দাম ১৫০০ টাকার অনেক কম, Lava Probuds N2 ইয়ারফোন ভারতে লঞ্চ হল

আজ, অর্থাৎ সোমবার ভারতে আত্মপ্রকাশ করল নেকব্যান্ড স্টাইলের Lava Probuds N2 ওয়্যারলেস ইয়ারফোন। দুটি কালারে পাওয়া যাবে এই ব্লুটুথ ইয়ারফোনটি। এটি ১০এমএম ডাইনামিক ড্রাইভারের সাথে এসেছে, যা উন্নত মানের বেস দিতে সক্ষম। Lava Probuds N2 ইয়ারফোনটিতে রয়েছে ডুয়েল কানেক্টিভিটি অর্থাৎ এটিকে একই সঙ্গে দুটি ডিভাইসের সঙ্গে যুক্ত করা যাবে। এছাড়া এতে একটি ম্যাগনেটিক লক উপস্থিত, সাথে আছে ১১০ এমএএইচ ব্যাটারি।ইয়ারফোনটি IPX4 রেটিং প্রাপ্ত হওয়ায় এটি সহজেই ঘাম এবং জল থেকে সুরক্ষিত থাকতে পারে। চলুন দেখে নেওয়া যাক Lava Probuds N2 ইয়ারফোনের দাম, ও সমস্ত ফিচার।

Lava Probuds N2 ইয়ারফোনের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে লাভা প্রোবাডস এন২ ইয়ারফোনের দাম ধার্য হয়েছে ১,১৯৯ টাকা। টিলগ্রীন এবং মিডনাইট ব্ল্যাক এই দুটি কালার অপশনে বেছে নেওয়া যাবে ইয়ারফোনটিকে। লাভা প্রোবাডস এন২ লাভা স্টোর এবং জনপ্রিয় ই-কমার্স সাইট অ্যামাজন ও ক্লিপকার্ট থেকে কেনা যাবে। এছাড়া কোম্পানির নিজস্ব অফলাইন স্টোরেও ইয়ারফোনটি পাওয়া যাবে। ইয়ারফোনটির সাথে কোম্পানির তরফে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেওয়া হচ্ছে।

Lava Probuds N2 ফিচার ও স্পেসিফিকেশন

লাভা প্রোবাডস এন২ ওয়্যারলেস ইয়ারফোনটি ৩এমএম ড্রাইভারের সাথে এসেছে, যার ফ্রিকুয়েন্সি রেসপন্স রেঞ্জ কুড়ি থেকে কুড়ি হাজার হার্টজ। সংস্থার দাবি, সিলিকনের তৈরি এরগণমিক ডিজাইনের হেডফোনটি খুবই হালকা ওজনের। অনেকক্ষণ ধরে ব্যবহার করলেও খুব স্বাচ্ছন্দের সঙ্গে যাতে ঘাড়ে আটকে থাকে তার জন্য লাভা প্রোবাডস এন২ তে রয়েছে ম্যাগনেটিক লক। উল্লেখ্য, ছোট ও বড় উভয় সাইজের পাওয়া যাবে এর ইয়ারপ্লাগগুলি এবং নির্দিষ্ট আকার অনুযায়ী কানে ফিট থাকার জন্য এটি পূর্ব পরীক্ষিত।

পাশাপাশি ইয়ারফোনটিতে একটি ইনবিল্ট প্যানেল কী রয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই কল এবং মিউজিক প্লেব্যাক কন্ট্রোল করতে পারেন। কানেক্টিভিটির জন্য এতে সামিল রয়েছে ব্লুটুথ ভি৫ এবং এটি ডুয়েল কানেক্টিভিটি সাপোর্ট করে, অর্থাৎ একই সঙ্গে দুটি ডিভাইসে এটি কানেক্ট করা যায়। এছাড়া এতে রয়েছে ইনকামিং কল অ্যালার্ট। ঘাম এবং জল থেকে সুরক্ষিত রাখার জন্য হেডফোনটি আইপিএক্স ৪ রেটিংয়ের সাথে এসেছে ।

নয়া Lava Probuds N2 নেকব্যান্ড স্টাইলের ইয়ারফোনে দেওয়া হয়েছে ১১০ এমএএইচ ব্যাটারি, যা ফুল চার্জ করতে একশো কুড়ি মিনিট সময় লাগবে। সংস্থার দাবি, একবার চার্জে ইয়ারফোনটি ১২ ঘণ্টা পর্যন্ত এবং মাত্র কুড়ি মিনিট চার্জে ৪ ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক দিতে সক্ষম। ইয়ারফোনটির ওজন মাত্র ২৫ গ্রাম।