রিয়েলমির স্মার্টফোন এবার ওয়ানপ্লাস নামে লঞ্চ হতে পারে বাজারে, কোন মডেল?

Realme V25 আর দু’দিন পরেই অর্থাৎ ৩ মার্চ চীনের বাজারে লঞ্চ হচ্ছে। নতুন স্মার্টফোনটির ব্যাক প্যানেলের ডিজাইন কেমন, তা গত সপ্তাহে টিজার প্রকাশ করে দেখিয়েছে রিয়েলমি। যার সাথে আবার সম্প্রতি ভারতে আত্মপ্রকাশ ঘটা Realme 9 Pro-র ডিজাইনের হুবহু মিল। গিকবেঞ্চ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, Realme V25 হ্যান্ডসেটটি Snapdragon 695 প্রসেসরের সাথে আসছে। আবার এতে যা স্পেসিফিকেশন থাকবে বলে মনে করা হচ্ছে, তার ভিত্তিতে বলা যায়, এটি চীনের বাইরে OnePlus ব্র্যান্ডিংয়ের সাথে মুক্তি পেতে পারে।

Realme তাদের V সিরিজের হ্যান্ডসেটগুলি কখনও চীনের বাইরে লঞ্চ করেনি। এতএব, Realme V25 শুধু চাইনিজ মার্কেটেই বিক্রি হবে বলে নিশ্চিত হওয়া যায়। Realme 9 Pro-র স্পেসিফিকেশনগুলির সাথে V25-এর যেমন মিল রয়েছে, তেমনই প্রথমটির মতো দ্বিতীয় মডেলে রঙ পরিবর্তনকারী রিয়ার প্যানেল থাকতে চলেছে। তবে উল্লেখযোগ্য বিষয় হল, বিভিন্ন সূত্রের দাবি, Realme V25 কিছু দেশে OnePlus Nord CE 2 Lite নামে আত্মপ্রকাশ করতে পারে।

সম্প্রতি প্রাইসবাবা OnePlus Nord CE 2 Lite এর ব্যাক প্যানেলের ডিজাইনের একটি স্কেচ প্রকাশ করেছিল। তাতে দেখা যায়, এটি Realme V25/OnePlus Nord CE 2 Lite মডেলের মতো একইরকম দেখতে৷ রিয়েলমি ও ওয়ানপ্লাসের মূল সংস্থা বিবিকে ইলেকট্রনিক্স৷ ফলে রিব্র্যান্ডিংয়ের তত্ত্ব আরও জোরদার হয়েছে। এমনকি ফোন দু’টির সম্ভাব্য বৈশিষ্ট্যগুলির মধ্যেও সাদৃশ্য লক্ষ করা গিয়েছে।

যে টুকু খবর, OnePlus Nord CE 2 স্মার্টফোনে ৬.৫৮ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, Snapdragon 695 5G চিপসেট, ৬ জিবি / ৮ জিবি , ৬৪ জিবি / ১২৮ জিবি স্টোরেজ, ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৬৪ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, ও ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। অন্য দিকে, Realme V25 মডেলেও একই স্পেসিফিকেশন দেখতে পাওয়া যাবে বলে জল্পনা শোনা যাচ্ছে।