সাধারণ ফিচারের সাথে লঞ্চ হল LG Aristo 5, পাবেন ফুল ভিশন নচ ডিসপ্লে

কয়েকদিন আগেই জানা গিয়েছিল দক্ষিণ কোরিয়ান কোম্পানি এলজি তাদের নতুন একটি ফোন ভারতে শীঘ্রই লঞ্চ করবে। এই ফোনের নাম হবে LG K31, যার দাম ১০ টাকার কাছাকাছি হবে। তবে এসবের মধ্যে কোম্পানি আজ আমেরিকায় LG Aristo 5 লঞ্চ করলো। এই ফোনটি সাধারণ ফিচারের সাথেই লঞ্চ হয়েছে। এলজি এরিস্টো ৫ ফোনের বিশেষ বিশেষ ফিচারের কথা বললে এতে পাবেন ৩,০০০ এমএএইচ ব্যাটারি, ফুল ভিশন নচ ডিসপ্লে, অক্টা কোর মিডিয়াটেক প্রসেসর।

LG Aristo 5 ফোনটি ভারতে আসবে কিনা এখনও জানা যায়নি। যদিও এর ফিচারের সাথে অনেক মিল আছে LG K31 এর। আমেরিকায় এলজি এরিস্টো ৫ এর দাম ১৫০ ডলার, যা প্রায় ১১ হাজার টাকার সমান। এই দাম ফোনটির ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজের। ফোনটি সোনালি রঙে পাওয়া যাবে।

LG Aristo 5 স্পেসিফিকেশন:

এলজি এরিস্টো ৫ ফোনে ৫.৭ ইঞ্চি এইচডি প্লাস ফুল ভিশন ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের ডিজাইন ৭২০ x ১৫২০ পিক্সেল এবং আসপেক্ট রেশিও ১৯:৯। এর ডিসপ্লে ডিজাইন নচ। যার মধ্যে সেলফি ও ভিডিও কলের জন্য ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাবেন। ফোনটি মিডিয়াটেক হেলিও পি ২২ প্রসেসরের সাথে এসেছে। অপারেটিং সিস্টেম হিসাবে এই ফোনে পাবেন অ্যান্ড্রয়েড ১০।

এই ফোনে একটি স্টোরেজ বিকল্প আছে- ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে। এই ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে, যার প্রাইমারি ক্যামেরা ১৩ মেগাপিক্সেল এবং সেকেন্ডারি সেন্সর ৫ মেগাপিক্সেল। এই ফোনে ৩,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। চার্জিংয়ের জন্য এতে পাবেন মাইক্রো ইউএসবি পোর্ট।