End of a Legacy : স্মার্টফোনের ব্যবসা গোটানোর ঘোষণা করলো LG

‘ধুঁকতে থাকা এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের অবসান’। স্মার্টফোনের বাজার থেকে LG-র প্রস্থানকে এক লাইনে এর থেকে ভালভাবে প্রকাশ করা যায় না। ২০০৬ সালে Prada-র হাত ধরে বিশ্বের প্রথম ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন ফোন বাজারে আনার কৃতিত্ব, ২০০৯ সালে অ্যান্ড্রয়েডের ওপর বাজি ধরে কোম্পানির প্রথম অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টফোন রিলিজ, ২০১৬ সালে দুনিয়ার প্রথম মডিউলার স্মার্টফোন লঞ্চ, গত বছর রোটেটিং ডিসপ্লের ফোন Wing লঞ্চ আর আজ স্মার্টফোনের ব্যবসায় চিরতরে তালা ঝোলানোর সিদ্ধান্ত। হৃদয় বিকারক বটে, কিন্তু স্মার্টফোনের ব্যবসাকে বিদায় জানানোর কথা এলজি সরকারিভাবে ঘোষণা করেছে।

এলজির এই পদক্ষেপ নেওয়ার কথা অবশ্য একাধিক রিপোর্টে দাবি করা হয়েছিল। বলা হচ্ছিল, বিগত পাঁচ বছরে এলজি-র স্মার্টফোন ব্যবসায় প্রায় ৪.৫ বিলিয়ন ডলার লোকসান হয়েছে, যার জেরে সংস্থাটি চলতি বছরে স্মার্টফোন ব্যবসা থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। এপ্রিলে কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর সবুজ সংকেত দিতেই এলজি এবার পাকাপাকিভাবেই মোবাইল ব্যবসা থেকে পাততাড়ি বন্ধ করার সিদ্ধান্ত নিল।

অফিসিয়াল বিবৃতিতে এলজি বলেছে, মোবাইল ফোন ব্যবসা থেকে সরে আসার ফলে কোম্পানি ইলেকট্রিক গাড়ির কম্পোনেন্ট, কানেক্টেড ডিভাইস, স্মার্ট হোম, রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিজনেস-টু-বিজনেস সলিউশন প্রভৃতি ক্ষেত্রে মনোনিবেশ করতে পারবে।

তবে স্মার্টফোন উৎপাদন বন্ধ করলেও এলজি স্মার্টফোনের বর্তমান স্টক ক্রয়ের জন্য উপলব্ধ হবে। তাছাড়া এগজিস্টিং স্মার্টফোন ব্যবহারকারীরদের জন্য সার্ভিস সাপোর্ট ও সফটওয়্যার আপডেট এলজি সরবরাহ করবে বলে জানিয়েছে। তবে বাজার অনুসারে সেটি পরিবর্তিত হবে। বলে রাখি, LG Velvet 4G, LG Velvet 5G, LG G8X, LG G8S, LG Wing, LG K52, এবং LG K42 স্মার্টফোনগুলির জন্য অ্যান্ড্রয়েড ১১ আপডেট সরবরাহ করা হবে বলে কোম্পানি গত মাসে ঘোষণা করেছিল।

আগস্ট শুরু হওয়ার আগেই এলজি মোবাইল ব্যবসা পুরোপুরি গুটিয়ে ফেলবে। ততক্ষণ পর্যন্ত, মোবাইল ফোন বিভাগ বন্ধের জন্য কোম্পানি সরবরাহকারী ও ব্যবসায়িকক অংশীদারদের সাথে কাজ করে যাবে। তবে স্মার্টফোন উৎপাদন বন্ধ করলেও, দক্ষিণ কোরিয়ার সংস্থাটি তার মোবাইল দক্ষতা এবং 6G এর মতো মোবিলিটি সর্ম্পকিত প্রযুক্তি বিকাশের ওপর কাজ করে যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন