15 মিনিটের চার্জে দৌড়বে 150 কিমি, ভারতীয় সংস্থার আশ্চর্য ব্যাটারিতে এবার ইলেকট্রিক গাড়ি রাস্তায় নামবে

বিশ্বজুড়ে বৈদ্যুতিক যানবাহন নিয়ে যতই আলোচনা হোক না কেন এই ধরনের গাড়ি কিনতে অনিচ্ছার প্রধান কারণ চার্জ করতে অত্যাধিক সময় ব্যয়। প্রথাগত জ্বালানি চালিত দু’চাকা বা চার চাকা গাড়ির ট্যাঙ্কে তেল ভরা কয়েক সেকেন্ডের ব্যাপার। কিন্তু ব্যাটারি চালিত গাড়ি সম্পুর্ণ চার্জ করতে ঘন্টার পর ঘন্টা লেগে যায়। তবে আধুনিক প্রযুক্তির কাছে অসাধ্য কিছুই নয়‌।

বেঙ্গালুরুর স্টার্টআপ সংস্থা Log 9 Materials তাদের ব্যাটারি প্যাক মাত্র ১৫ মিনিটেই সম্পূর্ণ চার্জ হয় বলে দাবি করছে অনেক দিন ধরেই। Rapid X নামক সেই ব্যাটারি প্যাকটি বেঙ্গালুরুর এক মেলায় এ দিন সর্বসাধারণের সামনে আনা হয়েছে। দুই, তিন, ও চার চাকার বিদ্যুৎচালিত গাড়ির জন্যও ব্যাটারি প্যাক দেখিয়েছে তারা। তাদের ব্যাটারি দিয়ে এবার খুব শীঘ্রই বৈদ্যুতিক যানবাহন দেশের রাস্তায় নামবে।

log9 materials fast charging Battery

ইতিমধ্যেই হায়দ্রাবাদ কেন্দ্রিক Gravton তাদের Quanta ইলেকট্রিক বাইকে Log9-এর ওই ব্যাটারি ব্যবহার করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। নতুন Rapid X ব্যাটারিটি ০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত চার্জ করতে সময় লাগে মাত্র ১৫ মিনিট। সম্পূর্ণ চার্জে ১৫০ কিমি রেঞ্জ পাওয়া যাবে বলে কোম্পানির আশা। এই নিয়ে একটি  পাইলট প্রজেক্ট চলছে এবং খুব শীঘ্রই দেশের অন্যান্য প্রান্তে প্রকল্পটির বিস্তার ঘটানো হবে।

ইউরোপের মত দেশে তিন চাকার যানবাহন অর্থাৎ ট্রাইকের ব্যবহার চোখে পড়লেও আমাদের দেশে এখনো পর্যন্ত তা দেখা যায় না। তবে এবার দেশীয় স্টার্টআপ eBikeGo আমাদের দেশে Velocipedo নামক তিন চাকার ট্রাইক আনতে চলেছে। আর এই সংস্থার সঙ্গেও ব্যাটারি সরবরাহকারী হিসাবে চুক্তিবদ্ধ হয়েছে Log9 Materials। এছাড়াও, Jitendra EVHero Electric -এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে তারা।