Lenovo Smart Clock 2: শুধু সময় দেখানো নয়, লেনোভোর আধুনিক ঘড়ির গুন আপনাকে অবাক করবে

Published on:

Lenovo India আজ লঞ্চ করল তাদের নয়া Smart Clock 2। এটি একটি ইন্টেলিজেন্ট হোম সলিউশন, যার মাধ্যমে ব্যবহারকারীরা নিজের বাড়িতে শুধুমাত্র ভয়েস কমান্ডের মাধ্যমে তাদের স্মার্ট ডিভাইসগুলিকে নিয়ন্ত্রণ করা থেকে শুরু করে গান শোনা এমনকি তাদের কাজকর্মের গতিবিধিকেও পরিচালনা করতে পারবেন। শুধু তাই নয়, Lenovo Smart Clock 2 একটি ওয়্যারবল চার্জিং ডকের সাথে এসেছে, যাতে একসাথে অনেকগুলো ডিভাইসকে চার্জ দেওয়া যাবে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক নয়া স্মার্ট ক্লকের দাম ও স্পেসিফিকেশন।

Lenovo Smart Clock 2-এর দাম ও লভ্যতা

লেনোভো স্মার্ট ক্লক ২-এর দাম ধার্য করা হয়েছে ৬,৯৯৯ টাকা। ৭ জানুয়ারি থেকে সংস্থার নিজস্ব ওয়েবসাইট ছাড়া ই-কমার্স সাইট ফ্লিপকার্ট, রিলায়েন্স ডিজিটাল এবং লেনোভোর অফলাইন রিটেল স্টোরে হিথর গ্রে কালারে স্মার্ট ক্লকটি কেনা যাবে।

Lenovo Smart Clock 2 এর ফিচার ও স্পেসিফিকেশন

লেনোভো স্মার্ট ক্লক ২-এর ফিচার প্রসঙ্গে বলতে গেলে এটি ৪ ইঞ্চি কালার টাচ স্ক্রিন ডিসপ্লে এবং ফেব্রিক সফ্ট টাচ কভারের সাথে এসেছে। এর ডিসপ্লেতে সময়, আবহাওয়ার পাশাপাশি ব্যবহারকারীর পছন্দসই ফটো ক্লকফেস হিসাবে দেখা যাবে, অর্থাৎ ফোনের গুগল ফটো অ্যালবামকে স্মার্ট ক্লকের সাথে যুক্ত করে সেগুলিকে ক্লকফেস হিসাবে ব্যবহার করা যাবে।

এছাড়া এই স্মার্ট ক্লকে গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করবে। ফলে ব্যবহারকারী দৈনন্দিন কাজ হয়ে উঠবে আরো সহজ। সহজ ভাষায় বললে, ব্যবহারকারী তার ভয়েস কমান্ডের মাধ্যমে অ্যালার্ম এবং রিমাইন্ডার সেট করতে পারবেন, বাড়ি থেকে তৈরি হয়ে বাইরে বেরোনোর সময় ট্রাফিকের পরিস্থিতি সম্পর্কে জানতে পারবেন, বাড়ির অন্যান্য স্মার্ট ডিভাইস যেমন, টিভি, এসি, লাইট এই ক্লকের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন।

স্মার্ট ক্লকটির কানেক্টিভিটির অপশনে শামিল রয়েছে ব্লুটুথ ৪.২, ১ জিবি র‌্যাম, ৮ জিবি ফ্লাশ রোম, ভলিউম আপ এন্ড ডাউন বাটন এবং ১এক্স ফার ফিল্ড মাইক্রোফোন।

স্মার্ট ক্লকটির ওয়্যারলেস চার্জিং ডকের মাধ্যমে ব্যবহারকারীরা স্মার্ট ক্লকের সাথে দুটি অতিরিক্ত ডিভাইসকে চার্জ দিতে পারবেন। ফলে আলাদা করে অন্য কোনো চার্জার ব্যবহারের দরকার পড়বে না। এখানে বলে রাখি, চার্জিং ডকটি ফাস্ট চার্জিং সাপোর্টসহ এসেছে। তাই দ্রুত সবকটি ডিভাইস একসঙ্গে চার্জ হয়ে যাবে।

Lenovo Smart Clock 2 এর অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখযোগ্য হলো, এর চার্জিং ডকে নাইট লাইট উপস্থিত। এটি ঘুমের সময় কোনো রকম অসুবিধা না করেও উজ্জ্বল আলো দিতে সক্ষম। এছাড়া এতে উন্নত ফ্রন্ট ফায়ারিং স্পিকার রয়েছে, যার মাধ্যমে বিশ্রামের সময় ব্যবহারকারীরা তাদের প্রিয় গান, রেডিও, অডিও বুক, পডকাস্ট উপভোগ করতে পারবেন।

সঙ্গে থাকুন ➥