পৃথক করা যাবে কীবোর্ড, Lenovo Yoga Duet 7i, IdeaPad Duet 3 ল্যাপটপ ভারতে লঞ্চ হল

অত্যাধুনিক ফিচারের ল্যাপটপ আনার জন্য এমনিতেই প্রসিদ্ধ Lenovo। তবে এবার তারা দুটি ডিটাচেবল ল্যাপটপ ভারতে লঞ্চ করল। Lenovo Yoga Duet 7i এবং Lenovo IdeaPad Duet 3 নামে আসা এই ল্যাপটপদুটির নামে ‘ডুয়েট’ শব্দটি যুক্ত করার কারণ, এগুলির স্ক্রিনকে ইউজাররা ইচ্ছানুসারে মূল বডি স্ট্রাকচারের থেকে খুলে পৃথক করে ফেলতে পারবেন। ফলে এটি একাধারে ল্যাপটপ ও অন্যদিকে পোর্টেবল ট্যাবলেট রূপে কাজ করবে। স্ট্রাকচারগত এই বিশেষত্বটি ছাড়াও লেনোভো যোগা ডুয়েট ৭আই ও আইডিয়াপ্যাড ডুয়েট ৩ ল্যাপটপে রিয়ার ও ফ্রন্ট ক্যামেরা, কিকস্ট্যান্ড, ডিজিটাল পেন, এইচডি অডিও চিপ, দুটি স্টেরিও স্পিকার এবং ডলবি অডিও সাপোর্ট সহ নানাবিধ অ্যাডভান্স ফিচার পাওয়া যাবে। সংস্থাটির দাবি, লেনোভো আইডিয়াপ্যাড ডুয়েট ৩ মডেলটি ৭ ঘন্টা পর্যন্ত এবং লেনোভো যোগা ডুয়েট ৭ আই মডেলটি ১০.৮ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে। তবে, যোগা ডুয়েট ৭ আই ল্যাপটপটি ‘লেনোভো কিউ-কন্ট্রোল ইন্টেলিজেন্ট কুলিং’ টেকনোলজির সাথে আসায়, এটির ব্যাটারি লাইফকে ২০% পর্যন্ত বর্ধিত করা যাবে। তাহলে চলুন Yoga Duet 7i এবং Lenovo IdeaPad Duet 3 ল্যাপটপ দুটির স্পেসিফিকেশন, দাম ও লভ্যতার প্রসঙ্গে এবার জেনে নেওয়া যাক।

Lenovo Yoga Duet 7i, Lenovo IdeaPad Duet 3 ল্যাপটপের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে, লেনোভো যোগা ডুয়েট ৭ আই ল্যাপটপটির প্রারম্ভিক মূল্য ৭৯,৯৯৯ টাকা এবং লেনোভো আইডিয়াপ্যাড ডুয়েট ৩ ল্যাপটপটির প্রারম্ভিক মূল্য ২৯,৯৯৯ টাকা ধার্য করা হয়েছে। এই দুটি নয়া ল্যাপটপ আজ ১২ই জুলাই থেকে কেনা যাবে। স্লেট গ্রে কেস কালারের সাথে আসা লেনোভো যোগা ডুয়েট ৭ আই মডেলটিকে, সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (Lenovo.com) এবং ই-কমার্স সাইট Amazon থেকে অর্ডার করা যাবে। অন্যদিকে, গ্রাফাইট গ্রে কেস কালারের সাথে আসা আইডিয়াপ্যাড ডুয়েট ৩ মডেলটিকে, সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট সহ অনলাইন পার্টনার প্রোগ্রামারের মাধ্যমে উপলব্ধ করা হবে।

Lenovo Yoga Duet 7i ল্যাপটপ স্পেসিফিকেশন

উইন্ডোজ ১০ ভিত্তিক ওএস দ্বারা চালিত লেনোভো যোগা ডুয়েট ৭ আই ল্যাপটপে, একটি ১৩ ইঞ্চির WQHD 2K (২,১৬০x১,৩৫০ পিক্সেল রেজোলিউশন) IPS টাচস্ক্রিন ডিসপ্লে দেওয়া হয়েছে। অন্যান্য ডিসপ্লে ফিচার হিসাবে পাওয়া যাবে, ৪৫০ নিট পর্যন্ত স্ক্রিন ব্রাইটনেস, ডলবি ভিশন এবং গরিলা গ্লাস ৩ প্রটেকশন। এই ২-ইন-১ ল্যাপটপটিকে, ইন্টেল আইরিশ জিই গ্রাফিক্স এবং ১১ তম প্রজন্মের ইন্টেল কোর আই৫ সিপিইউ দ্বারা সজ্জিত করে নিয়ে আসা হয়েছে। সাথে স্টোরেজ হিসাবে পাওয়া যাবে, ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১ টেরাবাইট পর্যন্ত PCIe এসএসডি।

এই ল্যাপটপের ব্যাক প্যানেলে ৫ মেগাপিক্সেলের সেন্সর এবং সামনে ৫ মেগাপিক্সেলের ইনফ্রারেড ক্যামেরা রয়েছে। অন্যদিকে, উন্নতমানের সাউন্ড সরবরাহের জন্য ল্যাপটপে, এইচডি অডিও চিপ, দুটি ১ ওয়াটের স্টেরিও স্পিকার, ডলবি অডিও এবং ডলবি অ্যাটমস সাপোর্ট পাওয়া যাবে।

যোগা সিরিজের এই ডিটাচেবল ডিজাইনের ল্যাপটপটি, TUV রাইনল্যান্ড লো ব্লু লাইট সার্টিফাইড এবং এটি লেনোভো ই-কালার পেনের সাথে সামঞ্জস্যপূর্ণ। এই ডিভাইসটি ১০.৮ ঘন্টা পর্যন্ত একটানা সক্রিয় থাকবে। তবে, ল্যাপটপে থাকা ‘লেনোভো কিউ-কন্ট্রোল ইন্টেলিজেন্ট কুলিং’ নামক এআই ফিচারের সাথে, এটির ব্যাটারি লাইফকে ২০% পর্যন্ত বর্ধিত করা যাবে।

কানেক্টিভিটি অপশনের মধ্যে, Lenovo Yoga Duet 7i ল্যাপটপে ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ভি৫, তিনটি ইউএসবি টাইপ-সি পোর্ট, একটি এসডি কার্ড রিডার এবং একটি হেডফোন জ্যাক অন্তর্ভুক্ত করা হয়েছে। ১.১৬ কেজি ওজনের এই ল্যাপটপ তথা ট্যাবলেট মডেলটিতে ভয়েস অ্যাসিস্ট্যান্টের সাপোর্টও পাওয়া যাবে।

Lenovo IdeaPad Duet 3 ল্যাপটপ স্পেসিফিকেশন

সদ্য লঞ্চ হওয়া লেনোভো আইডিয়াপ্যাড ডুয়েট ৩ ল্যাপটপটিতে, ৩৩ নিট অবধি স্ক্রিন ব্রাইটনেস এবং ১,৯২০x১,০৮০ পিক্সেল রেজোলিউশন যুক্ত একটি ১০.২৩ ইঞ্চির WUXGA IPS ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি, ইন্টেল UHD গ্রাফিক্স ৬০০ এবং ইন্টেল স্যালারন এন৪০২০ প্রসেসর দ্বারা চালিত। সাথে থাকছে উইন্ডোজ ১০ ভিত্তিক অপারেটিং সিস্টেম। এই ডিটাচেবল ল্যাপটপটিতে, ৪ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি eMMC স্টোরেজ বর্তমান।

অন্যদিকে, ক্যামেরা ফ্রন্টের কথা বলে এটিতে, ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ফ্রন্ট বা সেলফি ক্যামেরা রয়েছে। আর পূর্ববর্তী মডেলের মতো এটিতেও, এইচডি অডিও চিপ, দুটি ১ ওয়াটের স্টেরিও স্পিকার এবং ডলবি অডিও সাপোর্ট পেয়ে যাবেন ইউজাররা। এছাড়া, যেহেতু এটিকে ট্যাবলেট হিসাবেও ব্যবহার করা যাবে, সেহেতু এটির সাথে একটি লেনোভো ডিজিটাল পেন দেওয়া হচ্ছে। ০.৮৬ কেজি ওজনের এই ল্যাপটপে কানেক্টিভিটি অপশন হিসাবে, ব্লুটুথ ভি৫ -এর সাপোর্ট পাওয়া যাবে।

আবার এই ল্যাপটপটিতে রয়েছে, কর্টানা ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট এবং ডুয়াল ৩৬০ ডিগ্রি মাইক, যা হ্যান্ডস-ফ্রি পদ্ধতিতে কথপোকথনের ক্ষেত্রে সহায়তা করবে। আর ইউজারদের প্রাইভেসির জন্য মডেলটির ওয়েবক্যামে থাকছে একটি বিশেষ শাটারও। পরিশেষে আইডিয়াপ্যাড ডুয়েট ৩ মডেলটি একটানা ৭ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে বলে টেক সংস্থাটি দাবি করেছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন