১৫ হাজার টাকার কমে 5G ফোন, Samsung Galaxy A13 5G চলতি বছরের শেষে লঞ্চ হচ্ছে

5G স্মার্টফোনকে জনসাধারণের মুঠোয় আনতে Samsung অন্যান্য সংস্থাগুলির পদাঙ্ক অনুসরণ করে আরও সস্তা মডেলের হ্যান্ডসেটের উপর কাজ করছে। সংস্থা স্পষ্ট করে না বললেও বিভিন্ন সূত্রে খবর, এখনও পর্যন্ত Samsung যতগুলো 5G ফোন বাজারে এনেছে, খুব সম্ভবত তার মধ্যে সবচেয়ে কম দাম হতে চলেছে আপকামিং Samsung Galaxy A13 5G-এর। জনপ্রিয় টিপস্টার অনলিকসের সাথে হাত মিলিয়ে সম্প্রতি Zouton তাদের ওয়েবসাইটে Galaxy A13 5G-এর হাই-কোয়ালিটি রেন্ডার, স্পেসিফিকেশন ও দাম প্রকাশ করেছে।

তারা জানিয়েছে, Samsung Galaxy A13 5G-এর ডিসপ্লের দৈর্ঘ্য ৬.৮ ইঞ্চি। এতে এইচডি+ এলসিডি প্যানেল ব্যবহার করা হবে, যাতে থাকবে ওয়াটারড্রপ নচ। ফোনে ডাইমেনসিটি ৭০০ প্রসেসরে দেওয়া হতে পারে। একইসঙ্গে থাকতে পারে ৪ জিবি + ৬৪ জিবি এবং ৬ জিবি + ১২৮ জিবি স্টোরেজের বিকল্প।

Samsung Galaxy A13 5G-এর পিছনে দেখা যাবে ট্রিপল ক্যামেরা সেটআপ – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, এই ফোন ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। তবে বিষয়টা খুব আশ্চর্যজনক। কারণ স্যামসাংয়ের বাজেট ফোনে চার্জিংয়ের গতি এর আগে কখনও ১৫ ওয়াটের গন্ডি পেরোয়নি।

স্যামসাং গ্যালাক্সি এ১৩ ৫জি চলতি বছরের শেষে লঞ্চ হলেও আগামী জানুয়ারির পরে ক্রয়ের জন্য উপলব্ধ হবে। ফোনটির দাম আমেরিকা যুক্তরাষ্ট্রে ১৯০ ডলার (প্রায় ১৪,৩০০ টাকা) থেকে শুরু হতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন