একবার চার্জে চলবে ৩০ ঘন্টা, Lava Probuds N1 ইয়ারফোন সাশ্রয়ী মূল্যে লঞ্চ হল

দেশীয় ব্র্যান্ড Lava আজ তাদের প্রথম নেকব্যান্ড স্টাইল ওয়্যারলেস ইয়ারফোন, Probuds N1 ভারতে লঞ্চ করলো। এই নেকব্যান্ডটির বাহ্যিক বডি মেটাল এবং সিলিকনের সংমিশ্রণে ডিজাইন করা হয়েছে। বিশেষত্বের কথা বললে এতে, ১০ মিমি ড্রাইভার, ব্লুটুথ ভি৫.০ কানেক্টিভিটি, ডেডিকেটেড পাওয়ার সুইচ, কুইক চার্জ এবং ডুয়েল কানেক্টিভিটির মতো ফিচার সামিল থাকছে। সর্বোপরি, Lava Probuds N1 ৩০ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করবে, বলে নিশ্চিত করা হয়েছে। আর দামের দিক থেকেও এটি যথেষ্ট সাশ্রয়ী।

Lava Probuds N1 দাম ও লভ্যতা

লাভা প্রোবাডস এন১ ইয়ারফোনের দাম রাখা হয়েছে ১,৪৯৯ টাকা। বেরি ব্লু এবং চারকোল গ্রে কালারের সাথে আসা এই অডিও ডিভাইস লাভার ই-স্টোর ও অ্যামাজনের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে কেনা যাবে।

Lava Probuds N1 স্পেসিফিকেশন, ফিচার

লাভা প্রোবাডস এন১ ওজনে হালকা এবং এটি ম্যাগনেটিক ইয়ারবাড সহ এসেছে। ফলে ইউজাররা এই অডিও গ্যাজেটকে স্বাচ্ছন্দ্যের সাথে দীর্ঘক্ষণ পরিধান করে থাকতে পারবেন। আবার, বাডে থাকা ইয়ার কনট্যুরগুলি যাতে কানে ভালো ভাবে ফিট হয় এবং সহজে পড়ে না যায়, তার জন্য নেকব্যান্ডটিকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়েছে বলে লাভা জানিয়েছে। এর বডিতে থাকা কন্ট্রোল প্যানেলে একটি ডেডিকেটেড পাওয়ার সুইচ আছে, যা ব্যবহার করে ডিভাইসটিকে অন বা অফ করা যাবে।

Lava Probuds N1 ইয়ারফোনে ডুয়েল কানেক্টিভিটি ফিচার বর্তমান। এই ফিচারের দৌলতে ইউজাররা একই সঙ্গে দুটি ডিভাইসকে ইয়ারফোনের সাথে কানেক্ট করতে পারবেন। ডিপ ব্যাস ও সুপিরিয়র কোয়ালিটির সাউন্ড সরবরাহের জন্য থাকছে দুটি ১০ মিমি দৈর্ঘ্যের ড্রাইভার। আবার, দ্রুত কানেকশনের জন্য এতে রয়েছে ব্লুটুথ ভি৫.০। এছাড়া, ইনকামিং ভয়েস কলের জন্য ভাইব্রেশন অ্যালার্টও পাঠাবে এই নেকব্যান্ডটি।

পাওয়ার ব্যাকআপের কথা বললে, Lava Probuds N1 -এ ২২০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৩০ ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক টাইম এবং ২০০ ঘন্টার স্ট্যান্ডবাই টাইম অফার করবে। এটি ফাস্ট চার্জিং ফিচার সহ এসেছে, যা মাত্র ২০ মিনিটের স্বল্প চার্জে ৮ ঘন্টা পর্যন্ত একে সক্রিয় রাখবে। পরিশেষে, Lava Probuds N1 জল এবং ঘাম প্রতিরোধী আইপি রেটিং প্রাপ্ত। ফলে এটি ইনডোরের পাশাপাশি আউটডোরেও ব্যবহার করা যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন