LG Chromebook: ল্যাপটপের পর এবার ক্রোমবুকের দুনিয়ায় প্রবেশ করছে এলজি

অনলাইন পড়াশোনা এবং ওয়েব ব্রাউজিং করার সুযোগ-সুবিধা দেওয়ার জন্য এখন ক্রোমবুক (Chromebook)-এর জনপ্রিয়তা উর্দ্ধমুখী। প্রচলিত ম্যাক (Mac) বা উইন্ডোজ চালিত (Winndows) ল্যাপটপের তুলনায় এই ক্রোম ওএস (Chrome OS)-এ চলা ডিভাইসগুলির দাম অত্যন্ত কম এবং ব্যবহার খুব সহজেই শেখা যায়। এর ফলে স্কুল-কলেজ পড়ুয়া, এমনকি স্মার্টফোনে চোস্ত হওয়ার পর ল্যাপটপ ব্যবহারে আগ্রহীদের পছন্দের তালিকায় প্রথমেই রয়েছে ক্রোমবুক। বাজারে Acer, HP, Asus-এর তৈরি ক্রোমবুকের এখন অংশীদারি বেশি। এবার সংস্থাগুলির সাথে টক্কর দিতে ক্রোমবুক নিয়ে হাজির হচ্ছে LG।

এর আগে কোনও ক্রোমবুক মডেল লঞ্চ করেনি LG। যদিও ল্যাপটপের বাজারে তারা দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছে। LG-র Gram লাইনআপের সরু ও হালকা ল্যাপটপ বিক্রি হয় বিশ্বের বিভিন্ন প্রান্তে। হার্ডওয়্যারের ক্ষেত্রে যে সাফল্য পেয়েছে এলজি, এবার ক্রোমবুকের মাধ্যমে তার পুনরাবৃত্তি করতে চায় তারা।

এলজি ক্রোমবুক (LG Chromebook) Bluetooth Special Interest Group বা Bluetooth SIG-র ওয়েবসাইটে স্পট করা হয়েছে। Bluetooth SIG- র তালিকাভুক্তির খবরটি প্রথমে সামনে আনে ক্রোম আনবক্সড। জানা গিয়েছে, এলজি ক্রোমবুকের মডেল নম্বর “11TC50Q এবং ব্লুটুথ ভার্সন 5.1। এছাড়া ডিভাইসটির ব্যাপারে অন্য কোনও তথ্য সামনে আসেনি।

চলতি বছর শেষ হওয়া আগেই কি LG Chromebook লঞ্চের মুখ দেখবে? এর উত্তর দিতে এখনও বেশ কিছু দিন সময় লাগবে। তবে সংশ্লিষ্ট মহলের মতে, ২০২২-এর জানুয়ারি মাসে আয়োজিত CES বা কনজিউমার ইলেকট্রনিক্স ইভেন্টে এলজি ক্রোমবুকের আত্মপ্রকাশ ঘটতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন