125cc বাইকের চাহিদা ঊর্দ্ধমুখী, Yamaha, KTM-দের টেক্কা দিতে দুর্ধর্ষ মোটরসাইকেল হাজির

ইউরোপের মাটিতে ক্রমেই জনপ্রিয় হচ্ছে ১২৫ সিসির বাইকগুলি। একটি সমীক্ষার দাবি অনুযায়ী অতিমারির পর্ব পেরোনোর পরের সময় থেকেই সেখানকার যুব সমাজের কাছে যথেষ্ট আকর্ষণীয় হয়ে…

ইউরোপের মাটিতে ক্রমেই জনপ্রিয় হচ্ছে ১২৫ সিসির বাইকগুলি। একটি সমীক্ষার দাবি অনুযায়ী অতিমারির পর্ব পেরোনোর পরের সময় থেকেই সেখানকার যুব সমাজের কাছে যথেষ্ট আকর্ষণীয় হয়ে উঠেছে এই সেগমেন্টের বাইকগুলি। আর সেজন্যই একের পর এক সংস্থা প্রিমিয়াম কোয়ালিটির ১২৫ সিসির বাইক লঞ্চ করছে সেখানে। ইতিমধ্যেই ইউরোপের বাজারে KTM 125 Duke, Yamaha MT 125 ও Honda CB125R এর মত দুর্দান্ত সব বাইক উপলব্ধ। আর এখন সেই তালিকায় যুক্ত হয়েছে ইতালির সংস্থা KL।

ইয়ামাহা, কেটিএম ও হোন্ডাকে কড়া টক্কর জানাতে ইউরোপের বাজারে হাজির হয়েছে KL Duel 125। এই বাইকটিতে উপরের তিনটি মডেলের মতোই ১২৫ সিসির ইঞ্জিন চালিকাশক্তি যোগাবে। এই ইঞ্জিন থেকে ১৩ বিএইচপি শক্তি এবং ১০.৮৫ এনএম টর্ক উৎপন্ন হয়। বাইকটির অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে এলইডি লাইটিং, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং স্ট্যান্ডার্ড হিসাবে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম।

এছাড়াও উন্নত সাসপেনশনের জন্য KL Duel 125-তে সামনের দিকে ইউএসডি ফর্ক ও পিছনে প্রিলোড অ্যাডজাস্টেবল মনোশক দেওয়া হয়েছে। বাইকটির ডিজাইন ও আধুনিকতার সঙ্গে মিলিয়ে যথেষ্ট শার্প লুকে বাজারে আনা হয়েছে। ফুয়েল ট্যাংকটি যথেষ্ট মাসকুলার ও শার্প এজ যুক্ত। এমনকি এতে স্প্লিট সিট সেটাপ থাকলেও পিছনের অংশটি বেশ উঁচু এবং মানানসই। সাথে রয়েছে এক বিশেষ ধরনের টায়ার হাগার যেখানে নাম্বার প্লেট হোল্ডার লাগানো রয়েছে।

তবে বাইকটির সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো এর সামনের ডিজাইন। আসলে KL Motor এই বাইকটির ডিজাইন করার সময় কোনরকম কার্পণ্যই করনি। এর ডিজাইন অনেকাংশেই Ducati Streetfighter V4-র থেকে অনুকরণ করা হয়েছে। এমনকি সামনের হেডলাইট সেটাপ সম্পূর্ণটাই ডুকাটির এই বাইকটির মতোই। তবে KL Duel 125 মডেলটির ভারতে আসার কোন সম্ভাবনা নেই বললেই চলে। যদিও এদেশের বাজারে বিগিনারদের জন্য অন্যতম জনপ্রিয় দুটি ফ্লাগশিপ বাইক হল KTM 125 Duke ও Yamaha MT-15।