Ashwini Vaishnaw: হ্যাক হয়েছে ৫০টি সরকারি ওয়েবসাইট, স্বীকার করলেন কেন্দ্রীয় মন্ত্রী

অনলাইন স্ক্যাম, হ্যাকিংয়ের পাশাপাশি বর্তমান ডিজিটাল যুগে ইউজারদের বেশ অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ডেটা ব্রিচ বা নেটমাধ্যমে ব্যবহারকারীদের তথ্য ফাঁস হওয়ার ঘটনা। একাধিকবার Facebook, Twitter-এর মতো নামজাদা কোম্পানিগুলি এই ধরনের কেলেঙ্কারির মুখে পড়েছে, যার ফলে ডার্ক ওয়েবে উপলব্ধ হয়েছে লক্ষ লক্ষ মানুষের ব্যক্তিগত তথ্য। সেক্ষেত্রে কেন্দ্রীয় যোগাযোগ, ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) গত শুক্রবার রাজ্যসভায় জানিয়েছেন যে, ২০২২-২৩ সালে মোট ৫০ টি সরকারি ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। অর্থাৎ, নামিদামি টেক কোম্পানিগুলির পাশাপাশি সরকারি সাইটও যে পুরোপুরি নিরাপদ নয়, তা এখান থেকেই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে।

গত কয়েক বছরে প্রচুর সরকারি ওয়েবসাইট হ্যাক হয়েছে

উল্লেখ্য, ওই বৈঠকে সিপিআই সাংসদ বিনয় বিশ্বম (Binoy Viswam)-এর উত্থাপিত সংসদীয় প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম বা সিইআরটি-ইন (CERT-In)-এর রিপোর্ট অনুযায়ী, ২০২০, ২০২১ এবং ২০২২ সালে যথাক্রমে কেন্দ্রীয় সরকারের মন্ত্রক/ বিভাগ এবং রাজ্য সরকারের মোট ৫৯, ৪২ এবং ৫০ টি ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। সিইআরটি-ইন আরও জানিয়েছে যে, তারা ২০২০, ২০২১ এবং ২০২২ সালে যথাক্রমে ২,৮৩,৫৮১, ৪,৩২,০৫৭, ৩,২৪,৬২০ টি ম্যালিশিয়াস স্ক্যাম সনাক্ত ও প্রতিরোধ করেছে।

বৈষ্ণব আরও জানিয়েছেন যে, সিইআরটি-ইন -এর রিপোর্ট অনুযায়ী, ২০২০, ২০২১ এবং ২০২২ সালে সরকারি সংস্থাগুলির সাথে সম্পর্কিত মোট ৬, ৭ এবং ৮ টি ডেটা ব্রিচের ঘটনা লক্ষ্য করা গেছে। প্রসঙ্গত বলে রাখি, সিইআরটি-ইন হল ভারত সরকারের নোডাল এজেন্সি, যা ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনে কাজ করে। এই সরকারি সংস্থাটি সকল ব্যবহারকারীদেরকে ফিশিং অ্যাটাক এবং হ্যাকিংয়ের মতো সাইবার আক্রমণ সম্পর্কে অবহিত করে, যাতে আগেভাগেই এই ধরনের দুর্ঘটনা সম্পর্কে ইউজাররা সতর্ক হতে পারেন।

গত কয়েক বছরে একাধিকবার ভারতীয় সাইবার স্পেস বিপদের মুখোমুখি হয়েছে

বৈষ্ণবের কথায়, দেশের বাইরে এবং দেশের ভেতর থেকে গত কয়েক বছরে একাধিকবার ভারতীয় সাইবার স্পেসে সাইবার হামলা চালানোর চেষ্টা করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা গেছে যে, এই ধরনের আক্রমণগুলি বিশ্বের বিভিন্ন অংশে অবস্থিত কম্পিউটার সিস্টেমগুলিকে ক্ষতিগ্রস্থ করে এবং আসল সিস্টেমগুলির পরিচয় গোপন করার জন্য ছদ্মবেশী কৌশল এবং গোপন সার্ভার ব্যবহার করে। তবে সিইআরটি-ইন -এর সহায়তায় ভবিষ্যতে এই ধরনের হামলার সংখ্যা বহুলাংশে কমানো সম্ভব হবে বলে চরম আশাবাদী তিনি।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Share
Published by
TechGup Desk

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

2 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

2 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

2 hours ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

3 hours ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

3 hours ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

4 hours ago