কম আলোতেও অসাধারণ ছবি! সনির দুর্ধর্ষ ক্যামেরা সেন্সরে আলো ছড়াবে OnePlus 12

ওয়ানপ্লাস (OnePlus) খুব শীঘ্রই বাজারে আনতে চলেছে তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন, OnePlus 12। ইতিমধ্যেই স্মার্টফোনটির সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। এটি Qualcomm-এর লেটেস্ট এবং সর্বশ্রেষ্ঠ Snapdragon 8 Gen 3 প্রসেসর সহ আসবে। বর্তমানে ওয়ানপ্লাসও ফোনটির বিভিন্ন আকর্ষণীয় ফিচার প্রকাশ করতে শুরু করেছে। এবার সংস্থার তরফে ঘোষণা করা হয়েযে, OnePlus 12 নতুন Sony Lytia ডুয়েল-লেয়ার স্ট্যাকড ক্যামেরা সেন্সর সহযোগে আসবে। এই নতুন সেন্সরটি ইমেজের গুণমানে উল্লেখযোগ্য উন্নতি প্রদান করবে, বিশেষ করে কম আলো থাকা অবস্থায়। আসুন অত্যাধুনিক এই সেন্সরটি আপকামিং OnePlus 12 ফোনে কি কি চমক নিয়ে আসবে, জেনে নিই।

OnePlus 12-এ ব্যবহার করা হবে নতুন Sony Lytia সেন্সর

সনি লাইটিয়া সেন্সরটি ট্রানজিস্টর ও ফটোডায়োডের দুটি স্তর সহ একটি স্ট্যাকড সিএমওএস (CMOS) ডিজাইন ব্যবহার করে। জানিয়ে রাখি, ফটোডায়োড হল একটি সেমিকন্ডাক্টর ডিভাইস যা আলোর সংস্পর্শে এলে সম্ভাব্য পার্থক্য তৈরি করে এবং আলোকে বৈদ্যুতিক প্রবাহে রূপান্তর করে। সনির এই অত্যাধুনিক সেন্সরটি আকারে বড় ফটোডায়োডের জন্য অনুমতি দেয়, যা আরও আলো ক্যাপচার করতে পারে এবং তীক্ষ্ণতার সাথে আরও ডিটেইলস যুক্ত ছবি তৈরি করতে পারে। ওয়ানপ্লাস হল বিবিকে ইলেকট্রনিক্স (BBK Electronics) গ্রুপের অধীনে থাকা দ্বিতীয় সাব-ব্র্যান্ড, যারা মূল সংস্থার সঙ্গে সনির লাইটিয়া মোবাইল ইমেজ সেন্সর ব্র্যান্ডের গাঁটছড়ার জন্য উপকৃত হয়েছে।

জানিয়ে রাখি, কোম্পানিটি ওয়ানপ্লাস ওপেন-এর প্রধান ক্যামেরায় সনি লাইটিয়া ৮০৮ সেন্সর ব্যবহার করেছিল, কিন্তু শোনা যাচ্ছে যে, ওয়ানপ্লাস ১২ একটি ভিন্ন লাইটিয়া সেন্সরের সাথে আসবে। ওপ্পো (Oppo) এবং ভিভো (Vivo)-এর মতো অন্যান্য বিবিকে ইলেকট্রনিক্স-অধীনস্থ ব্র্যান্ডগুলিও সনি লাইটিয়া-এর সাথে তাদের পার্টনারশিপের বিষয়ে ঘোষণা করেছে। অর্থাৎ, আসন্ন ওপ্পো ফাইন্ড এক্স৭ এবং ভিভো এক্স১০০ স্মার্টফোনগুলির প্রধান ক্যামেরায় একই ডুয়াল-লেয়ার স্ট্যাকড সেন্সরগুলি দেখা যেতে পারে।

তবে, Sony Lytia সেন্সর ছাড়াও, OnePlus 12-এ ৩x অপটিক্যাল জুম সহ একটি নতুন টেলিফটো লেন্স অন্তর্ভুক্ত থাকবে বলে শোনা যাচ্ছে। ফোনটি Qualcomm-এর Snapdragon 8 Gen 3 চিপসেট দ্বারা চালিত হবে বলে আগেই উল্লেখ করা হয়েছে, যা আরও উন্নত পারফরম্যান্স এবং পাওয়ার এফিসিয়েন্সি প্রদান করবে। OnePlus 12 চীনে আগামী ডিসেম্বরে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। তারপর আগামী বছরের প্রথম দিকে এটি গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করতে পারে।