বড় মোটরসাইকেলের বিশাল সম্ভার, শৌখিনদের জন্য নতুন শোরুম উদ্বোধন করল Honda

বিগত কয়েক দশক ধরে ভারতের মাটিতে দুই চাকার বাজারে চুটিয়ে ব্যবসা করে আসছে জাপানের সংস্থা হোন্ডা (Honda)। একটা সময় দেশীয় বাইক নির্মাতা হিরোর (Hero) সঙ্গে যৌথবদ্ধ ভাবে ব্যবসা করলেও পরবর্তীতে নিজেরা আলাদা হয়ে হোন্ডা মোটরসাইকেল এন্ড স্কুটার ইন্ডিয়া (HMSI) এই নামেই ভারতবাসীকে উপহার দিয়ে চলেছে একের পর এক টু-হুইলার মডেল। তবে কমিউটার সেগমেন্টে কম সিসির বাইকের পাশাপাশি শক্তিশালী ইঞ্জিনের একাধিক দামী বাইকও রয়েছে সংস্থাটির ঝুলিতে। আর সেই সমস্ত মধ্যবর্তী কিংবা অধিক ডিসপ্লেসমেন্ট যুক্ত প্রিমিয়াম রেঞ্জের মডেলগুলি বিগ উইং (BigWing) ডিলারশিপের ছত্রছায়ায় বছর তিনেক ধরে বিক্রি করছে তারা।

এবার এমনই এক বিগউইং শোরুম চালু হল বাণিজ্য নগরী মহারাষ্ট্রের নাসিকে। গত শনিবার সেখানে ওই আউটলেট উদ্বোধন করেছে তারা। মুম্বাই-আগ্রা হাইওয়ের কাছে দরকা সার্কেল অঞ্চলে হাইওয়ে পিলার নম্বর ১২২ এর উল্টো দিকেই অবস্থিত নতুন শোরুমটি। সংস্থার দাবি নতুন রাইডারদের পাশাপাশি পুরনো গ্রাহকদের মধ্যেও হোন্ডার প্রিমিয়াম মোটরবাইক গুলির জনপ্রিয়তা বাড়াতেই এই শোরুম কার্যকর ভূমিকা নেবে।

হোন্ডা মোটরসাইকেল এন্ড স্কুটার ইন্ডিয়ার বর্তমান ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও আতসুসি অগাটা এই প্রসঙ্গে বলেন, “আমাদের গ্রাহকদের এক অভিনব অভিজ্ঞতার সাক্ষী করতেই হোন্ডা বিগ উইং শোরুম গুলির পরিসর বৃদ্ধি করতে উদ্যোগী হয়েছি আমরা। আজ নাসিকে এই শোরুম উদ্বোধন করতে পেরে উচ্ছ্বসিত আমরা সকলে। এই নতুন প্রিমিয়াম আউটলেট এর মাধ্যমে হোন্ডার তৈরি মিড সাইজের প্রিমিয়াম বাইক গুলিকে নাসিকের সাধারণ গ্রাহকের খুব কাছাকাছি পৌঁছে দেওয়া যাবে।”

সারাদেশ জুড়ে হোন্ডার এই প্রিমিয়াম আউটলেটের সংখ্যা ১০০-র গন্ডি পেরিয়েছে। শুধুমাত্র মহারাষ্ট্রতেই রয়েছে এমন ১২টি শোরুম। প্রসঙ্গত, বর্তমানে হোন্ডার এই বিগ উইন আউটলেটে মোট ১০টি মডেল আপনি কিনতে পারবেন। সেগুলি হল- CB300F, CB300R, H’ness CB350, CB350RS, CB500X, CB650R, CBR650R, CBR1000RR-R, Africa Twin এবং Gold Wing Tour।