Oppo Reno 7 সিরিজের সাথে লঞ্চ Oppo Watch Free স্মার্টওয়াচ, এসেছে Enco M32 ইয়ারফোনের নতুন কালার অপশনও

গতকাল অর্থাৎ ৪ ফেব্রুয়ারি Oppo Reno 7 এবং Oppo Reno 7 Pro স্মার্টফোনের ওপর থেকে পর্দা সরিয়েছে জনপ্রিয় চীনা ব্র্যান্ড Oppo (ওপ্পো)। তবে একই সাথে লঞ্চ হয়েছে সংস্থার আরো দুটি নতুন ডিভাইস। এক্ষেত্রে Oppo, Watch Free (ওয়াচ ফ্রি) নামক নতুন স্মার্টওয়াচ লঞ্চ করেছে। অন্যদিকে তারা Oppo Enco M32 (ওপ্পো এনকো এম৩২) ইয়ারফোনের একটি নতুন কালার ভ্যারিয়েন্ট হাজির করেছে। চলুন এখন দেখে নেওয়া যাক Oppo Watch Free স্মার্টওয়াচ এবং Oppo Enco M32 ইয়ারফোনের দাম এবং স্পেসিফিকেশন।

Oppo Watch Free স্মার্টওয়াচ এবং Oppo Enco M32 ইয়ারফোনের দাম, লভ্যতা

ভারতীয় বাজারে ওপ্পো ওয়াচ ফ্রি স্মার্টওয়াচটির দাম রাখা হয়েছে ৫,৯৯৯ টাকা। সংস্থার নিজস্ব ওয়েবসাইট ছাড়াও ই কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে কিনতে পাওয়া যাচ্ছে এই ঘড়িটি। অন্যদিকে, ভারতে notun গ্রীন কালারের ওপ্পো এনকো এম৩২ ইয়ারফোনটির দাম পড়বে ১,৭৯৯ টাকা। তবে আগামী ৯ থেকে ১১ ফেব্রুয়ারির মধ্যে কিনলে ক্রেতারা এটি পাবেন মাত্র ১,৪৯৯ টাকায়।

Oppo Watch Free স্মার্টওয়াচের স্পেসিফিকেশন

স্পোর্টিং ডিজাইনের স্মার্ট ব্যান্ডসহ ১.৬৪ ইঞ্চি টাচ কালার অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে নতুন ওপ্পো ওয়াচ ফ্রি স্মার্টওয়াচ, যার রেজোলিউশন ২৮০x৪৫৬ পিক্সেল এবং পিক্সেল ডেন্সিটি ৩২৬ পিপিআই। এটি ডিসিআই পি৩ কালার গ্যামুট সাপোর্ট করবে। এছাড়া এতে রয়েছে রানিং, ওয়াকিং, রোয়িং মেশিন, ক্রিকেট, ভলিবল, সুইমিং ইত্যাদি ১০০টিরও বেশী স্পোর্টস মোড। আবার ব্যবহারকারীর স্বাস্থ্যের খেয়াল রাখার জন্য ঘড়িটিতে থাকছে হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর, স্লিপ সিস্টেম ডিটেকশনের মতো একাধিক ফিচার।

এমনকি এতে মিউজিক কন্ট্রোলের সুবিধার সাথে কল ও এসএমএসের নোটিফিকেশন পাওয়া যাবে। উপরন্তু পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ২৩০ এমএইচ ব্যাটারি, যা ১৪ দিন ব্যাটারি লাইফ অফার করতে সক্ষম। শুধু তাই নয়, এটি ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কানেক্টিভিটির জন্য এতে থাকবে ব্লুটুথ ভ৫.০ এবং জল থেকে সুরক্ষা দিতে এটি ৫এটিএম রেটিং বহন করবে। পরিশেষে জানিয়ে রাখি, ঘড়িটির পরিমাপ ৪৬x২৯.৭x১০.৬ এমএম।

Oppo Enco M32 ইয়ারফোনের স্পেসিফিকেশন

গত মাসেই ভারতে আত্মপ্রকাশ করেছে ওপ্পো এনকো এম৩২ ইয়ারফোন। তবে তখন কেবলমাত্র ব্ল্যাক কালারে উপলব্ধ ছিল এটি। এখন সংস্থাটি এটির গ্রীন কালার অপশন বাজারে এনেছে। ফিচারের কথা বললে, এটি ১০এমএম ড্রাইভারসহ এসেছে। এতে রয়েছে আলাদা একটি বেস চেম্বার। এমনকি ইয়ারফোনটি ম্যাগনেটিক পজ/প্লে ও অন/অফ এবং এনভারমেন্টাল নয়েজ ক্যান্সলেশন ফিচার সাপোর্ট করে। শুধু তাই নয়, এতে এমএমসি মাইক্রোফোন উপলব্ধ। আবার কানেকটিভিটির জন্য এতে দেওয়া হয়েছে ব্লুটুথ ৫.০ এবং জল এবং ধুলো থেকে সুরক্ষা দিতে এটি আইপি৫৫ রেটিং সহ এসেছে। এদিকে ২৮ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করার জন্য এতে থাকছে ২২০ এমএএইচ ব্যাটারি। শুধু তাই নয়, ইয়ারফোনটি ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফলে মাত্র ১০ মিনিট চার্জে ২০ ঘন্টা পর্যন্ত এটি একটানা ব্যবহার করা যাবে।