নতুন স্মার্টফোন খুঁজছেন? গত সপ্তাহে লঞ্চ হয়েছে Vivo Y21 সহ এই সাতটি ফোন

গত সপ্তাহে ভারতে একাধিক স্মার্টফোন লঞ্চ হয়েছে। Vivo, Samsung, Redmi, Realme এবং Motorola -এর মতো ব্র্যান্ড তাদের নতুন ফোন লঞ্চ করেছে। এই ফোনগুলির মধ্যে সামিল আছে- Vivo Y21, Samsung Galaxy A03s, Realme GT সিরিজ এবং Motorola Edge 20 সিরিজ। এই প্রত্যেকটি স্মার্টফোনে অ্যাডভান্স প্রসেসর, উন্নত ক্যামেরা এবং শক্তিশালী ব্যাটারি রয়েছে। আবার ফোনগুলির দাম রাখা হয়েছে ১১,৪৯৯ টাকা থেকে ৪১,৯৯৯ টাকার মধ্যে। তাই নতুন স্মার্টফোন সন্ধানীদের সুবিধার জন্য আজ আমরা সদ্য লঞ্চের মুখ দেখা ৭টি স্মার্টফোনের ফিচার ও দাম এই প্রতিবেদনে আলোচনা করবো।

গত সপ্তাহে ভারতে লঞ্চ হওয়ার লেটেস্ট স্মার্টফোনের তালিকা

১. Vivo Y21 : ভিভো ওয়াই২১ স্মার্টফোনটি গত সপ্তাহে ভারতে পা রেখেছে। এটির ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯০ টাকা। আর, ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত টপ-এন্ড ভ্যারিয়েন্টের দাম থাকছে ১৫,৪৯০ টাকা। ফিচারের কথা বললে ফোনে, ৬.৫১ ইঞ্চির এইচডি প্লাস হালো ফুলভিউ ডিসপ্লে প্যানেল, মিডিয়াটেক হেলিও পি৩৫ চিপসেট, অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ফানটাচ ১১.১ (Funtouch 11.1) কাস্টম ওএস স্কিন, ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর যুক্ত ডুয়েল-রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে। এছাড়া, পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি রয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট-চার্জিং সাপোর্ট করবে।

২. Samsung Galaxy A03s : স্যামসাং গ্যালাক্সি এ০৩এস স্মার্টফোনের ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্ট ১১,৪৯৯ টাকায় লঞ্চ করা হয়েছে। আর, ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ যুক্ত টপ-মডেলের দাম ১২,৪৯৯ টাকা রাখা হয়েছে। ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে যুক্ত এই ফোনে মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর অপারেটিং সিস্টেম হিসাবে এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ওয়ানইউআই ৩.১ (OneUI 3.1) কাস্টম ওএস ভার্সনে কাজ করবে। এছাড়া এতে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সমেত ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ, ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং সেন্সর এবং ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির একটি বড়ো ব্যাটারি সহ আরো বেশকয়েকটি আকর্ষণীয় ফিচার আছে।

৩. Redmi Note 10S Cosmic Purple : সদ্য লঞ্চের মুখ দেখা রেডমি নোট ১০এস কসমিক পার্পেল ভ্যারিয়েন্টের ৬ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা রাখা হয়েছে। আর, ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম থাকছে ১৫,৯৯৯ টাকা। ফিচারের কথা বললে এতে, ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে প্যানেল, অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১২.৫ (MIUI 12.5) কাস্টম ওএস, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর যুক্ত কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপ, ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেখা যাবে। এছাড়া, উক্ত স্মার্টফোনটি, মালি জি৭৬ এমসি৪ জিপিইউ সহ অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর দ্বারা চালিত হবে।

৪. Realme GT : রিয়েলমি জিটি স্মার্টফোনকে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে ভারতে লঞ্চ করা হয়েছে। যার মধ্যে, ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে ৩৭,৯৯৯ টাকায় নিয়ে আসা হয়েছে। আর, ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম থাকছে ৪১,৯৯৯ টাকা। এবার আসা যাক ফিচারের প্রসঙ্গে। এই স্মার্টফোনে, ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, পাঞ্চ হোল কাট আউট, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ ৫জি চিপসেট, ৬৪ মেগাপিক্সেল সনি IMX682 প্রাইমারি সেন্সর যুক্ত ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাওয়া যাবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি থাকছে, যা ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

৫. Realme GT Master Edition : রিয়েলমি জিটি মাস্টার এডিশন তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে গত সপ্তাহে লঞ্চ হয়েছে। সেক্ষেত্রে, এটির ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট, ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট, আর ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ২৫,৯৯৯ টাকা, ২৭,৯৯৯ টাকা এবং ২৯,৯৯৯ টাকা রাখা হয়েছে। ৬.৪৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে যুক্ত এই স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর থাকছে ৪,৩০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা ৬৫ ওয়াট ফাস্ট-চার্জিং সাপোর্ট করবে।

৬. Motorola Edge 20 : মোটোরোলা তাদের এই লেটেস্ট স্মার্টফোনকে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত একটি মাত্র ভ্যারিয়েন্টের সাথে লঞ্চ করেছে। এই ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা রাখা হয়েছে এবং এটিক ২৪শে আগস্ট প্রথমবার সেলে উপলব্ধ হবে। ফিচারের কথা বললে এতে, ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস OLED ডিসপ্লে প্যানেল, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮ চিপসেট, ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর যুক্ত ট্রিপল-রিয়ার ক্যামেরা প্যানেল এবং ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং শুটার পাওয়া যাবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যার সাথে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

৭. Motorola Edge 20 Fusion : মোটোরোলা এজ ২০ ফিউশন এর ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে ২১,৪৯৯ টাকায় লঞ্চ করা হয়েছে। আর, ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২২,৯৯৯ টাকা রাখা হয়েছে। আগামী ২৭শে আগস্ট থেকে ফোনটি পাওয়া যাবে। এই স্মার্টফোনে, ৯০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস OLED ডিসপ্লে আছে। থাকছে, ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর যুক্ত ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০ইউ প্রসেসর দ্বারা চালিত হবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি রয়েছে, যা ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন