Lenovo Legion 7i, Legion 5i ও Legion 5i Pro ইন্টৈলের টাইগার লেক এইচ প্রসেসর সহ লঞ্চ হল

Lenovo -এর Legion সিরিজের প্রিমিয়াম গেমিং ল্যাপটপগুলি ইতিমধ্যেই গেমারদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। আর সেকারণেই, সংস্থাটি সম্প্রতি, Legion সিরিজের অন্তর্গত Legion 7i, Legion 5i, এবং Legion 5i Pro মডেল তিনটিকে ১১তম প্রজন্মের ইন্টেল কোর এইচ-সিরিজ মোবাইল প্রসেসরের (Intel 11th Gen Core Tiger Lake-H processors) সাথে আপগ্রেড করে নিয়ে আসার কথা ঘোষণা করেছে। এই নতুন আপডেটেড মডেলগুলি, উইন্ডোজ ১০, থান্ডারবোল্ট ৪ সাপোর্ট এবং ওয়াই-ফাই ৬ কানেক্টিভিটির সাথে এসেছে। এছাড়া, গেমিং ল্যাপটপগুলি চালিত হবে Nvidia GeForce RTX laptop জিপিইউ দ্বারা, যা সর্বশেষতম Nvidia GeForce RTX 3050 Ti ও GeForce RTX 3050 -এর সাথে সজ্জিত। আসুন Lenovo -এর এই মডেলগুলির দাম ও স্পেসিফিকেশন বিশদে জেনে নেওয়া যাক।

Lenovo Legion 7i, Legion 5i, Legion 5i Pro ল্যাপটপ দাম ও লভ্যতা :

স্ট্রম গ্রে কালার ভ্যারিয়েন্টের সাথে আসা লেনোভো লিজিয়ন ৭আই মডেলটির দাম শুরু হচ্ছে ১,৭৬৯.৯৯ ডলার (প্রায় ১,৩০,০০০টাকা) থেকে। লেনোভো লিজিয়ন ৫আই প্রো (স্টিনগ্রে ওয়াইট, স্ট্রম গ্রে) মডেলটির প্রারম্ভিক মূল্য ১,৩২৯.৯৯ ডলার (প্রায় ৯৭,৭০০টাকা)। এই ২টি মডেলই চলতি বছরের দ্বিতীয় কোয়ার্টারে, অর্থাৎ, জুন-জুলাই থেকে বাজারে উপলব্ধ হবে। অন্যদিকে, লেনোভো লিজিয়ন ৫আই মডেলটির দাম ৯৬৯.৯৯ ডলার (প্রায় ৭১,৩০০টাকা) থেকে শুরু হচ্ছে। ফ্যান্টম ব্লু ও স্টিনগ্রে হোয়াইট কালার ভ্যারিয়েন্টের সাথে উপলব্ধ এই মডেলটি জুলাই মাস থেকে পাওয়া যাবে।

Lenovo Legion 7i এর স্পেসিফিকেশন :

লেনোভো লিজিয়ন ৭আই ল্যাপটপটিতে ২,৫৬০x১,৬০০ পিক্সেল রেজুলেশন যুক্ত ১৬ ইঞ্চির WQXGA আইপিএস (IPS) ডিসপ্লে রয়েছে। এর ডিসপ্লের রিফ্রেশ রেট ১৬৫ হার্টজ। এছাড়া অন্যান্য ডিসপ্লে ফিচারের মধ্যে থাকছে, ৩এমএস রেসপন্স টাইম, ১০০ শতাংশ sRGB কভারেজ, ১৬:১০ আসপেক্ট রেশিও, ডলবি ভিশন এবং Nvidia G-Sync সাপোর্ট। স্ক্রিনে দেখানো ছবি বা ভিডিওর রঙকে আরো প্রাণবন্ত করে তুলতে রয়েছে, VESA সার্টিফায়েড ডিসপ্লে।

ল্যাপটপটি ১১ তম প্রজন্মের ইন্টেল কোর i9-11980HK প্রসেসর এবং সর্বাধিক ১৬৫ ওয়াট পাওয়ার যুক্ত ১৬জিবি GDDR6 ভি-র‌্যাম সহ Nvidia GeForce RTX 3080 ল্যাপটপ জিপিইউ ভার্সন অবধি আপগ্রেড করা যাবে। লেনোভো লিজিয়ন ৭আই ল্যাপটপটি এসেছে ৩২জিবি DDR4 র‌্যাম এবং ২ টেরাবাইট PCIe এসএসডির সাথে। অপারেটিং সিস্টেম হিসাবে এতে থাকছে উইন্ডোজ ১০ প্রো।

অডিও ফ্রন্টের কথায় আসলে এই ল্যাপটপটিতে পাওয়া যাবে, দুটি ২ ওয়াটের সুপার লিনিয়ার (super linear) স্পিকার সিস্টেম এবং নাহিমিক অডিও (Nahimic Audio) সহ স্মার্ট অ্যাম্প (amp)। কানেক্টিভিটির জন্য ইউজাররা পেয়ে যাচ্ছেন, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ভি৫.১ সাপোর্ট, দুটি থান্ডারবোল্ট ৪ পোর্ট, একটি ইউএসবি ৩.২ জেনার ১ টাইপ-সি পোর্ট, তিনটি ইউএসবি টাইপ-এ ৩.২ জেনার ১ পোর্ট, একটি এইচডিএমআই ২.১ পোর্ট, একটি ৩.৫ মিমি অডিও জ্যাক এবং একটি ইথারনেট (Ethernet) জ্যাক।

তদুপরি, ২.৫কেজি ওজনের এই আপডেটেড গেমিং ল্যাপটপটিতে থাকছে একটি শক্তিশালী ব্যাটারি। যা টানা ৮ ঘন্টা অবধি ডিভাইসটিকে সক্রিয় রাখবে, বলে দাবি লেনেভো সংস্থার।

Legion 5i, Legion 5i Pro ল্যাপটপ স্পেসিফিকেশন :

লেনোভো লিজিয়ন ৫আই মডেলটি ১৫.৬ ইঞ্চি ও ১৭ ইঞ্চির দুটি ডিসপ্লে স্ক্রিন ভ্যারিয়েন্টে উপলব্ধ। অন্যদিকে, লেনোভো লিজিয়ন ৫আই প্রো মডেলটিতে ১৬ ইঞ্চি ডিসপ্লে দেখা যাবে। এই তিনটি মডেলই উইন্ডোজ ১০ প্রো অপারেটিং সিস্টেমে চলবে।

১৫.৬ ইঞ্চির লিজিয়ন ৫ আই মডেলটি, ২,৫৬০x১,৪৪০ পিক্সেল রেজুলেশন যুক্ত একটি WQXGA আইপিএস (IPS) ডিসপ্লে সহযোগে এসেছে। এছাড়া ডিসপ্লে ফিচারে থাকছে, ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট, ৩এমএস রেসপন্স টাইম, ১০০ শতাংশ sRGB কভারেজ, ৩০০নিট অবধি পিক ব্রাইটনেস, ডলবি ভিশন এবং Nvidia G-Sync সাপোর্ট। ১৭ ইঞ্চির অপর মডেলটিতে পাওয়া যাবে, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ১,৯২০x১,০৮০ পিক্সেল রেজুলেশনের ফুল-এইচডি আইপিএস (IPS) ডিসপ্লে। ভিডিওর গুণমান বাড়াতে এতে রয়েছে ৭২ শতাংশ এনটিএসসি (NTSC) কভারেজও।

অন্যদিকে লেনোভো লিজিয়ন ৫আই প্রো মডেলটি, ১৬৫ হার্জ রিফ্রেশ রেট যুক্ত ১৬ ইঞ্চির WQXGA আইপিএস (IPS) ডিসপ্লে সহযোগে এসেছে। এর রেজুলেশন ২,৫৬০x১,৬০০ পিক্সেল। অন্যান্য ডিসপ্লে ফিচারের মধ্যে রয়েছে, VESA সার্টিফিকেশন, ৫০০ নিট ব্রাইটনেস, লো ব্লু লাইট – টিইউভি (TUV) সার্টিফিকেশন এবং ১৬:১০ আসপেক্ট রেশিও।

পারফরম্যান্সের কথা বললে, এই তিনটি মডেলকে ১১ তম প্রজন্মের ইন্টেল কোর i7-11800H সিপিইউ এবং ৮ জিবি GDDR6 ভি-র‌্যাম সহ Nvidia GeForce RTX 3070 ল্যাপটপ জিপিইউ ভার্সন অবধি আপগ্রেড করা সম্ভব। তবে আগেই জানিয়ে রাখি, জিপিইউ পাওয়ার আউটপুট নির্ভর করছে মডেলের ক্যাপাসিটির ওপর। স্টোরেজের প্রসঙ্গে বললে, লেনোভো লিজিয়ন ৫ আই এবং লিজিয়ন ৫ আই প্রো ল্যাপটপ দুটিতে ৩২জিবি পর্যন্ত DDR4 র‌্যাম পাওয়া যাবে। যেখানে লেজিওন ৫ আই -এর ১৭ ইঞ্চির মডেলেটি ১৬ জিবি DDR4 র‌্যাম সহ এসেছে। লিজিয়ন ৫ আই ল্যাপটপের ১৫.৬ ইঞ্চির মডেলে ২ টেরাবাইট M.2 NVMe PCIe এসএসডি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ কনফিগার করা যাবে। তবে বাকি দুটি ল্যাপটপের ক্ষেত্রে গেমাররা, ১ টেরাবাইট PCIe এসএসডি জেন ১ পর্যন্ত স্টোরেজ বাড়াতে পারবেন।

সাউন্ড সিস্টেম হিসাবে, দুটি ২ ওয়াট ক্যাপাসিটির অডিও স্পিকার থাকছে মডেল তিনটিতে। এছাড়া, লেনোভোর পূর্ববর্তী লিজিয়ন ৭আই ল্যাপটপটির সমস্ত কানেক্টিভিটি সাপোর্ট এই তিনটি ল্যাপটপেও থাকছে। তবে, লিজিয়ন ৫ আই -এর ১৭ ইঞ্চির মডেলে অতিরিক্ত কানেক্টিভিটি হিসাবে একটি কার্ড রিডার (card reader) স্লট পাওয়া যাবে। উক্ত তিনটি আপডেটেড গেমিং ল্যাপটপ ৮ ঘন্টা অবধি ব্যাটারি লাইফ সরবরাহ করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন