বাজেটের মধ্যে 32 ইঞ্চি Smart TV লঞ্চ করল iFFALCON, রয়েছে 40W স্পিকার

ভারতীয় বাজারে iFFALCON FFALCON S53 স্মার্ট টিভির দাম ধার্য করা হয়েছে ১২,৯৯৯ টাকা

ভারতে পা রাখল iFFALCON ব্র্যান্ডের নতুন FFALCON S53 স্মার্ট টেলিভিশন। বাজেট ক্রেতাদের জন্য টিভিটি একেবারে সাশ্রয়ী মূল্যে এসেছে। আর এটি অ্যান্ড্রয়েড টিভি ১১ অপারেটিং সিস্টেমে রান করবে। আর টিভিটিতে পাওয়া যাবে ২৪ ওয়াট সাউন্ড আউটপুট, ডুয়াল স্টেরিও স্পিকার ইত্যাদি। চলুন দেখে নেওয়া যাক নতুন iFFALCON FFALCON S53 স্মার্ট টিভির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

iFFALCON FFALCON S53 -এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে iFFALCON FFALCON S53 স্মার্ট টিভির দাম ধার্য করা হয়েছে ১২,৯৯৯ টাকা। ই কমার্স সাইট অ্যামাজন এবং ফ্লিপকার্ট থেকে কিনতে পাওয়া যাচ্ছে টিভিটি। নির্বাচিত কয়েকটি ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করে টিভিটি কিনলে ক্রেতারা দামের উপর পাবেন ১,০০০ টাকার বিশেষ ছাড়।

iFFALCON FFALCON S53 -এর স্পেসিফিকেশন ও ফিচার

iFFALCON FFALCON S53 স্মার্ট টেলিভিশন ৩২ ইঞ্চি এলইডি স্ক্রিন সহ এসেছে। এর রেজোলিউশন ১৩৬৬x৭৬৮ পিক্সেল। আর এর ডিসপ্লের চার ধারে রয়েছে সরু বেজেল এবং এতে ডায়নামিক কালার এনহ্যান্সমেন্ট অ্যালগোরিদম সহ এইচডি আর ১০ সাপোর্ট করবে।

আবার স্মার্ট টিভিটির সাউন্ড প্রসঙ্গে বলতে গেলে, এতে থাকছে ডুয়াল স্টেরিও স্পিকারের সাথে ডলবি অডিও উৎপন্নকারী ২৪ ওয়াট সাউন্ড আউটপুট। পারফরম্যান্সের জন্য এতে ৬৪ বিট কোয়াডকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। আবার এতে পাওয়া যাবে ১ জিবি র‌্যাম এবং ৮ জিবি অন বোর্ড স্টোরেজ। টিভিটি অ্যান্ড্রয়েড টিভি ১১ ওএসে চলবে। এতে রয়েছে ইনবিল্ট ক্রোমকাস্ট ও স্ক্রিন মিররিংয়ের মত একাধিক স্মার্ট ফিচার। তবে এখানেই শেষ নয়! এই টিভিটিতে থাকছে ইনবিল্ট ওটিটি অ্যাপ যেমন, নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, ডিজনি প্লাস হটস্টার ইত্যাদি।

এছাড়া iFFALCON FFALCON S53 স্মার্ট টিভির কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫, দুটি এইচডিএমআই পোর্ট, একটি ইউএসবি পোর্ট এবং একটি ইথারনেট পোর্ট। এখানে জানিয়ে রাখি, নয়া এই স্মার্ট টিভির সাথে দেওয়া হচ্ছে একটি ভয়েস এনাবেল রিমোট। এতে একটি নির্দিষ্ট হট কি বর্তমান। যার মাধ্যমে জনপ্রিয় ওটিটি স্টিমিং অ্যাপগুলি পরিচালনা করা সম্ভব।