, ইঞ্জিন সম্পর্কে জেনে নেওয়া যাক।

Kia Carens : স্পেসিফিকেশন ও ফিচার

কিয়া ইন্ডিয়া (Kia India) এই গাড়িটির পাঁচটি ট্রিম অফার করছে – প্রিমিয়াম, প্রেস্টিজ, প্রেস্টিজ প্লাস, লাগজারি এবং লাগজারি প্লাস। এটি ৬/৭ সিটের বিকল্পে আসতে চলেছে। সংস্থার অত্যাধুনিক গ্লোবাল ডিজাইন ল্যাংগুয়েজ ফিচারিং সহ একটি সিগনেচার টাইগার ফেস দেওয়া হয়েছে গাড়িটিতে। এছাড়াও এতে রয়েছে ক্রাউন জুয়েল এলইডি হেডল্যাম্প এবং স্টার ম্যাপ এলইডি ডিআরএল। আবার এতে আছে নতুন স্টার ম্যাপ এলইডি টেলল্যাম্প, ১৬ ইঞ্চির ডুয়েল টোন অ্যালয় হুইল, ক্রোম রিয়ার বাম্পার এবং অন্যান্য বৈশিষ্ট্য।

অন্যান্য উল্লেখযোগ্য ফিচারের মধ্যে নেভিগেশন সহ ১০.২৫ ইঞ্চির এইচডি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, পরবর্তী প্রজন্মের কিয়া কানেক্ট সহ ৬৬ কানেক্টেড কার ফিচার্স, ৮টি স্পিকার সমেত বোস (Bose) সাউন্ড সিস্টেম, ৬৪ কালার অ্যাম্বিয়েন্ট লাইটিং, স্মার্ট পিওর এয়ার পিউরিফায়ার যা ভাইরাস এবং ব্যাকটেরিয়া প্রতিরোধ করবে, মাল্টি ড্রাইভ মোড, সানরুফ, কুলিং ফাংশনের ওয়ারলেস চার্জার, ৬টা এয়ার ব্যাগ সহ আরো অন্যান্য বৈশিষ্ট্য সমেত আসতে চলেছে কিয়া কারিন্স গাড়িটি।

Kia Carens : হার্ডওয়্যার

কিয়া কারিন্স (Kia Carens) লম্বায় ৪,৫৪০ মিমি, প্রস্থে ১,৮০০ মিমি এবং উচ্চতায় ১,৭০৮ মিমি। এমপিভি-টিতে এই জাতীয় গাড়ির মধ্যে সর্বাধিক হুইল বেস রয়েছে, যা ২,৭৮০ মিমি। গাড়িটি আটটি রঙের বিকল্পে মিলবে – ইম্পেরিয়াল ব্লু, মস ব্রাউন, স্পার্কলিং সিলভার, ইনটেন্স রেড, গ্ল্যাসিয়ার হোয়াইট পার্ল, ক্লিয়ার হোয়াইট, গ্র্যাভিটি গ্ৰে এবং ওরোরা ব্ল্যাক পার্ল।

Kia Carens : ইঞ্জিন

কিয়া কারিন্স (Kia Carens) তিনটি ইঞ্জিনের বিকল্পে আসবে। যার মধ্যে দুটি পেট্রোল এবং একটি ডিজেল ইঞ্জিন। এর ১.৫ লিটার পেট্রোল ইঞ্জিন, ১.৪ লিটার পেট্রোল ইঞ্জিন এবং ১.৫ ডিজেল মিল। ১.৫ লিটার পেট্রোল ইঞ্জিনটি থেকে ১১৩ বিএইচপি এবং ১৪৪ এনএম টর্ক পাওয়া যাবে, এর ১.৪ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিনটি থেকে ১৩৮ বিএইচপি এবং ২৪২ এনএম টর্ক পাওয়া যাবে। অন্যদিকে ডিজেল ভার্সনটি থেকে উৎপন্ন হবে ১১৩ শক্তি এবং ২৫০ এনএম টর্ক। ইঞ্জিনকে যোগ্য সঙ্গত যাওয়ার জন্য এতে যথাক্রমে ৬-ম্যানুয়াল গিয়ার বক্স (স্ট্যান্ডার্ড ভার্সনে), বিকল্প হিসেবে ৭-গতির ডিসিটি ও ৬-স্পিড টর্ক কনভার্টার দেওয়া হয়েছে।

Subhadip Dasgupta

Recent Posts

Electric Bike: এক চার্জে চলবে 250 কিমি, লঞ্চ হল দেশীয় প্রযুক্তির ইলেকট্রিক স্পোর্টস বাইক Prana 2.0

2021 সালে তামিলনাড়ুর সংস্থা Srivaru Motors তাদের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ করে সাড়া ফেলে দিয়েছিল।…

29 mins ago

Vivo Y300 Pro: এই প্রথম ভিভোর ফোনে 6500mah ব্যাটারি, সঙ্গে স্পেশাল ফিচার্স

Vivo Y300 Pro ফোনটি খুব তাড়াতাড়ি বাজারে পা রাখতে চলেছে। ইতিমধ্যেই ফোনটির বিষয়ে নানা তথ্য…

38 mins ago

Shikhar Dhawan Retirement: সমাপ্তি ঘটলো এক সোনালী অধ্যায়ের, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা শিখর ধাওয়ানের

Shikhar Dhawan Retirement: সমাপ্তি ঘটলো এক সোনালী অধ্যায়ের, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা শিখর ধাওয়ানের

54 mins ago

Samsung এর এই ডিভাইস কেনার আগে দুবার ভাবুন, ব্যাটারি নষ্ট হলেও সরাই হবে না

Samsung একের পর এক নতুন নতুন প্রোডাক্ট বাজারে আনছে। সম্প্রতি সংস্থাটি Samsung Galaxy Ring নামে…

58 mins ago

Best smartphone under 20000: 20 হাজার টাকার মধ্যে ভালো ফোন 2024 লিস্ট

গত কয়েক বছরে স্মার্টফোনে অভূতপূর্ব বদল এসেছে। কারণ, স্মার্টফোনে একসময় সাধারণ এলসিডি স্ক্রিন, বেসিক ক্যামেরা…

2 hours ago

লঞ্চের দোরগোড়ায় পৌঁছে গেল Samsung Galaxy G Fold 6 Slim

Samsung Galaxy Z Fold 6 Slim ফোনটিকে বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে স্যামসাং। তবে তার আগেই…

3 hours ago