Lenovo আনছে Xiaoxin Pad Pro 2021 প্রিমিয়াম ট্যাব, দুর্দান্ত ডিসপ্লের সাথে থাকবে নজরকাড়া ফিচার

মাঝখানে বাজার খারাপ চললেও ট্যাবলেট সেগেমেন্টে যেন এখন ভাগ্যদেবতার সুনজর পড়েছে। ই-লার্নিং এবং ওয়ার্ক ফ্রম হোমের প্রয়োজনে সস্তা বিকল্প হিসেবে এখন অনেকেই ট্যাব কেনার পক্ষপাতী।…

মাঝখানে বাজার খারাপ চললেও ট্যাবলেট সেগেমেন্টে যেন এখন ভাগ্যদেবতার সুনজর পড়েছে। ই-লার্নিং এবং ওয়ার্ক ফ্রম হোমের প্রয়োজনে সস্তা বিকল্প হিসেবে এখন অনেকেই ট্যাব কেনার পক্ষপাতী। আর স্মার্টফোন ব্র্যান্ডগুলি এই সুযোগ হাতছাড়া করতে রাজী নয়। ট্যাবের বাজার ধরতে এবার Lenovo, Xiaoxin Pad Pro 2021 নামে একটি প্রিমিয়াম ট্যাবলেট লঞ্চ করবে বলে ঘোষণা করেছে। সেইসঙ্গে Lenovo আপকামিং ট্যাবলেটের কয়েকটি অফিসিয়াল স্পেসিফিকেশন সামনে এনেছে।

লেনোভোর অফিসিয়াল উইবো পোস্টে বলা হয়েছে, Xiaoxin Pad Pro 2021 ট্যাবলেট ৯০ হার্টজ ওলেড ডিসপ্লে সহ আসবে। এতে 2.5K রেজোলিউশন (২৫৬০x১৬০০ পিক্সেল), এইচডিআর ১০ ও ডলবি ভিশন সাপোর্ট করবে। আবার ডিসপ্লের সর্বোচ্চ ব্রাইটনেস ৬০০ নিটস। শুধু তাই নয়, স্ক্রিন থেকে নির্গত ক্ষতিকর আলো থেকে চোখকে রক্ষা করার জন্য ডিসপ্লেটি TUV Rheinland সার্টিফায়েড হবে।

এছাড়া, ট্যাবলেটে কোয়ালকমের ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর ব্যবহার করা হবে। এবং এটি খুব সম্ভবত আর্ম প্রসেসরের জন্য উইন্ডোজ ১০-এর মডিফায়েড ভার্সনে চলবে। টিজারে ট্যাবের চেহারার সাথে আবার আইপ্যাড প্রো-র মিল খুঁজে পাওয়া যাচ্ছে।

Lenovo Xiaoxin Pad Pro 2021 ট্যাবলেটে দুর্দান্ত সাউন্ডের জন্য কোয়াড স্পিকার সেটআপ থাকবে। এটি কত জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে, তা জানা যায়নি। যদিও স্টোরেজ বৃদ্ধি করার জন্য এতে মাইক্রো এসডি কার্ড সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য পাওয়ার বাটনের মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইন্টিগ্রেট করা থাকবে। সম্পূর্ণ স্পেসিফিকেশন জানার জন্য এখন শুধু ট্যাবটির লঞ্চ হওয়ার অপেক্ষা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন