কেউ দু’য়ে আটকে, আবার কেউ পঞ্চাশও পার করেনি, গত মাসে সবচেয়ে কম বিক্রিত বাইকের তালিকা

একটি সংস্থার প্রতিটি মডেল যে বাজারে হিট করবে আর রেকর্ড সেলস উপহার দেবে, তেমনটা ভাবা ভুল। অনেক সময় ভাল বাইকও কম বিক্রি হয়। এবং তার পিছনে দাম, ইউটিলিটির মতো ফ্যাক্টরও কাজ করে। গত মাসে সবচেয়ে কম বিক্রিত বাইকের তালিকায় প্রথম স্থানে Yamaha FZ 25 রেঞ্জ। ডিসেম্বরে ২৫০ সিসির এই বাইকের মাত্র ২টো মডেল বিক্রি হয়েছে এদেশে।

দ্বিতীয় স্থানে Husqvarna Svartpilen 250 ও Vitpilen 250। একত্রে যারা Husqvarna 250 Twins নামে পরিচিত। এই ইউনিক লুকিং বাইকদ্বয়ের মাত্র ৪৮ ইউনিট গত মাসে বিক্রি হয়েছে। KTM 390 সিরিজের মোটরসাইকেল তৃতীয় স্থানে। 390 Duke, RC 390, ও 390 Adventure-এর সম্মিলিত ভাবে বিক্রির সংখ্যা ১৫৯ ইউনিট।

Kawasaki-র সবচেয়ে সস্তা স্পোর্টস বাইক Ninja 300 এই তালিকায় চতুর্থ স্থানে। ডিসেম্বরে ১৭৪টি বিক্রি হয়েছে। Suzuki Gixxer 250-এর সেল প্রায় দু’শো ছুঁইছুই। ১৯৮ জন নতুন ক্রেতা বাইকটি বাড়ি নিয়ে এসেছেন। এরপরেই টিভিএস-এর ফ্ল্যাগশিপ স্পোর্টস বাইক Apache RR 310। বিক্রি হয়েছে ৩৩৯টি। সপ্তম ও অষ্টম স্থানে Bajaj Avenger Cruise 220 এবং Bajaj Dominar 400। যথাক্রমে ৪১৪ ও ৫৮৮টি বিক্রি হয়েছে।

উল্লেখ্য, গত মাসে Honda Hornet 2.0, X-Blade, এবং Suzuki Intruder 150 বাইকের একটা ইউনিটও বিক্রি হয়নি বলেই জানা গিয়েছে। তবে ডিসেম্বরে হর্নেটের ট্যুরার ভ্যারিয়েন্ট CB200X-এর ৯১৯ ইউনিট বিক্রি হয়েছে।