১৬ জিবি র‌্যাম ও ইন্টেল প্রসেসর সহ Lenovo আনল অল ইন ওয়ান Xiaoxin Pro 27 2024 AIO পিসি

Lenovo আজ চীনে অল ইন ওয়ান পিসি Xiaoxin Pro 27 2024 AIO লঞ্চ করল। আপনি যদি না জেনে থাকেন অল ইন পিসি কাকে বলে তাহলে…

Lenovo আজ চীনে অল ইন ওয়ান পিসি Xiaoxin Pro 27 2024 AIO লঞ্চ করল। আপনি যদি না জেনে থাকেন অল ইন পিসি কাকে বলে তাহলে বলি, এতে ডেস্কটপ কম্পিউটারের সমস্ত কম্পোনেন্ট উপস্থিত, যেমন এই পিসির সাথে পাবেন মনিটর, সিপিইউ, কীবোর্ড, মাউস ইত্যাদি। আসুন Lenovo Xiaoxin Pro 27 2024 AIO এর দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Lenovo Xiaoxin Pro 27 2024 AIO এর দাম ও লভ্যতা

লেনোভোর নতুন এই পিসি-র দাম শুরু হয়েছে ৫,৩৯৯ ইউয়ান (প্রায় ৬৩,৫০০ টাকা) থেকে। এটি দুটি কালারে পাওয়া যাবে – ক্লাউড শ্যাডো ও ডিপ স্পেস। আগামী ১লা জানুয়ারি থেকে এর সেল শুরু হবে।

Lenovo Xiaoxin Pro 27 2024 AIO এর স্পেসিফিকেশন ও ফিচার

Xiaoxin Pro 27 2024 AIO পিসি ১৩তম ইন্টেল কোর এইচ সিরিজ প্রসেসর সহ এসেছে, যেখানে আই৫-১৩৪২০এইচ চিপ পাওয়া যাবে। আবার এতে ১৬ জিবি র‌্যাম ও ১টিবি পিসিআইই ৪.০ এসএসডি উপস্থিত। এটি উইন্ডোজ ১১ হোম চাইনিজ এডিশনে চলবে।

আর এই পিসিতে ইউএসবি-এ, ইউএসবি-সি, এইচডিএমআই পোর্ট আছে। আবার এই ডেস্কটপে ২.৫কে লাইভস্ট্রিম গ্রেড ক্যামেরা ও স্টেরিও স্পিকার পাওয়া যাবে।

Lenovo Xiaoxin Pro 27 2024 AIO পিসি ২৭ ইঞ্চি ২.৫কে ডিসপ্লে সহ এসেছে, যা ২৫৬০ x ১৪৪০ পিক্সেল, ১০০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আবার এই ডিসপ্লে ব্লু লাইট প্রোটেকশন সার্টিফায়েড।