Lava Blaze X 5G: লাভার সবচেয়ে সস্তা ৫জি ফোন আসছে ১০ জুলাই, থাকবে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা

ভারতের দেশীয় ব্র্যান্ড লাভা তাদের নতুন ৫জি স্মার্টফোন ভারতের বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। সংস্থাটি এক্স-এ পোস্ট করে নিশ্চিত করেছে যে লাভা ব্লেজ এক্স ৫জি ফোনটি…

ভারতের দেশীয় ব্র্যান্ড লাভা তাদের নতুন ৫জি স্মার্টফোন ভারতের বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। সংস্থাটি এক্স-এ পোস্ট করে নিশ্চিত করেছে যে লাভা ব্লেজ এক্স ৫জি ফোনটি ১০ জুলাই ভারতে লঞ্চ হবে। দুপুর ১২টা থেকে শুরু হবে ইভেন্টটি। অ্যামাজন নিশ্চিত করেছে যে ডিভাইসটি অ্যামাজন প্রাইম ডে সেল ২০২৪ এর অংশ হবে। আশা করা যায় সেলে লাভা ব্লেজ এক্স ৫জি অফারের সাথে কেনা যাবে।

লাভা ব্লেজ এক্স ৫জি এর ডিজাইন

টিজারে লাভা ব্লেজ এক্স ৫জি ডিভাইসটিকে কার্ভড ডিসপ্লে সহ দেখা গেছে। ফোনটির ডান প্রান্তে ভলিউম রকার এবং পাওয়ার বাটন থাকবে। ডিভাইসটির নিচের দিকে ইউএসবি টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিল ও সিম কার্ড ট্রে দেওয়া হবে। এই স্মার্টফোনের ডিসপ্লের উপরিভাগে মাঝবরাবর পাঞ্চ হোল কাটআউট দেখা গেছে।

লাভা ব্লেজ এক্স ৫জি এর স্পেকস ও ফিচার

টিজারটি নিশ্চিত করে যে লাভা ব্লেজ এক্স ৫জি ফোনে দুটি ক্যামেরা সহ বৃত্তাকার ক্যামেরা মডিউল থাকবে। এর মধ্যে ৬৪ মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর এবং সেকেন্ডারি ক্যামেরা এবং একটি এলইডি ফ্ল্যাশ অন্তর্ভুক্ত থাকবে। আশা করা হচ্ছে যে আসন্ন স্মার্টফোনটি ব্র্যান্ডের সবচেয়ে সস্তা ৫জি স্মার্টফোন হবে।

এই ডিভাইসে ৪ জিবি, ৬ জিবি এবং ৮ জিবি ফিজিক্যাল র‌্যাম ও ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। ব্লেজ এক্স ৫জি ধূসর এবং গাঢ় নীল রঙে পাওয়া যাবে।