টোপাজ ব্লু রঙের Bajaj Chetak ই-স্কুটার বাড়ি আনলেন কিরণ রাও, আপনি কিনতে পারবেন?

গত বছর জানুয়ারিতে ভারতের বাজারে তাদের প্রথম বৈদ্যুতিক টু-হুইলার নিয়ে এসেছিল অটোমোবাইল সংস্থা Bajaj। একদা সংস্থার বহু জনপ্রিয় স্কুটার Bajaj Chetak-এর নামে নতুন ইলেকট্রিক স্কুটারটির নামকরণ করা হয়। লঞ্চের পর এর বুকিং নেওয়া শুরু হলে ঝড় ওঠে সংস্থার ওয়েবসাইটে। স্কুটারটির চাহিদার জোগান দিতে হিমশিম খায় কোম্পানি। শেষে দুদিনের মাথায় বুকিং নেওয়া সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল Bajaj। তবে বর্তমানে এসবের ঝক্কি নেই।

এখন প্রশ্ন উঠতে পারে এতদিন বাদে এসব আলোচনা করার কারণ কী? এ বিষয়ে জানিয়ে রাখি বলিউড স্টার আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও (Kiran Rao, ডিরেক্টর ও প্রোডিউসার) সম্প্রতি টোপাজ ব্লু রঙের একটি Bajaj Chetak-এর মালকিন হয়েছেন। যেহেতু গাড়িটির বিদ্যমান মডেলগুলি এই রঙের বিকল্পে উপলব্ধ নয়, তাই সংস্থার তরফে শুধুমাত্র যে তাঁর জন্যই বিশেষভাবে এই রঙের স্কুটারটি প্রস্তুত করা হয়েছে তা বলাই বাহুল্য। যদিও রঙের পরিবর্তন ছাড়া মেকানিক্যাল কোনো পরিবর্তন আনা হয়নি। আসুন বৈদ্যুতিক ভার্সনের বাজাজ চেতকের ফিচারগুলি আরেকবার চোখ বুলিয়ে নেওয়া যাক।

Bajaj Chetak-এর ব্যাটারি ও ফিচার

বৈদ্যুতিক স্কুটারটির দুই চাকাতেই ড্রাম ব্রেক রয়েছে। ২২০ ভোল্টের এসি থ্রি পিন সকেটের সাহায্যে এর ৩ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারিটি ০ থেকে ১০০% চার্জ হতে সময় লাগে ৫ ঘন্টা। তবে এতে ফাস্ট চার্জিংয়ের কোনো বিকল্প নেই। একক চার্জে ইকো মোড ও নর্মাল মোডে এর রেঞ্জ যথাক্রমে ৯০ কিমি এবং ৮০ কিমি। গাড়িটির সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় ৭০ কিমি।

এর বডি প্যানেলটি সম্পূর্ণ মেটাল মেড। অন্যান্য ফিচার এর মধ্যে রয়েছে এলইডি লাইটিং, সিকুয়েন্সিয়াল টার্ন ইন্ডিকেটর, ব্লুটুথ এনাবেল ইন্সট্রুমেন্ট কনসোল ইত্যাদি।

Bajaj Chetak-এর মোটর

বাজাজ চেতকের ৩.৮ কিলোওয়াট পিএমএস মোটরটি থেকে সর্বোচ্চ ৫ বিএইচপি শক্তি এবং ১৬.২ এনএম টর্ক পাওয়া যায়।

Bajaj Chetak এর ওয়ারেন্টি

বর্তমানে স্কুটার ও এর ব্যাটারিটির উপর ৫০ হাজার কিমি অথবা ৩ বছর (যেটি আগে হবে) ওয়ারেন্টি দিচ্ছে কোম্পানি। অক্সিলিয়ারি ব্যাটারির উপর ১৮ মাস এবং টায়ারে ১২ মাসের ওয়ারেন্টি রয়েছে।

Bajaj Chetak এর দাম

ভারতে বাজাজ চেতক স্কুটারের আরবান ভ্যারিয়েন্টটির দাম ১.৪২ লক্ষ টাকা (এক্স-শোরুম) এবং প্রিমিয়াম ভ্যারিয়েন্টটির দাম ১.৪৪ লক্ষ টাকা (এক্স-শোরুম)। বর্তমানে ই-স্কুটারটির মূল প্রতিদ্বন্দ্বী হল Ola S1 এবং Ather 450X।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

মাত্র 8999 টাকার এই 108 মেগাপিক্সেল ক্যামেরার ফোনের সাথে বিনামূল্যে স্মার্টওয়াচ

কম দামে ভালো ক্যামেরার স্মার্টফোন খোঁজ করলে এই প্রতিবেদন আপনার জন্য। আসলে অ্যামাজনে চলছে itel…

29 mins ago

ইঞ্জিনে আগুন ধরে গিয়ে বড় দুর্ঘটনার আশঙ্কা, 85,000 গাড়ি ফেরত নিচ্ছে এই সংস্থা

ইঞ্জিন বন্ধ হয়ে গিয়ে ধরে যেতে পারে আগুন, এমনই আশঙ্কায় 85,000 গাড়ি ফেরত নেওয়ার ঘোষণা…

1 hour ago

Dear Lottery Results 1pm 6pm 8pm: 24 আগস্ট তারিখের ডে, ইভিনিং ও নাইট ডিয়ার লটারি রেজাল্ট

ডিয়ার লটারি রেজাল্ট খোঁজ করলে সুখবর। এই প্রতিবেদনে আজ অর্থাৎ 24 আগস্ট তারিখের ডিয়ার লটারি…

1 hour ago

কেমন হবে iPhone 16 সিরিজের ক্যামেরা? সেপ্টেম্বরে লঞ্চের আগেই ফাঁস সব ডিটেলস

Apple iPhone 16 সিরিজটি আগামী মাসেই বাজারে পা রাখতে চলেছে। তবে গত কয়েক মাস ধরেই…

1 hour ago

কোল্ড ড্রিঙ্কসের মাধ্যমে শরীরে ঢুকছে ভাইরাস, ভাইরাল WhatsApp মেসেজের বিষয়ে সতর্ক করল ভারত সরকার

হোয়াটসঅ্যাপে ভুয়ো মেসেজ আসা নিয়ে সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় সরকার। এই ভুয়ো মেসেজে WhatsApp ব্যবহারকারীদের…

1 hour ago

Shikhar Dhawan: ভারতের অন্যতম সেরা ওপেনারদের তালিকায় নাম লেখা হবে ধাওয়ানের, দেখে নিন‌ তার ক্যারিয়ারের ৫টি সেরা ইনিংস

ভারতীয় সাদা বলের ক্রিকেটে শিখর ধাওয়ান দীর্ঘদিন ধারবাহিকতা বজায় রেখে জাতীয় দলকে সমৃদ্ধ করেছেন।আজ তিনি…

2 hours ago