ইলন মাস্কের কোম্পানির সাথে হাত মিলিয়ে পরিষেবা দেবে Vodafone Idea? মুখ খুললো সংস্থা

ইউকে ভিত্তিক Vodafone ২০১৮ সালে আদিত্য বিড়লা গোষ্ঠী Idea-র সাথে গাঁটছড়া বেঁধে ভারতে Vodafone Idea নামে তাদের পরিষেবা দিতে শুরু করে

টেলিকম অপারেটরগুলি গ্রাহকদের বিভিন্ন পরিষেবা দেওয়ার জন্য প্রায়শই বিভিন্ন সংস্থার সাথে অংশীদারিত্ব করছে। সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছিল যে, মার্কিন ধনকুবের ও টেসলার মালিক ইলন মাস্কের স্যাটেলাইট ইউনিট Starlink-এর সাথে এবার একটি চুক্তি স্বাক্ষর করতে চলেছে ভারতীয় টেলিকম সংস্থা Vodafone Idea। আর এই খবরের পরই সংস্থার শেয়ার দর ঊর্ধ্বমুখী হতে শুরু করেছিল। যদিও, এই প্রসঙ্গে সংস্থার তরফ থেকে কিছু জানানো হয়নি। তবে এবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মুখ খুলল Vodafone Idea।

মঙ্গলবার সংস্থাটি জানিয়েছে, তারা ইলন মাস্কের স্টারলিঙ্ক-এর সাথে কোনো রকম চুক্তি নিয়ে আলোচনা করছে না। যদিও এর আগে একটি রিপোর্টে দাবি করা হয়েছিল, ভোডাফোন আইডিয়ার শেয়ার কিনতে চায় ইলন মাস্ক। আর এই রিপোর্ট প্রকাশের পরে খুবই দ্রুত বেড়ে যায় ভোডাফোন আইডিয়া শেয়ার দর।

এই ঘটনার পর বোম্বে স্টক এক্সচেঞ্জ-এর তরফ থেকে ভোডাফোন আইডিয়ার কাছে জানতে চাওয়া হলে, এর উত্তরে সংস্থাটি জানায় যে, উক্ত পার্টির সঙ্গে তারা কোনো চুক্তি প্রসঙ্গে আলোচনা করছে না। উল্লেখ্য, এই খবরের পর পুনরায় কমতে শুরু করে ভোডাফোন আইডিআর শেয়ার দর।

প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার রিপোর্টটি প্রকাশিত হওয়ার পর ভোডাফোন আইডিয়ার শেয়ার দর এক লাফে ২১ শতাংশ বেড়ে যায়। আবার সোমবারও সংস্থার শেয়ার ৬ শতাংশ বৃদ্ধি পায়। তবে মঙ্গলবার টেলকোটির বক্তব্যের পর ৫ শতাংশ দর কমে যায়।

ইউকে ভিত্তিক Vodafone ২০১৮ সালে আদিত্য বিড়লা গোষ্ঠী Idea-র সাথে গাঁটছড়া বেঁধে ভারতে Vodafone Idea নামে তাদের পরিষেবা দিতে শুরু করে। এদিকে আবার Vodafone Idea ইউরোপ এবং আফ্রিকাতে ইন্টারনেট পরিষেবা প্রদানের জন্য Amazon.com-এর কুইপারের সাথে চুক্তি বদ্ধ। যেটি ইলন মাস্কের স্টারলিঙ্কের প্রতিদ্বন্দ্বী সংস্থা।