চীন থেকে ভারতের নয়ডায় ম্যানুফ্যাকচারিং ইউনিট সরিয়ে আনলো Samsung

গত বছর থেকেই ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের বিরাগভাজন হয়েছে চীন; যার ফলে একদিকে চীনা কোম্পানিগুলি ব্যবসায় নানারকম বাধা পেয়েছে, আবার বিভিন্ন প্রযুক্তি সংস্থা তাদের ম্যানুফ্যাকচারিং প্রসেস, রিসার্চ সেন্টার ইত্যাদি চীন থেকে সরাতে তৎপর হয়ে উঠেছে। সেক্ষেত্রে এবার, দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স জায়ান্ট Samsung, চীন থেকে ভারতের উত্তরপ্রদেশের নয়ডায় তার ডিসপ্লে ম্যানুফ্যাকচারিং ইউনিটের স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন করলো। যদিও সংবাদমাধ্যম পিটিআই (PTI) এই বিষয়ে বলেছে যে, অনেক বেশি ফ্লেক্সিবল ইনভেস্ট পলিসি ও শিল্পের অনুকূল পরিবেশ পাওয়ার কারণেই, Samsung (স্যামসাং), নিজের ডিসপ্লে উৎপাদন ইউনিট ভারতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে স্থানান্তরের কারণ যাইহোক, জনপ্রিয় সংস্থার এই পদক্ষেপ ভারত সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচিতে সহায়তা করে, আরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করবে এবং উত্তরপ্রদেশকে একটি ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে গড়ে তুলবে বলে মনে হচ্ছে।

Samsung-এর নতুন প্ল্যান্ট, পুরোনো প্ল্যান্টের শক্তি বাড়াবে

উল্লেখ্য, এই নতুন প্ল্যান্টটি ছাড়াও নয়ডায় স্যামসাংয়ের ইতিমধ্যেই আরেকটি উৎপাদন কেন্দ্র রয়েছে যা ২০২০ সালে খোলা হয়েছিল। শুধু তাই নয়, এই প্ল্যান্টটিকে সমগ্র বিশ্বের মধ্যে ব্র্যান্ডের বৃহত্তম স্মার্টফোন উৎপাদন ইউনিট হিসাবে ঘোষণা করেছিল সংস্থাটি। এই স্মার্টফোন কারখানাটি প্রায় ৩৫ একর জমি জুড়ে অবস্থিত রয়েছে; তবে এখন এটি নতুন ডিসপ্লে উৎপাদন কেন্দ্রের পরিপূরক হবে।

Samsung কোনোভাবেই PLI স্কিমের সুবিধা নেবে না

এই প্রসঙ্গে বলে রাখি, স্যামসাংয়ের এই ম্যানুফ্যাকচারিং হাব ভারতের টেলিকম PLI (প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ) স্কিমের একটি অংশ হলেও, সংস্থাটি অন্য কোনোভাবে এই প্রোগ্রামে অংশগ্রহণ করবে না। আসলে দিন কয়েক আগেই ইটি (ET) টেলিকমের একটি রিপোর্ট থেকে জানা গিয়েছিল যে, সংস্থাটি টেলিকম PLI প্রকল্পের আওতায় থাকতে রাজি নয়।

আসলে এই স্যামসাং এখন টেলিকম পরিষেবার জন্য কেবল Reliance Jio-র সাথে ব্যবসা করছে। ফলত তারা এই খাতে নতুন বিনিয়োগ করার উৎসাহ পাচ্ছেনা। অন্যদিকে স্যামসাংয়ের PLI স্কিমের অংশীদার হওয়ার পেছনে আগ্রহ না থাকার আরো একটি কারণ হল এটির দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম এবং চীনে বিদ্যমান পর্যাপ্ত টেলিকম ইকুইপমেন্ট উৎপাদনের সুবিধা। সেক্ষেত্রে ভবিষ্যতে তারা, উল্লিখিত প্রকল্পের সাথে যুক্ত হতে পারে বলে জানিয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন