Kia EV6: কিয়ার প্রথম বৈদ্যুতিক গাড়ি জুনে এ দেশে লঞ্চ হতে পারে, ডিজাইনের পাশাপাশি ফিচার ও রেঞ্জও চোখধাঁধানো

হুন্ডাইয়ের শাখা কিয়ার প্রথম বৈদ্যুতিক গাড়ির নাম Kia EV6। ইতিমধ্যেই এই ব্যাটারিচালিত গাড়ি বাজারে দারুণ সাড়া ফেলেছে। বিভিন্ন দেশে অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠা Kia EV6 যে চলতি বছরেই ভারতে আত্মপ্রকাশ করবে, সে নিয়ে হালে নানা জল্পনা শোনা যাচ্ছিল। এদিকে কিয়া অফিসিয়ালি কিছু না বললেও অটোকার ইন্ডিয়ার দাবি, Kia EV6 এখানে জুনে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হতে চলেছে‌।

খবরটি সত্যি হলে Kia EV6 ভারতে কিয়ার প্রথম বিদ্যুৎচালিত গাড়ি হিসাবে পা রাখবে। এটি সিবিইউ ইউনিট হবে৷ সহজ ভাষায় বললে, গাড়িটি বিদেশে তৈরি করে ভারতে আমদানি করা হবে। সে ক্ষেত্রে গ্লোবাল মার্কেটে বিক্রিত Kia EV6-এর সাথে তার ভারতীয় সংস্করণের পুরোপুরি মিল থাকবে বলেই আশা করা যায়‌।

অনুমান, বিশ্ববাজারের মতো কিয়া ইভি৬ ভারতে ৫৮ কিলোওয়াট আওয়ার এবং আরও উচ্চ ক্যাপাসিটিসম্পন্ন ৭৭.৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি অপশনে উপলব্ধ হবে। তারর মধ্যে প্রথমটির রেঞ্জ ৪০০ কিমি। এর সাথে থাকা মোটর ১৭০ এইচপি শক্তি এবং ৩৫০ এনএম টর্ক উৎপন্ন করে। ০-১০০ কিমি/ঘন্টার গতিবেগ তুলতে ৮.৫ সেকেন্ড সময় নেয়। অন্য দিকে, ৭৭.৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি অপশনে প্রাপ্ত মোটর থেকে ৩২১ এইচপি শক্তি এবং ৬০৫ এনএম টর্ক পাওয়া যায়। ঘন্টা প্রতি ০-১০০ কিমি/ গতিবেগ তুলতে সময় নেয় ৫.২ সেকেন্ড। ব্যাটারিটি একবার চার্জ করলে ৫১০ কিমি রেঞ্জ পাওয়া সম্ভব।

কিয়া ইভি৬ নানা মর্ডান ফিচারে সজ্জিত। যার মধ্যে রয়েছে একটি ডুয়েল স্ক্রিন লেআউট, আধুনিক ইন্টেরিয়ার, হেড আপ ডিসপ্লে, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, টু-স্পোক স্টিয়ারিং হুইল, অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট সিস্টেম, প্যানারমিক সানরূফ, অ্যাম্বিয়েন্ট লাইটিং সহ আরও অনেক কিছু।

প্রসঙ্গত, ২০২৪-এর মধ্যে কিয়া ও তার মূল সংস্থা হুন্ডাই এ দেশে ছ’টি নতুন ব্যাটারিচালিত গাড়ি লঞ্চ করার লক্ষ্য নিয়েছে। কিয়া ইভি৬-এর হাত ধরে সেই লক্ষ্যমাত্রা পূরণের সূত্রপাত ঘটতে চলেছে। ইভি৬ মডেলের পাশাপাশি কিয়া ভবিষ্যতে ভারতে নতুন ই-নিরো এবং একটি সস্তা বৈদ্যুতিক গাড়ি নিয়ে হাজির হবে বলে আশা করা হচ্ছে‌। আবার হুন্ডাই তাদের কোনা ইলেকট্রিকের ফেসলিফ্ট সংস্করণ এবং আয়োনিক মডেলের বৈদ্যুতিক গাড়ি এ দেশে নিয়ে আসবে।