Honda-র এই বাইকের মাছি তাড়ানোর দশা, নভেম্বরে সারা দেশে কিনলেন মাত্র একজন

এক মাসে সারা দেশে একটি মোটরসাইকেলের যেমন ১০ হাজার ইউনিট বিক্রি হতে পারে, তেমনই মাত্র ১ ইউনিট বিক্রি হলেও চমকে ওঠার মতো কিছু নয়। TVS Raider 125-এর সঙ্গে প্রথমটি ঘটলেও, Honda Hornet 2.0-এর সাথে কিন্তু দ্বিতীয়টাই হয়েছে। নভেম্বরে হন্ডার এই প্রিমিয়াম কমিউটার মোটরসাইকেল সারা দেশে মাত্র একজন ক্রেতা খুঁজে পেয়েছে। এর ফলে নভেম্বরে ভারতে সবচেয়ে কম বিক্রি হওয়া মোটরসাইকেলের তালিকায় Honda Hornet 2.0 এহ অপ্রতিরোধ্য গতিতে এক নম্বর স্থানে উত্থান ঘটেছে।

দ্বিতীয় স্থানে জায়গা পেয়েছে Yamaha FZ 25৷ নভেম্বরে এই কোয়ার্টার লিটার (২৫০ সিসি) নেকেড মোটরসাইকেলের মাত্র ১৪ ইউনিট এ দেশে বিক্রি হয়েছে। তিন নম্বরে সুজুকির ক্রুজার বাইক Intruder। প্রতি মাসের মতো নভেম্বরেও হতাশাজনক পারফরম্যান্স বাইকটির। গত মাসে সারা ভারতে মাত্র ১৬টি Suzuki Intruder বিক্রি হয়েছে।

দুই সংখ্যার ঘর থেকে এবার সোজা তিন সংখ্যার ঘরে। নভেম্বরে মোট ১৬২ জন গ্রাহক কাওয়াসাকির এন্ট্রি-লেভেল স্পোর্টস বাইক Ninja 300 গ্যারাজে তুলেছেন। উল্লেখ্য, জানুয়ারি থেকেই Kawasaki Ninja 300-এর দাম ৬ হাজার টাকা বাড়ছে৷ নতুন দাম হবে ৩ লক্ষ ২৪ হাজার টাকা।

Kawasaki Ninja 300-এর চেয়ে ২৩ ইউনিট বেশি বিক্রি হয়েছে Suzuki Gixer 250-এর। নভেম্বরে সারা ভারতে ১৮৫ জন গ্রাহক সুজুকির ২৫০ সিসি এই বাইক ঘরে তুলেছেন। এটা গেল গত মাসে ভারতে সবচেযে কম বিক্রিত পাঁচটি মোটরসাইকেল নিয়ে কথা শেষ হল। এবার পরের পাঁচের প্রসঙ্গে আসা যাক।

তালিকায় ষষ্ঠ ও সপ্তম স্থানে জায়গা করে নিয়েছে KTM Duke 390 ও Husqvarna 250 twins। এদের যথাক্রমে ২৪৮ ও ৩২৮ ইউনিট বিক্রি হয়েছে। অস্টম ও দশম স্থানে রয়েছে TVS Apache RR 310 (৩২৭ ইউনিট) ও Bajaj Dominor 400 (৫৪০)৷ দু’টোই হাই-এন্ড বাইক। অন্য দিকে, এই তালিকায় ইলেকট্রিক টু-হুইলারের বাজারের একমাত্র প্রতিনিধি (নবম) Bajaj Chetak। বিক্রি হয়েছে ৫১১ ইউনিট।