সস্তায় HD ভিডিও, ভারতীয় মোবাইল ব্যবহারকারীদের জন্য নতুন প্ল্যান আনছে নেটফ্লিক্স

ভারতে ওটিটি প্ল্যাটফর্ম Netflix এর জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। লকডাউনের কারণে নেটিজেনদের একাংশ নেটফ্লিক্সেই বেশি সময় কাটাচ্ছেন। আর সেকারণে আমেরিকান এই সংস্থাটি ভারতের ইউজারদের জন্য একটি নতুন মোবাইল সাবস্ক্রিপশন প্ল্যান আনার ভাবনা চিন্তা করছে। এই নতুন নেটফ্লিক্স প্ল্যানে প্রতি মাসে ৩৪৯ টাকা ব্যয় করে আপনি HD ভিডিও দেখতে পাবেন।

নেটফ্লিক্স ভারতে এই নিয়ে দ্বিতীয় মোবাইল প্ল্যান আনতে চলেছে। মজার ব্যাপার হল, নতুন সাবস্ক্রিপশন প্ল্যানটি শুধু ফোনে নয়, ট্যাবলেট বা কম্পিউটারেও সাপোর্ট করবে। তবে জানা গেছে এই প্ল্যানে একবারে কেবল একটি ডিভাইসে ব্যবহার করা যেতে পারে, অর্থাৎ একসাথে দুটি ডিভাইস থেকে এই প্ল্যানটি ব্যবহার করা যাবেনা। নতুন নেটফ্লিক্স প্ল্যানটি বর্তমানে পরীক্ষাধীন পর্যায়ে রয়েছে, তাই এখন সবাই এটি দেখতে পাবেন না।

তবে মনে করা হচ্ছে আসন্ন নেটফ্লিক্স প্ল্যানটি অন্যান্য সব বেসিক প্ল্যানের চেয়ে অনেক সুবিধের হতে চলেছে। ইউজাররা এই প্ল্যানে সস্তায় ভালো মানের ভিডিও স্ট্রিমিং দেখতে পাবেন। আপনাকে জানিয়ে রাখি উপলব্ধ ৪৯৯ টাকার বেসিক নেটফ্লিক্স প্ল্যানে HD সাপোর্ট নেই, তফাত শুধু এটাই এই প্ল্যানে টিভিতে নেটফ্লিক্স উপভোগ করা যায়।

প্রসঙ্গত, ভারতীয় ইউজারদের জন্য নেটফ্লিক্সের আরো দুটি সাবস্ক্রিপশন প্ল্যান রয়েছে – স্ট্যান্ডার্ড প্ল্যানটির দাম ৬৪৯ টাকা, বৈধতা এক মাস। এটি HD স্ট্রিমিং এবং দুটি ডিভাইসে সাপোর্ট করে। সবচেয়ে ব্যয়বহুল ৭৯৯ টাকার প্রিমিয়াম প্ল্যানে ইউজাররা 4K, HD, HDR কোয়ালিটির ভিডিও দেখতে পারবেন। এছাড়া, এই নেটফ্লিক্স প্ল্যানটি একসাথে চারটি ডিভাইসে চলে। উল্লেখ্য, গত বছরে Netflix মোবাইলের জন্য তাদের প্রথম প্ল্যানটি নিয়ে এসেছিল যার দাম ১৯৯ টাকা। এখন দেখার ৩৪৯ টাকার নতুন প্ল্যান ভারতে কতটা জনপ্রিয়তা পায়।