Tech News

চোখ ধাঁধাতে আসছে রেডমির চ্যাম্পিয়ন স্মার্টফোন, রাত পোহালেই লঞ্চ করবে Xiaomi

শাওমি আগামীকাল, ১৯ জুলাই চীনা বাজারে রেডমি কে৭০ আল্ট্রা ফোনটি লঞ্চ করতে চলেছে। লঞ্চের আগে এখন কোম্পানি প্রকাশ করেছে যে রেডমি কে৭০ আল্ট্রা চ্যাম্পিয়ন এডিশন নামক একটি লিমিটেড এডিশন ভ্যারিয়েন্টও একইসাথে বাজারে আসবে। এই ফোনটির সম্পর্কে এখনও পর্যন্ত কি কি তথ্য উঠে এসেছে, আসুন জেনে নেওয়া যাক।

রেডমি কে৭০ আল্ট্রা চ্যাম্পিয়ন এডিশন শীঘ্রই আসছে মার্কেটে

রেডমি কে৭০ আল্ট্রা চ্যাম্পিয়ন এডিশন ফোনটি পূর্ববর্তী রেডমি কে৭০ প্রো চ্যাম্পিয়ন এডিশনের ডিজাইন থেকে অনুপ্রেরণা নিয়েছে। এতে স্কোয়াড্রা কোর্স রেসিং শিল্ড লোগোর পাশাপাশি ল্যাম্বরগিনি এসেনজা এসসিভি১২ সুপারকারের ওয়াই আকৃতির লোগো রয়েছে। এটি একটি ভাইব্র্যান্ট গ্রিন এবং ডার্ক ইয়েলো কালারে পাওয়া যাবে। বলাই বাহুল্য, চ্যাম্পিয়ন এডিশনের ফোকাস সম্পূর্ণরূপে নান্দনিক, যা অনুরাগীদের এমন একটি ডিজাইন সহ একটি ফোন ব্যবহারের সুযোগ করে দেয়, যা হাই-পারফরম্যান্স রেসিং ওয়ার্ল্ডকে উদ্দীপিত করে।

শাওমি এখনও এই চ্যাম্পিয়ন সংস্করণ ডিভাইসের কোনও বিশদ বিবরণ প্রকাশ করেনি, তবে সম্ভবত মূল হার্ডওয়্যারটি স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের মতোই হবে। যদিও অনুমান করা হচ্ছে যে, সীমিত সংস্করণের মডেলটি আপগ্রেড করা মেমরি অপশনের সাথে আসতে পারে।

রেডমি কে৭০ আল্ট্রা ফোনের স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

রেডমি কে৭০ আল্ট্রা ফোনটি ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সহ ১.৫কে রেজোলিউশন ওলেড ডিসপ্লে সহ আসবে৷ এই স্ক্রিনে ৩,৮৪০ হার্টজ পিডাব্লিউএম ডিমিং রয়েছে, যা শাওমির দাবি অনুযায়ী কম আলোর পরিস্থিতিতে ইন্ডাস্ট্রি-লিডিং আই প্রোটেকশন অফার করবে। যদিও সঠিক স্ক্রিনের আকার অপ্রকাশিত রয়ে গেছে, তবে এটি টিসিএল ব্র্যান্ডের সাথে কো-ডেভেলপ করা হয়েছে বলে জানা গেছে। রেডমি কে৭০ আল্ট্রা মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্লাস চিপসেটে চলবে বলে জানা গেছে।

ফটোগ্রাফির জন্য, রেডমি কে৭০ আল্ট্রা হ্যান্ডসেটের ক্যামেরা সিস্টেমে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৯০৬ সেন্সর থাকবে, যা সম্ভবত একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর উপস্থিত রয়েছে৷ উল্লেখযোগ্যভাবে, রেডমি কে৭০ আল্ট্রা হল প্রথম রেডমি ফোন, যা শাওমির স্ব-উন্নত এআইএসপি ইমেজিং অ্যালগরিদম ব্যবহার করবে। এর লক্ষ্য সামগ্রিক ক্যামেরা পারফরম্যান্স উন্নত করা।

রেডমি কে৭০ আল্ট্রা-এর আরেকটি হাইলাইট হল শাওমির পেঙ্গপাই টি১ সিগন্যাল এনহ্যান্সমেন্ট চিপ। এটি ওয়াইফাই পারফরম্যান্সে ১২% বৃদ্ধি, জিপিএস পারফরম্যান্সে ২০% উন্নতি এবং ৫জি ওয়াইফাই সিগন্যাল শক্তিতে ৫৮% এনহ্যান্সমেন্ট প্রদান করে। এছাড়াও, ফোনে ফাস্ট চার্জিংয়ের জন্য সার্জ পি২ চিপ, পাওয়ার ম্যানেজমেন্টের জন্য একটি জি১ এবং স্বাধীন ডিসপ্লে প্রসেসিংয়ের জন্য একটি ডি১ চিপ থাকবে। এই সবগুলিই শাওমি দ্বারা তৈরি ইন-হাউস চিপসেট।

আর পাওয়ার ব্যাকআপের জন্য, রেডমি কে৭০ আল্ট্রা ফোনে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বড় ৫,৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। এটি ধুলো এবং জল প্রতিরোধের জন্য একটি আইপি৬৮ রেটিং প্রাপ্ত চ্যাসিসও অফার করবে।

Ananya Sarkar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

25 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

32 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

41 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

52 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago