Tork Kratos vs Kratos R: একই ইলেকট্রিক মোটরসাইকেল, কিন্তু ভ্যারিয়েন্ট দু’টো, কী পার্থক্য এদের মধ্যে, জানুন

দীর্ঘ ৬ বছর বাদে ক্রেতাদের মনে আশার সঞ্চার ঘটিয়ে গতকালই ভারতের বাজারে পা রেখেছে Tork Kratos। ২০১৬ সালে উন্মোচিত হওয়ায় সময় কার্যত এটিই ছিল ভারতের…

দীর্ঘ ৬ বছর বাদে ক্রেতাদের মনে আশার সঞ্চার ঘটিয়ে গতকালই ভারতের বাজারে পা রেখেছে Tork Kratos। ২০১৬ সালে উন্মোচিত হওয়ায় সময় কার্যত এটিই ছিল ভারতের প্রথম বৈদ্যুতিক মোটরসাইকেল৷ Standard ও Standard R – এই দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে ইলেকট্রিক বাইকটি। দিল্লিতে কেন্দ্রীয় সরকারের ভর্তুকি যুক্ত হওয়ার পর স্ট্যান্ডার্ড ও প্রিমিয়াম মডেল দুটির দাম দাঁড়িয়েছে যথাক্রমে ১,০২,৪৯৯ টাকা ও ১,১৭,৪৯৯ টাকা। এখন প্রশ্ন দুটি মডেলের মূল্যের পার্থক্য ১৫,০০০ টাকা হওয়ায় প্রিমিয়াম মডেলটিতে অতিরিক্ত কী কী ফিচার রয়েছে? জানতে চাইলে এই প্রতিবেদনটি আপনার জন্য।

টর্ক ক্রাটোস স্ট্যান্ডার্ড ও আর (Tork Kratos Standard ও R) দুটি মডেলেই রয়েছে একই ক্ষমতার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক, যা ৪ কিলোওয়াট আওয়ার। তবে মডেলগুলির মোটর দুটির আউটপুট ভিন্ন। যেমন স্ট্যান্ডার্ড মডেলটির ৭.৫ কিলোওয়াট পাওয়ারের মোটরটি থেকে পাওয়া যায় ২৮ এনএম টর্ক। আবার প্রিমিয়াম মডেলের (R) ৯.০ কিলোওয়াট পাওয়ারের মোটরটি থেকে উৎপন্ন হয় ৩৮ এনএম টর্ক।

মোটরের ক্ষমতার ভিন্নতার কারণে স্ট্যান্ডার্ড প্রিমিয়াম মডেল দুটির সর্বোচ্চ গতিবেগেও রয়েছে অন্তর। যেমন স্ট্যান্ডার্ড মডেলটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১০০ কিমি, অন্যদিকে হাই স্পেক ভ্যারিয়েন্টটির সর্বোচ্চ গতিবেগ ১০৫ কিমি/ঘন্টা। এছাড়া হায়ার স্পেক মডেলটিতে আছে ফাস্ট চার্জিংয়ের সুবিধা, যা এর স্ট্যান্ডার্ড ট্রিমে অনুপস্থিত।

আবার অত্যাধুনিক ফিচার যেমন জিও ফেন্সিং, ফাইন্ড মাই ভেহিকেল, মোটর ওয়াক অ্যাসিস্ট, ক্র্যাশ অ্যালার্ট, ভ্যাকেশন মোড, ট্র্যাক মোড অ্যানালাইসিস ইত্যাদি ফিচারগুলি কেবলমাত্র Tork Kratos-এর প্রিমিয়াম মডেলটিতে দেওয়া হয়েছে। স্ট্যান্ডার্ড মডেলটি কেবলমাত্র সাদা রঙের বিকল্পে পাওয়া গেলেও, এর প্রিমিয়াম ভার্সনটি সাদা, নীল, লাল এবং কালো রঙেও বেছে নেওয়া যাবে।

এদিকে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে ৯৯৯ টাকার বিনিময়ে Tork Kratos-এর বুকিং করা যাচ্ছে। আপাতত বাইকটি দেশের কয়েকটি শহর যেমন পুণে, মুম্বাই, হায়দ্রাবাদ, চেন্নাই এবং দিল্লিতেই উপলব্ধ হবে। পরবর্তী পর্যায়ে দেশের অন্যান্য শহরে এটি কিনতে পারবেন গ্রাহকরা বলে জানিয়েছে Tork।