সস্তায় সেরা ডিজাইন, চীনা ব্র্যান্ডদের টেক্কা দিতে প্রস্তুত দেশী ফোন Lava Blaze 2, দাম প্রকাশ্যে

একসময়ের জনপ্রিয় ব্র্যান্ড, লাভা (Lava) ক্রমশই ভারতের স্মার্টফোন মার্কেটে শাওমি (Xiaomi) এবং ওপ্পো (Oppo)-এর মতো চীনা প্রতিদ্বন্দ্বীদের সাথে পেরে না উঠে বেশ পিছিয়ে পড়েছিল। তবে, ভারতীয় ব্র্যান্ডটি সাম্প্রতিককালে কয়েকটি নতুন আকর্ষণীয় মিড-রেঞ্জ এবং বাজেট স্মার্টফোন লঞ্চের সাথে আবার নিজেদের পায়ের তলার মাটি শক্ত করার প্রচেষ্টা শুরু করেছে। কোম্পানিটি বর্তমানে তাদের Blaze সিরিজের অধীনে Blaze 2 নামে একটি নতুন হ্যান্ডসেট লঞ্চ করার বিষয়ে জানিয়ে একটি টিজার প্রকাশ করেছে। এটিকে গতকাল (৩১ মার্চ) অ্যামাজনে তালিকাভুক্ত করাও হয়েছে। আর এখন এক নির্ভরযোগ্য টিপস্টার Lava Blaze 2-এর স্পেসিফিকেশন, মূল্য এবং রেন্ডার শেয়ার করেছেন। আসুন এগুলি সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।

ফাঁস হল Lava Blaze 2-এর ডিজাইন স্পেসিফিকেশন ও মূল্য

লাভা ব্লেজ ৫জি গতবছর অক্টোবর মাসে ভারতে আত্মপ্রকাশ করেছিল এবং এটি তার দামের পরিপ্রেক্ষিতে যথেষ্ট ভালো স্পেসিফিকেশন অফার করে। তবে এর উত্তরসূরি, লাভা ব্লেজ ২ একটি আকর্ষণীয় ডিজাইন এবং উন্নততর বৈশিষ্ট্য সহ আরও ভালো হবে বলে মনে করা হচ্ছে। টিপস্টার মুকুল শর্মার মতে, হ্যান্ডসেটটি এন্ট্রি-লেভেল ইউনিসক টি৬১৬ প্রসেসর দ্বারা চালিত হবে, যা ৬ জিবি র‍্যাম (৫ জিবি ভার্চুয়াল র‍্যাম সহ) এবং ১২৮ জিবি ইউএফএস ২.২ স্টোরেজের সাথে যুক্ত থাকবে। এর পাশাপাশি, লাভা ব্লেজ ২ ফুলএইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫ ইঞ্চির প্যানেলের সাথে আসবে। এই ফ্ল্যাট ডিসপ্লটির ওপরে সেলফি ক্যামেরার জন্য একটি পাঞ্চ-হোল কাটআউট উপস্থিত থাকবে।

লাভা ব্লেজ ২-এর পিছনে দুটি বড় ক্যামেরা রিং থাকবে, যার মধ্যে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি এআই (AI) লেন্স উপস্থিত থাকবে। আর ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, লাভা ব্লেজ ২-এ ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট সহ শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে বলে জানা গেছে।

এছাড়াও, মুকুল শর্মা বলেছেন যে পূর্বসূরিদের ধারা বজায় রেখে কোম্পানি Lava Blaze 2-কে ভারতে ১০,০০০ টাকারও কম মূল্যে লঞ্চ করবে৷ এটি সম্ভবত গ্লাস অরেঞ্জ, গ্লাস ব্ল্যাক এবং গ্লাস ব্লু-এর মতো কালার ভ্যারিয়েন্টে কেনার জন্য উপলব্ধ হবে। যদিও, ফোনটির লঞ্চের তারিখ সম্পর্কে লাভার তরফ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে Lava Blaze 2 চলতি মাসেই বাজারে পা রাখবে বলে আশা করা হচ্ছে।