Lenovo Xiaoxin Pad Pro 12.6 Tablet প্রিমিয়াম ফিচার সহ লঞ্চ হল, কীবোর্ড ও স্টাইলাস সাপোর্ট করবে

গত কয়েক সপ্তাহ ধরে একের পর এক টিজার সামনে আসার পর অবশেষে লঞ্চ হল Lenovo Xiaoxin Pad Pro 12.6 প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ট্যাবলেট। এটি গতবছরে আসা Xiaoxin Pad Pro 2021 এর আপগ্রেড ভার্সন। নতুন এই ট্যাবলেটে রয়েছে ডলবি অ্যাটমস সাপোর্ট সহ জেবিএল ব্র্যান্ডেড স্পিকার, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়া Lenovo Xiaoxin Pad Pro 12.6 এসেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর, ডুয়েল রিয়ার ক্যামেরা ও ১০,২০০ এমএএইচ ব্যাটারির সাথে। আসুন এই ট্যাবলেটের দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Lenovo Xiaoxin Pad Pro 12.6 দাম ও লভ্যতা

Lenovo Xiaoxin Pad Pro 12.6 এর ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের দাম রাখা হয়েছে ৪,২৯৯ ইউয়ান (প্রায় ৫০,১০০ টাকা)। চীনে আগামী ১০ নভেম্বর থেকে এর সেল শুরু হবে এবং ওইদিন ৭০০ ইউয়ান ছাড় মিলবে। ট্যাবলেটটি অন্যান্য দেশে কবে আসবে তা এখনো জানা যায়নি।

Lenovo Pad Pro 12.6 এর সাথে Xiaoxin Stylus (2nd generation), Xiaoxin Pad Pro 12.6 Keyboard ও Protective Case লঞ্চ করা হয়েছে, যাদের দাম যথাক্রমে ৩৯৯ ইউয়ান (প্রায় ৪,৬৫০ টাকা), ৬৪৯ ইউয়ান (প্রায় ৭,৫০০ টাকা) ও ১১৯ ইউয়ান (প্রায় ১,৪০০ টাকা)।

Lenovo Xiaoxin Pad Pro 12.6 স্পেসিফিকেশন, ফিচার

Lenovo Xiaoxin Pad Pro 12.6 ট্যাবলেটে আছে ১২.৬ ইঞ্চি স্যামসাং ই৪ অ্যামোলেড ডিসপ্লে, যার রেজোলিউশন ২৫৬০ x ১৬০০ পিক্সেল, রিফ্রেশ রেট ১২০ হার্টজ ও টাচ স্যাম্পলিং রেট ৩৬০ হার্টজ। আবার এই ডিসপ্লে ৬০০ নিটস পিক ব্রাইটনেস, ডিসিআই পি৩ কালার গ্যামট সাপোর্ট করবে। TUV Rheinland Eyesafe সার্টিফিকেশন প্রাপ্ত এই ট্যাবের স্ক্রিন এইচডিআর ১০‌ প্লাস ও ডলবি ভিশন সাপোর্ট সহ এসেছে।

Lenovo Xiaoxin Pad Pro 12.6 ট্যাবলেটে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর। এটি ৮ জিবি র‌্যাম (LPDDR5) ও ২৫৬ জিবি স্টোরেজ (UFS 3.1) সহ পাওয়া যাবে। ট্যাবটি অ্যান্ড্রয়েড ১১ বেসড জেডইউআই ১৩ কাস্টম স্কিনে রান করবে।

ফটোগ্রাফির জন্য Lenovo Xiaoxin Pad Pro 12.6 ডুয়েল রিয়ার ক্যামেরা সহ এসেছে। এই ক্যামেরাগুলি হল ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ৫ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। আবার ফেস অথেন্টিকেশনের জন্য রয়েছে ToF সেন্সর।

এই ট্যাবলেটে ১০,২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যার সাথে কোয়ালকম কুইক চার্জ ৪.০ পাওয়ার অ্যাডপ্টার সহ ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। যদিও বক্সে ৩০ ওয়াট চার্জার পাওয়া যাবে।

Lenovo Xiaoxin Pad Pro 12.6 উপরে ও নীচে জেবিএল ব্র্যান্ডেড স্পিকার বর্তমান। আবার নীচে রয়েছে ইউএসবি ৩.১ জেনারেশন ২ টাইপ-সি পোর্ট। পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেড করা হয়েছে। আবার ভলিউম বাটন আছে ডান দিকে। বাম দিকে পোগো পিন কানেক্টর দেওয়া হয়েছে, যা ডুয়েল মোড (পিন + ব্লুটুথ) কীবোর্ড অ্যাক্সেসরির জন্য ব্যবহার করা যাবে। এছাড়া Xiaoxin Stylus (2nd generation) থাকবে রিয়ার ক্যামেরা ও লেনোভো ব্র্যান্ডিং এর মাঝে।