অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে সর্বোচ্চ বেঞ্চমার্ক স্কোর! লঞ্চের আগেই রেকর্ড ভাঙল iQOO Neo 8 Pro

আইকো (iQOO) এই মুহুর্তে চীনে তাদের পরবর্তী প্রজন্মের Neo 8 সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে৷ কোম্পানি নিশ্চিত করেছে যে তারা চলতি মাসের শেষের দিকে এই লাইনআপের দুটি প্রিমিয়াম স্মার্টফোন লঞ্চ করবে। উল্লেখযোগ্যভাবে, আসন্ন এটি হল প্রথম নিও সিরিজ, যার অধীনে একটি “Pro” মডেল বাজারে আত্মপ্রকাশ করবে। আইকো লঞ্চের আগে, Neo 8 লাইনের মূল বৈশিষ্ট্য এবং বৈশিষ্ট্যগুলিকে টিজ করছে৷ আইকো আনুষ্ঠানিকভাবে Neo 8 5G-এর ডিজাইন প্রকাশ করা হয়েছে। জানা যাচ্ছে, ফোনটির পিছনে ট্রিপল-ক্যামেরা সেটআপ সহ একটি বর্গাকার আকৃতির ক্যামেরা মডিউল উপস্থিত থাকবে। আর এখন iQOO Neo 8 Pro সম্পর্কেও কিছু বিবরণ প্রকাশ করেছে কোম্পানি। আসুন তাহলে এগুলি দেখে নেওয়া যাক।

প্রকাশ্যে এল iQOO Neo 8 Pro-এর মূল বৈশিষ্ট্য

আইকো নিও ৮ প্রো-তে নতুন মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০প্লাস প্রসেসর ব্যাবহার করা হবে বলে নিশ্চিত করা হয়েছে। এই নতুন মিডিয়াটেক ফ্ল্যাগশিপ চিপসেটটি ৪ ন্যানোমিটার ফ্যাব্রিকেশন প্রক্রিয়ার ওপর ভিত্তি করে তৈরি এবং ৩.৩৫ গিগাহার্টজ সর্বোচ্চ ক্লক স্পিড অফার করে। এটিতে একটি কর্টেক্স এক্স৩ প্রাইম কোর, ৩.০ গিগাহার্টজে রান করা তিনটি কর্টেক্স এ৭১৫ কোর এবং ২.০ গিগাহার্টজ ক্লক স্পিডের চারটি কর্টেক্স এ৫১০ কোর রয়েছে। উন্নত গ্রাফিক্সের জন্য, মালি জি৭১৫ জিপিইউ যুক্ত রয়েছে।

আইকো আগামী ২৩ মে নিও ৮ সিরিজের আত্মপ্রকাশের আগে নিও ৮ প্রো-এর আনটুটু (AnTuTu) বেঞ্চমার্কে পারফরম্যান্স স্কোর প্রকাশ করেছে। যা এখনও পর্যন্ত অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে সর্বোচ্চ আনটুটু স্কোর বলে দাবি করা হয়েছে। আইকো নিও ৮ প্রো-এর আনটুটু স্কোর হল ১৩,৬৩,২০৬ পয়েন্ট৷ এটি আসুস আরওজি ৭ সিরিজের থেকেও বেশি, যা আনটুটু-তে ১৩,৩০,০১১ পয়েন্ট স্কোর করেছে।

এছাড়াও শোনা যাচ্ছিল, iQOO Neo 8 Pro ১৬ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ৫১২ জিবি ইউএফএস ৪.০ স্টোরেজ সহ লঞ্চ হবে। আর এবার টিজার পোস্টারের নীচের সূক্ষ্ম প্রিন্টের মাধ্যমে এটি নিশ্চিত হয়েছে যে, দাবি করা আনটুটু স্কোরটি Neo 8 Pro-এর ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। Neo 8 সিরিজের অন্যান্য বিবরণ লঞ্চের আগে বিভিন্ন রিপোর্টের মাধ্যমে বা কোম্পানির দ্বারা নিশ্চিত করা হয়েছে। আসুন এখনও পর্যন্ত iQOO Neo 8 লাইনআপের স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে যা যা তথ্য সামনে এসেছে, সেগুলি দেখে নেওয়া যাক।

iQOO Neo 8 সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন এবং ফিচার

iQOO Neo 8 সিরিজটি আগামী ২৩ মে বর্তমান Neo 7 সিরিজের তুলনায় উন্নত স্পেসিফিকেশন সহ আত্মপ্রকাশ করবে। Neo 8 এবং Neo 8 Pro-এ ১.৫কে (1.5K) রেজোলিউশনের ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। আইকো সম্ভবত ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) প্যানেলের সাথে ফোনগুলি লঞ্চ করবে৷ ডিভাইসগুলিতে একটি ফ্ল্যাট স্ক্রিন থাকবে এবং ফ্রন্ট ক্যামেরার জন্য এর ওপরের কেন্দ্রে পাঞ্চ-হোল কাটআউট দেখা যাবে।

পারফরম্যান্সের ক্ষেত্রে, Neo 8 Pro-এ মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০প্লাস চিপসেটটি থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। আর স্ট্যান্ডার্ড Neo 8 5G কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে। ফোনের সামগ্রিক কর্মক্ষমতা বাড়ানোর জন্য সিরিজে ভিভো ভি১+ ইমেজ সিগনাল প্রসেসর (ISP)-ও ব্যবহৃত হবে। iQOO Neo 8 এবং Neo 8 Pro অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে, যার ওপর অরিজিন ওএস ৩ (Origin OS 3) ইউজার ইন্টারফেসের একটি স্তর থাকবে।

ক্যামেরার ক্ষেত্রে, Neo 8 সিরিজের রিয়ার প্যানেলে ট্রিপল-ক্যামেরা সেটআপ থাকবে বলেও জানানো হয়েছে, যার মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা উপস্থিত থাকবে। আর সেলফির জন্য, উভয় মডেলেই একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য, Neo 8 সিরিজের দুটি ফোনেই ১১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে বলে আশা করা হচ্ছে।