1 জানুয়ারি Lenovo Legion Y90 গেমিং স্মার্টফোন 144Hz রিফ্রেশ রেটের সাথে আসছে

Published on:

১লা জানুয়ারি আত্মপ্রকাশ করতে চলেছে Lenovo-র গেমিং স্মার্টফোন, Lenovo Legion Y90। আজ কোম্পানির তরফে এই ফোনের লঞ্চের তারিখ নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি আপকামিং ফোনের স্ক্রিনের বিষয় কিছু তথ্য শেয়ার করা হয়েছে। Lenovo Legion Y90 শুরুতে চীনে লঞ্চ হবে। সম্প্রতি সংস্থার প্রোডাক্ট ম্যানেজার, লিন লিন এই ফোনটির তাপ নিয়ন্ত্রণ সম্পর্কিত তথ্য প্রকাশ করেছিলেন।

Lenovo Legion Y90 গেমিং স্মার্টফোনের স্ক্রিনের স্পেসিফিকেশন

জানা গেছে লেনোভো লিজিয়ন ওয়াই৯০ গেমিং ফোনটি অ্যামোলেড ডিসপ্লের সাথে আসছে। এতে থাকতে পারে ৬.৯২ ইঞ্চির ই৪ অ্যামোলেড প্যানেল, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ৭২০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করবে। আবার স্ক্রিনটি অ্যান্টি ব্লু লাইট আই প্রটেকশন সার্টিফিকেটপ্রাপ্ত হওয়ায় মোবাইলের স্ক্রিন থেকে বের হওয়া ক্ষতিকারক ব্লু লাইটকে কমাতে সক্ষম। এছাড়া সামনে এসেছে যে, নয়া গেমিং স্মার্টফোনটি ডবল ইঞ্জিন টেকনোলজিযুক্ত এবং ফোনটিতে নিজস্ব কুলিং ফ্যান থাকবে। পূর্বসুরী লিজিয়ান ফোন ২ প্রো-র মতো এতেও ডবল টার্বো ফ্যান সুপারচার্জড লিকুইড কুলিং সিস্টেম দেওয়া হবে।

এখানে বলে রাখি, পূর্ববর্তী টিজারে লিন লিন জানিয়েছিলেন, ব্যবহারকারীরা এই ফোনে কুড়ি মিনিট ১২২ এফপিএস স্পিডে গেম খেলার পরও ফোনটি ঠান্ডা থাকবে। ফোনের ডবল ইঞ্জিন এয়ারকুলিং ফিচারের জন্য এর তাপমাত্রা থাকবে ৩৮.৯ ডিগ্রিতে। পরীক্ষামূলক ভাবে লেনোভোর এই গেমিং ফোনটিতে ৩০ মিনিট ধরে ৯০ হার্টজের কমে অনলাইন মোবাইল গেম ‘ ওনার অফ কিংস’ খেলে দেখা হয়েছে। তাতেও ডিভাইসটির উত্তাপ ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

Lenovo Legion Y90 স্মার্টফোনের ফিচার (সম্ভাব্য)

রিপোর্ট অনুযায়ী, লেনোভো লিজিয়ন ওয়াই৯০ গেমিং ট্যাব কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ এসওসি দ্বারা চালিত হতে পারে। এতে পাওয়া যেতে পারে আইপিডিডিআর৫ র‍্যাম এবং ইউএফএস ৩.১ স্টোরেজ।

এই আসন্ন স্মার্টফোনটি ছাড়াও সংস্থাটি সম্প্রতি লিজিয়ন ব্র্যান্ডের আরেকটি গেমিং ফোন টিজ করেছে, যার নাম Lenovo Legion Y700। অনুমান করা হচ্ছে, এটি ৮.৮ ইঞ্চি ডিসপ্লের সাথে আসবে, যার রেজিলিউশন ২৫৬০x ১৬০০ পিক্সেল। লিজিয়ন ব্র্যান্ডের হওয়া সত্বেও এর স্ক্রিনের রিফ্রেশ রেট থাকবে ১২০ হার্টজ। Legion Y90 স্মার্টফোনের মত Legion Y700 গেমিং ট্যাবলেটটি স্ন্যাপড্রাগন ৮৮৮ এসওসি দ্বারা চালিত হতে পারে।

সঙ্গে থাকুন ➥