Lava Design in India: জিতে নিন ৫০ হাজার টাকা পর্যন্ত, দেশীয় কোম্পানি লাভা দিচ্ছে সুযোগ

দেশীয় স্মার্টফোন ব্র্যান্ড Lava, ‘Design in India’ (DII) নামক একটি অভিনব চ্যালেঞ্জের সাথে ফের হাজির হল। DII প্রতিযোগিতার এই দ্বিতীয় সিজনে সংস্থাটি তাদের আপকামিং স্মার্টফোনকে ডিজাইন করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে স্মার্টফোন প্রেমীদের দিকে। এই বিশেষ চ্যালেঞ্জটি মূলত শিক্ষার্থী এবং কর্মরত পেশাজীবীদের জন্য নিয়ে আসা হয়েছে। Lava দেশের নতুন প্রজন্মকে তাদের সৃজনশীল দক্ষতা প্রদর্শন করার জন্য একটা প্ল্যাটফর্ম দেওয়ার পাশাপাশি ‘আত্মনির্ভর ভারত’ গঠনের উদ্দেশ্যে এই প্রতিযোগিতার আয়োজন করেছে। গত ১৫ই অগাস্ট লাইভ হয়েছে DII চ্যালেঞ্জ, যা চলবে আগামী ২৫শে অগাস্ট পর্যন্ত।

‘Design in India’ (DII) চ্যালেঞ্জে কারা অংশগ্রহণ করতে পারবে?

লাভা ডিজাইন ইন ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য কয়েকটি শর্ত পালন করতে হবে। বর্তমানে যারা B.Tech/B.E নিয়ে পড়ছে বা ইতিমধ্যেই স্নাতকত্ব লাভ করেছে, যারা ভারতীয় কোনো ইনস্টিটিউট থেকে ব্যাচেলর ইন ডিজাইন প্রোগ্রাম বা মাস্টার্স ইন ডিজাইন প্রোগ্রামের অধীনে স্পেশালাইজেশান কোর্স করেছে তারাই শুধুমাত্র এই চ্যালেঞ্জে অংশ নিতে পারবেন।

‘Design in India’ (DII) চ্যালেঞ্জে রেজিস্ট্রেশন করবেন কী ভাবে?

১৫ই আগস্ট থেকে ইতিমধ্যেই ‘ডিজাইন ইন ইন্ডিয়া’ চ্যালেঞ্জের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আজ থেকে আগামী ৩ দিন পর্যন্ত রেজিস্ট্রেশন লাইন খোলা থাকছে। তাই আপনারা এখনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। এর জন্য, প্রথমেই আপনাদের লাভা -এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। তারপর, টিম লিডারের ই-মেইল আইডি এবং মোবাইল নম্বর নথিভুক্ত করে আপনারা নিজেদের রেজিস্টার করতে পারবেন।

রেজিস্ট্রেশন হয়ে গেলে, নির্বাচিত প্রার্থীদের একটি ই-মেইল পাঠানো হবে। তারপর, একটি নতুন টাইমলাইনে তাদের লাভা স্মার্টফোনের ডিজাইন সাবমিট করতে হবে। তবে আগেই জানিয়ে দিই, কোনো প্রকারের ডিজাইন চুরির ঘটনা নজরে পড়লে, দোষী টিমকে তৎক্ষণাৎ প্রতিযোগিতা থেকে বহিষ্কার করে দেওয়া হবে।

টিম হিসাবে অংশ নেওয়া যাবে ‘Design in India’ (DII) প্রতিযোগিতায়

আপনারা চাইলে একক ভাবে অথবা টিম তৈরী করেও এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। এক্ষেত্রে, শিক্ষার্থী এবং পেশাদাররা একটি টিম হিসাবে DII -তে অংশ নিতে পারবেন। একটি টিমে নূন্যতম ১জন এবং সর্বাধিক ৩জন সদস্য থাকতে পারে।

বিজয়ী দল কী পুরস্কার পাবে?

‘টপ-থ্রী’ -তে পৌঁছনো তিনটি সেরা টিমের মধ্যে যারা প্রথম স্থানের অধিকারী হবেন তাদের নগদ ৫০,০০০ টাকা দেওয়া হবে। আবার দ্বিতীয় ও তৃতীয় টিম পাবে যথাক্রমে ২৫,০০০ টাকা এবং ১৫,০০০ টাকা পুরস্কার। সাথে, Lava ‘Design in India’ চ্যালেঞ্জের টপ-৩ টিমকে লাভা সংস্থায় প্রি-প্লেসমেন্ট ইন্টারভিউ দেওয়ার সুযোগও দেওয়া হবে।

এই প্রসঙ্গে, লাভা ইন্টারন্যাশনালের প্রোডাক্ট হেড তেজিন্দর সিং জানিয়েছেন “আত্মনির্ভর ভারত প্রকল্পকে সফল করার ক্ষেত্রে টেলিকম ইন্ডাস্ট্রি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষমতা রাখে। ভারতে প্রতিভাশালী কর্মীদের কমতি নেই। দেশের স্বার্থে এই মেধাবী কর্মজীবীদের সুযোগ দেওয়া এখনো বাকি আছে।”

‘Design in India’ (DII) প্রতিযোগিতা আয়োজনের কারণ কী?

‘ডিজাইন ইন ইন্ডিয়া’ প্রতিযোগিতা আয়োজন করার নেপথ্যে থাকা কারণ ব্যাখ্যা করতে গিয়ে তেজিন্দর সিং বলেছেন, “লাভা মোবাইল ‘ডিজাইন ইন ইন্ডিয়া’ চ্যালেঞ্জের মাধ্যমে দেশের কাঠামো নির্মাণের প্রক্রিয়ায় প্রত্যেকটি যুব এবং প্রতিভাশালী ব্যক্তিকে নিজেদের দক্ষতা প্রদর্শন করার একটা সুযোগ দিচ্ছে। এরই সাথে, তারা যাতে নিজেদের দক্ষতাকে যথাযথ ভাবে কাজে লাগাতে পারে তার জন্য একটা প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করছি আমরা।”

তেজিন্দর আরো বলেছিলেন যে, “লাভার এই উদ্যোগ, আমাদের দেশের জন্য সেরা স্মার্টফোন প্রোটোটাইপ তৈরির প্রচেষ্টাকে একটি নতুন দিকনির্দেশনা দেবে। সাথে, এই চ্যালেঞ্জটি সাধারণ মানুষকে তাদের সৃজনশীল দক্ষতা প্রদর্শনেরও একটি সুযোগ দেবে।”

Lava -এর সাথে হাত মেলালো MediaTek

প্রসঙ্গত, মিডিয়াটেক ও লাভা সংযুক্ত ভাবে এই চ্যালেঞ্জকে পরিচালনা করছে। এক্ষেত্রে, মিডিয়াটেক ইন্ডিয়ার কর্পোরেট সেলসের পরিচালক কুলদীপ মালিক, “DII ডিজাইন ইন ইন্ডিয়া উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পেরে খুবই আনন্দিত”, বলে জানিয়েছে। এই টাইআপের বিষয়ে কুলদীপ মালিক বলেছেন যে, “ভারতীয় স্মার্ট মোবাইল ইউজারদের চাহিদাকে মাথায় রেখে মিডিয়াটেক চিপসেট ডিজাইন করে থাকে। আর লাভাও এই একই পথ অনুসরণ করে এগোচ্ছে। আমরা (মিডিয়াটেক) সর্বদা ‘মেক ইন ইন্ডিয়া’ (স্বনির্ভর ভারত) ক্যাম্পেইনকে সমর্থন করেছি।”

লাভার এই উদ্যোগ সমগ্র দেশের ডিজাইন কমিউনিটিকে আরো শক্তিশালী করে তুলবে, বলে কুলদীপ মালিকের মন্তব্য। তাই, লাভা যাতে পরিকল্পনা মাফিক তাদের ‘ডিজাইন ইন ইন্ডিয়া’ কার্যক্রমকে সফল করতে পারে, তার জন্য তিনি মিডিয়াটেকের তরফ থেকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছে। আর সাথে তিনি ভারতের প্রতিভাধর ডিজাইনারদের দ্বারা উদ্ভাবিত স্মার্টফোনের ডিজাইন দেখার জন্যও উৎসুক বলে জানিয়েছেন।

5G স্মার্টফোনের বাজারে এন্ট্রি নিচ্ছে Lava

বাজারে ইতিমধ্যেই বিদেশি স্মার্টফোন কোম্পানিগুলি 5G ফোন নিয়ে এসেছে। পিছিয়ে থাকতে চাইছে না দেশীয় ব্র্যান্ড লাভাও। রিপোর্ট অনুযায়ী, চলতি বছরে সম্ভবত দিওয়ালির আগেই লাভা তাদের সর্বপ্রথম ৫জি স্মার্টফোন নিয়ে আসতে পারে। এই আপকামিং স্মার্টফোনের দাম ২০,০০০ টাকার মধ্যে থাকবে বলে জানা গেছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন